ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণ ও খাওয়া-দাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ25 days ago (edited)

আজ - শুক্রবার

১৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৯ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি দুই বন্ধু মিলে ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণ এবং খাওয়া-দাওয়ার মুহূর্তের অনুভূতি নিয়ে। আশা করবো আমার এই পোস্ট পড়ার মধ্য দিয়ে আপনারা বেশ অনেক কিছু জানাও দেখার সুযোগ পাবেন। চলুন তাহলে শুরু করি।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


IMG_20241117_205059_199.jpg

photography device: Infinix Hot 11s-50mp




ফটোগ্রাফি সমূহ:


ওয়াজ মাহফিলের মেলা গুলো ভ্রমণ করতে ভালো লাগে। হালকা হালকা শীত অনুভব। অনেক মানুষের উপস্থিতি। একদিকে ওয়াজ মাহফিলের আসরে স্থানীয় বক্তার কিছু কথা বাত্রা। এদিকে চলার পথ অথবা সাইডে বিভিন্ন রকমের মেলার আয়োজন। বিশেষ করে খেলনা জাতীয় জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ছোটখাটো অনেক জিনিস বিক্রয় করতে উপস্থিত হয় অনেক বিক্রেতা। এরই পাশাপাশি থাকে বিভিন্ন রকমের ঝাল ও মিষ্টি জাতীয় খাবারের আইটেম। এরই জন্য বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ওয়াজ মাহফিলের আসরে যতটা মানুষের উপস্থিতি নাই তার চেয়েও ডাবল ডাবল মানুষ থাকে মেলাগুলোকে কেন্দ্র করে। ঠিক তেমনি দুই বন্ধু মেলা ভ্রমণ খাওয়া-দাওয়া হালকা ঘোরাঘুরির জন্য উপস্থিত হয়েছিলাম এক ওয়াজ মাহফিলের এরিয়াতে।

IMG_20241117_195143_783.jpg

IMG_20241117_194710_978.jpg

IMG_20241117_194712_789.jpg


প্রথমে ইচ্ছে মত দুই বন্ধু ঘুরে ঘুরে দেখতে থাকলাম মেলাগুলোতে কেমন কি খেলনা জাতীয় জিনিস জুটেছে। কারণ প্রত্যেক বছর দুই বন্ধু একত্রে উপস্থিত হয়ে থাকি যে কোন ওয়াজ মাহফিলের স্থানে। সেখান থেকে বন্ধু তার বাবার জন্য খেলনা জাতীয় জিনিস কিনে নিয়ে যায়। আর এছাড়া আমরা ভালোলাগার বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকি। তাই প্রথম অবস্থায় মোটরসাইকেলটা একদম ওয়াজ মাহফিলের গেটের পাশে রেখে নেমে পড়লাম। এরপর ইচ্ছামতো দেখতে থাকলাম আর ঘুরতে থাকলাম। লক্ষ্য করে দেখলাম বাচ্চাদের খেলনার পাশাপাশি অনেক রকমের বই লেখার সিলেট সহ অনেক কিছুই বিক্রয় করছে বিক্রেতারা। সেখানে লেটার স্বরবর্ণ নামতা গজল হাদিসের বইসহ অনেক কিছু রয়েছে। মেয়েদের কসমেটিক সামগ্রী থেকে শুরু করে ইলেকট্রনিক্সের অনেক ডিভাইস রয়েছে সেখানে। বিভিন্ন রকমের জিনিস থাকাই দেখতেও ভালো লাগে দাম জানতেও ভালো লাগে।

IMG_20241117_194304_829.jpg

IMG_20241117_194531_511.jpg

IMG_20241117_194507_770.jpg

IMG_20241117_205136_593.jpg


এরপর আমরা চলে গেলাম মিষ্টি ও ঝাল জাতীয় খাবার খাওয়ার জন্য, তার মধ্যে অন্যতম ছিল চটপটি। লক্ষ্য করে দেখলাম বেশ অনেকগুলো ভ্রাম্যমান খাবার বিক্রেতা একের পর এক খাবার রেডি করে চলছে এবং কাস্টমারদের মাঝে দিচ্ছেন। তাই আমরা আমাদের মত বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় জিনিস কিনে খাওয়ার চেষ্টা করলাম। একটি মুহূর্তে আমরা চটপটির অর্ডার করলাম। ইতোমধ্যে অনেক কিছু খাওয়া-দাওয়া হয়ে গেছে তাই মাত্র ১ কাপ অর্ডার করলাম। কারণ এখানে খাওয়ার জিনিস অনেক রকমের। দুই বন্ধুর ইচ্ছে ছিল যে সমস্ত জিনিসগুলো বিক্রয় হচ্ছে সব রকমের খাবার জিনিস কিছুটা করে কিনব এবং খাব। প্রতিনিয়ত তো আর ওয়াজ মাহফিল এর মেলায় আসা সম্ভব নয়। তাই এসে যখন পড়েছি ইচ্ছে ছিল এমন।

IMG_20241117_204330_932.jpg

IMG_20241117_204343415_BURST0012.jpg

IMG_20241117_204403_061.jpg


দেখলাম পাশাপাশি ভ্রাম্যমাণ দোকান গুলোতে চটপটি তৈরি করা হচ্ছে। একদিকে ১২ ভাজা তৈরি করা হচ্ছে। কেউ বিক্রয় করছেন ফুচকা। এছাড়াও আশেপাশের মিষ্টির দোকান গুলো মানুষজনের ভরে উঠেছে। সবার মাঝে এ সমস্ত জিনিসগুলো কিনে খাওয়ার মজাই আলাদা। দিনের বেলায় যে রাস্তা দিয়ে চলাচল করা হয় ঘুরে তাকানো হয় না। আজকে ঠিক সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে গেছি এ সমস্ত জিনিস খাওয়ার জন্য। আসলে মানুষ হঠাৎ করে বেশ সুন্দর কিছু আয়োজন করে ফেলতে পারে যে কোন উদ্দেশ্যকে কেন্দ্র করে। দুই বন্ধু ঠিক এমনই কথা বলছিলাম চটপটি খাওয়ার মুহূর্তে। আর এভাবেই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম ওয়াজ মাহফিলের মেলাতে।

IMG_20241117_204307_904.jpg

IMG_20241117_205051_724.jpg

IMG_20241117_205056_812.jpg

IMG_20241117_204631103_BURST0020.jpg

IMG_20241117_204618_684.jpg

Photography device:Infinix hot 11s
Location

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY68oBe2d5MBQiiXJUc2pjsGrMz4xjWmvQsjsdJnMVeP8i6MwiRYrHdW8u9nnLtpmjP8p8fhZZKVziK8U1tQW2.png


এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
বিষয়ওয়াজ মাহফিলের মেলা ভ্রমন ও খাওয়া দাওয়া
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
What3words LocationGangni-Meherpur
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ



পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 25 days ago 
 25 days ago 

29-11-24

Screenshot_20241129-100933.jpg

Screenshot_20241129-101217.jpg

Screenshot_20241129-101336.jpg

 25 days ago 

ওয়াজ মাহফিলের মেলা গুলোর মধ্যে প্রায় সব ধরনের জিনিস পত্রের দোকান বসে। আপনার এলাকার মধ্যে দেখছি খুবই সুন্দর একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। ওয়াজ মাহফিলের মেলায় ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগে। যাইহোক, আপনারা দেখছি ওয়াজ মাহফিলের মধ্যে বেশ দারুন একটি সময় উপভোগ করেছেন।

 20 days ago 

ভাই আপনি ঠিক বলেছেন

 25 days ago 

শীতের সময় এই ওয়াজ মাহফিল গুলো অনেক বেশি হয়। আপনাদের ওখানে ওয়াজ মাহফিল উপলক্ষে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে। আপনারা খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আর খাওয়া দাওয়া করেছেন। আপনাদের কাটানো মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 20 days ago 

হ্যাঁ দুই বন্ধু মিলে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 94242.56
ETH 3408.52
USDT 1.00
SBD 3.35