কালকের বিকেলটা ছিল রঙিন
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। শেয়ার করতে চলেছি কালকের বিকেল মুহূর্তে বাইরের পরিবেশে অবস্থান করার মুহূর্ত। আশা করবো, ব্লগটা পড়ে বেশ ভালো লাগবে এবং অনেক কিছু জানবেন। তাহলে চলুন শুরু করি।
বেশ কিছুদিন পর হেমায়েতপুর বাজারে উপস্থিত হলাম গতকাল বিকালে। প্রথমে মেয়ের ছোট খালাম্মাকে রেখে আসলাম মায়ের বাসায়। এরপর আবারো বাজারে এসে উপস্থিত হলাম জিলাপি কিনার উদ্দেশ্যে। বেশ কিছুদিন ধরে যেন জিলাপির উপর একটু অন্যরকম টান সৃষ্টি হয়েছে। এর আগে আমি জিলাপি পছন্দ করতাম না। কিন্তু এই বছরে যেন অতিরিক্ত ভালো লাগছে। বাজারে এসে উপস্থিত হয়ে খুজলাম কোথায় জিলাপি বিক্রয় করে। বাজারের এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে তাকিয়ে দেখলাম হেমায়েতপুর বাজারের পূর্ব দিকে জিলাপি বুন্দিয়া সিংগারা ইত্যাদি ভাজা চলছে। মোটরসাইকেলটা এনে জিলাপি তৈরি করার দোকানের পাশে রাখলাম। এরপর কয়েক মিনিট অপেক্ষা করলাম নতুন জিলাপি অর্থাৎ কড়াই থেকে নামাবে এমনই গরম গরম জিলাপি নিতে হবে এক কেজি। পাশে থাকা মোটরসাইকেল মেরামতের দোকান থেকে মোটরসাইকেলটা দুই চাকায় পাম্প করে নিলাম। এরপর আবারো জিলাপির বিষয়টা, গরম গরম টাটকা জিলাপি প্রয়োজন।
Photography device: Infinix hot 11s
location
উপস্থিত হয়ে লক্ষ্য করে দেখলাম সবেমাত্র জিলাপি ভাজার কাজ শুরু করেছে। পাশাপাশি বড় এক প্লেটে বুন্দিয়া তৈরি করে রেখেছে। তখন মনে হল এখনো মাছি বসে নাই সেভাবে। তাই এখনই নেওয়া যায়। আমার আবার মাছি বসতে দেখলে সে জিনিস খেতে ইচ্ছে করে না। কিন্তু যখনই বুন্দিয়া মেপে দিবে তখনই দেখলাম একটা মাছি এসে বুন্দিয়ার উপর বসেছে। তখন আমি বললাম বুন্দিয়া নেব না মাছি বসেছে। তখন উনারা দেখালেন এক পোয়া করে প্যাকেট প্যাকেট করা হচ্ছে অনেকক্ষণ ধরে তাহলে প্যাকেটের তা নিন। দেখলাম হ্যাঁ এবার নেওয়া যেতে পারে। এছাড়াও গরম গরম এক কেজি জিলাপি ১৬০ টাকা কেজি নিয়ে নিলাম। বেশ ভালো লাগার এবং দেখার মত ছিল জিলাপি গুলো। এরপর টাকা পরিশোধ করে বাজার ছেড়ে পাঁচ কিলো পর অতিক্রম করলাম।
Photography device: Infinix hot 11s
location
দীর্ঘ পথ অতিক্রম করে এসে গ্রামের লাস্ট প্রান্তে একটি ব্রিজ ছিল। ব্রিজের উপরে মোটরসাইকেলটা রেখে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করলাম কিছুটা সময়ের জন্য। লক্ষ্য করে দেখলাম এইতো মাসখানেক আগে ব্রিজের নিচে খালে পানি পরিপূর্ণ ছিল। এখন সেখানে তেমন বেশি পানি নেই। বন জঙ্গলের জন্য চারিপাশে কেমন বেশি কিছু দেখা যেত না। সময় পরিবর্তনের সাথে সাথে বন জঙ্গল কমে গেছে। কিছুটা সময়ের জন্য সেখানে অবস্থান করলাম।
Photography device: Infinix hot 11s
location
এরপর প্রাকৃতিক পরিবেশের বেশ কিছু ফটো ধারণ করার চেষ্টা করলাম। চেয়ে দেখলাম খালের মধ্যে মাছ নড়ছে কিনা। দেখলাম দু একটা ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। এরপর রাস্তার পাশে তালগাছ গুলো খেয়াল করে দেখলাম বেশ বড় হয়ে গেছে। এরপর তাকিয়ে দেখলাম ফসলের মাঠের দিকে। ফসলের মাঠে জায়গায় জায়গায় ধান কেটে পালা দেওয়া রয়েছে দেখতে বেশ ভালো লাগছিল। এরপর কিছুটা এগিয়ে গেলাম ফসলের মাঠের দিকে।
Photography device: Infinix hot 11s
location
এখন মাঠে মাঠে ধান কাটার আয়োজন চলছে। খেয়াল করে দেখলাম অনেক জায়গায় জায়গায় ধান কাটা কাজ হয়ে গেছে। কৃষক ভাইয়েরা ধান কেটে বাড়ির দিকে ফিরছে। অনেক জায়গায় ধান ঝাড়া কাজ চলছে। এক কথায় ফসলের মাঠে কৃষক ভাইয়েরা নিজ নিজ দায়িত্বে ব্যস্ত রয়েছে। এমন পরিবেশ পরিস্থিতি দেখতে ভালো লাগছিল। পশ্চিম আকাশে সূর্যটা যেন লম্বা ভাবে পূর্ব দিগন্তে আলো দিতে থাকল। আমি ও পিছন ফিরে পূর্ব দিগন্তে চেয়ে দেখলাম আকাশটা ক্লিয়ার। এমন প্রাকৃতিক পরিবেশের মাঝে নিজেকে কিছুটা সময়ের জন্য অতিবাহিত করাই রয়েছে প্রশান্তি। এরপর দেখতে থাকলাম কৃষকদের কাজ। বেশ কিছুক্ষণ সময় ধরে ফসলের মাঠের সৌন্দর্য উপভোগ করলাম। এরপর ভেবে দেখলাম গরম জিলাপিট হয়েছে ঠান্ডা হয়ে যাবে। তাই দ্রুত মোটরসাইকেলে উঠে আবারো বাড়ির দিকে রওনা দিলাম। আর এভাবেই কালকের বিকেলটা আমার বাইরের পরিবেশে অতিবাহিত হয়।
Photography device: Infinix hot 11s
location
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
---|
মামা আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে বিকেল বেলার অনুভূতি তুলে ধরেছেন। আসলে বিকেল বেলায় আপনাদের এলাকার দৃশ্যটা সত্যি বেশ অসাধারণ ছিল। তবে আমার কাছে সব থেকে বেশি লোভনীয় লেগেছে বুন্দি এত সুন্দর ভাবে ছবিগুলো সংগ্রহ করে আমাদের মাঝে বর্ণনা দিয়ে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
দুইটাই কেনা হয়েছিল মামা
মামা এখন হতে নিয়মিতভাবে প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং কমেন্টে স্ক্রিনশট শেয়ার করতে হবে।
https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
প্রতিনিয়ত করছি তো
অনেক অনেক ভালো লাগলো আপনার আজকের এই সুন্দর একটি পোস্ট তৈরি করতে দেখে। যেখানে আপনি আপনার কাল বিকালের কর্মব্যস্ততার অনুভূতি তুলে ধরেছেন সুন্দরভাবে। তবে আপনার আনা সেই জিলাপি আমিও খেতে পেরেছি।
ও আচ্ছা, সত্য কথা তুলে ধরার জন্য ধন্যবাদ।
X-promotion
06-12-24
আসলে এখন বৃষ্টি না হওয়াতে তেমন কোন নদীতে পানি নেই। তবে এতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে আমি মুগ্ধ হলাম। আর এই প্রাকৃতিক পরিবেশ গুলো শুধু গ্রাম অঞ্চলে উপভোগ করা যায়। বর্তমান সব জায়গায় ধান কেটে কেটে রেখে দিয়েছে। যাইহোক আপনার সুন্দর অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাই মাঝেমধ্যে প্রাকৃতিক পরিবেশ আমার ভালো লাগে।
আসলে ভাই প্রকৃতি কখনো আপনাকে নিরাশ করবে না। যদি আপনি প্রকৃতিকে সময় দেন তাহলে প্রকৃতি আপনাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। যাইহোক আপনি অনেক সুন্দর একটা বিকাল অতিবাহিত করেছেন দেখে অনেক ভালো লাগলো। তবে এবার যেহেতু একটু জিলাপি বেশি খাচ্ছেন, সেক্ষেত্রে সাবধান থাকবেন যেন ডায়াবেটিস না হয়ে যায় 😁।
একদম ঠিক কথা ছিল। সেটা অবশ্য ঠিক কথা। কেন জানি জিলাপি বেশি ভালো লাগছে। বেশ অনেক দিন খাওয়া হয়ে গেল
ব্যস্ততার মাঝেও সময় টা বেশ দারুণ কাটিয়েছেন ভাই। বিকেল টা বেশ ভালো কেটেছে আপনার । আর গ্রামের এমন দৃশ্য গুলো দেখেও ভালো লাগল। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনার অনূভুতি টা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
হ্যাঁ ভাই মুহূর্তটা আমার জন্য ভালো ছিল