সরিষা ফুলের ভিডিও

in আমার বাংলা ব্লগ4 days ago


আসসালামু আলাইকুম



IMG_20250101_165019_064.jpg


হাই!
বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সরিষা ফুলের ভিডিও শেয়ার করার জন্য। শীতের সময়ের ফসলের মাঠের সবচেয়ে জনপ্রিয় ফুল সরিষাফুল। আশা করবো আমার মোবাইল ফোনে ধারণ করা এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


ফটো ও ভিডিওগ্রাফি:


শীতের সময় আসলে ফসলের মাঠগুলো বিভিন্ন ফসলে পরিপূর্ণ হয়ে ওঠে। এই সময়ের ফসলের মাঠে বিভিন্ন রকমের শাকসবজি ও সফল দেখতে পাওয়া যায়। যেই ফসলের মাঠে বিভিন্ন রকমের ফসল থাকে, সেই ফসলের মাঠ দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে ফসলের মাঠের পূর্ণতা এনে দেয় সরিষা ফুল। সরিষা গাছ কবে কখন বেড়ে উঠছে সেদিকে কারো লক্ষ্য থাকে না। যদি সবুজের মাঝে হলুদের ফুল গুলো মাঠকে রাঙিয়ে তুলে তখন মন ছুটে যায় সুন্দর কিছু ফটো ধারণ করতে। ঠিক তেমনি সরিষা ফুল আমিও অনেক অনেক পছন্দ করে থাকি। গত বছর পুকুর পাড়ে বেশ কিছু জায়গাতে সরিষার ভবন করে ফুল ফুটিয়ে ছিলাম। কিন্তু এবার শেষ সৌভাগ্য হয়নি। এজন্য সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে চলতে হয়েছে ফসলের মাঠের দিকে। বাড়ি থেকে প্রায় দুই কিলো দূরে পাশের গ্রামের ফসলের মাঠ। সে ফসলের মাঠে উপস্থিত হয়েছিলাম সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে।

IMG_20250101_165032_598.jpg

Photography device: Infinix hot 11s
Gangni-Meherpur


ফুলের মাঠে উপস্থিত হয়ে দেখতে পারলাম বেশ সুন্দরভাবে সরিষা ফুল ফুটে রয়েছে। সরিষা ফুলের এই চমৎকার দৃশ্য গুলো আমাকে মুগ্ধ করে। একদিকে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য। নিরিবিরি পরিবেশ। জন কোলাহল মুক্ত। শস্য শ্যামল সবুজের বুকে যেন হলুদ ফুলের আগমন। এই ফুলকে কেন্দ্র করে কত রকমের কীট পতঙ্গের আবির্ভাব লক্ষ্য করলাম। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল মৌমাছির যাক। আমরা জানি সরিষা ফুলের মধু অনেক বড় উপকারী উপাদান। ঠান্ডার সময় আমরা সরিষা ফুলের মধু খেতে পছন্দ করি। এতে নিজেদের সুস্থ রাখা যায়। দেশের বেশিরভাগ মধু সংরক্ষণ হয় সরিষার সময়। এই সময় মধু সংরক্ষণের জন্য অনেক মানুষ নিজেকে প্রস্তুত রাখে এবং মধু চাষের খামার গড়ে তোলে বিভিন্ন জায়গায়। খাঁটি সরিষা ফুলের মধু আমিও অনেক অনেক পছন্দ করে থাকি। তাই সুযোগ পেলে সরিষা ফুলের মত সংরক্ষণ করে নিজে খায় এবং পরিবারকে খাওয়ায়। প্রকৃতপক্ষে ভেজালমুক্ত মধুগুলো সব সময়ই আমাদের জন্য অনেক বেশি উপকারের। যাই হোক আমি অনেক পছন্দ করি ফসলের মাঠে কিছুটা সময় কাটাতে। যখন এই ভিডিও ধারণ করেছিলাম তখন বেশ সূর্যের আলো ছিল। বিকেল মুহূর্তে সরিষা ফুলগুলো হালকা বাতাসে দোল খাচ্ছিল। আর তখনই আমি সরিষার ক্ষেতের পাশে হাঁটাহাঁটি করছিলাম আর সৌন্দর্য উপভোগ করছিলাম।

Video device: Infinix hot 11s
Gangni-Meherpur


সরিষা ফুল ফুটলে সবচেয়ে বেশি ভালো লাগে সরিষা ক্ষেতের পাশ দিয়া হাটাহাটি করতে। কারণ সুন্দর এই ফসলের মাঠগুলো যেন মনকে রাঙিয়ে তোলে। নিজেকে চাঙ্গা করে তোলে। আমি অনুভব করেছিলাম সবুজ ফসলের মাঠ। সরিষা ফুল যেন সবুজ ফসলের মাঠ কে রাঙিয়ে তুলেছে মধ্যমণি হয়ে। শীতের সময় ফসলের মাঠগুলো এমনিতে সবুজে সবুজে পরিপূর্ণতা লাভ করে। সেখানে যেন কোন একটু জিনিসে কমতি থাকে যদি সরিষা ফুল না থাকে। এই সময়ের ভুট্টা গাছ গম তামাক থেকে শুরু করে বিভিন্ন রকমের ফসল দেখতে পাওয়া যায়। সেই ফসলের মাঠে যদি এভাবে সরিষা ফুল ফুটে থাকে তাহলে অপরূপ চিত্র অনুভব করা যায়। তাই আমি মনে করি ব্যস্ততার মুহূর্তে একটু সুযোগ বুঝে এমন ফসলের মাঠে আমাদের সকলের উপস্থিত হওয়া প্রয়োজন রয়েছে। এতে কিছুটা সময় ব্যয় হলেও মনে এতটা প্রশান্তি মেলে যা টাকা-পয়সা খরচ করে মেলানো যায় না। এখানে কোন প্রকার কৃত্রিমতা নেই। রয়েছে শুধু মহান সৃষ্টিকর্তার সৃষ্টির অপরূপ সৌন্দর্য। বাসা থেকে দূরের এই ফসলের মাঠটা আমার মনে এনে দিয়েছিল অনেক অনেক প্রশান্তি। এখনো চেষ্টায় রয়েছি সুযোগ পেলেই নিকটস্থ গ্রামের ফসলের মাঠে আবারও কিছুটা সময় কাটাবো।

IMG_20250101_165011_513.jpg

Photography device: Infinix hot 11s
Gangni-Meherpur


গুরুত্বপূর্ণ তথ্য


ভিডিও বিষয়কতথ্য
বিষয়সরিষা ফুলের ভিডিও
ভিডিও ডিভাইসInfinix Hot 11s-50m
ভিডিও ম্যান@sumon09
Editing appPicsArt & inshot
YouTube channelসোর্স
দেশবাংলাদেশ


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddZA4VqmFRARUGRGgqn1RUviYBVHpLxxMgFvAeZgey4aCJqhKSJNQvXGj2kaF3ZssZhcKZWtFFnV4wRgxnyN33U9gX3PXZytHX5gjHH14wjmFfgmVKHBBXGaakfLTiwaQKVjhXPVYhe6JJLLcazGKyKa3iXLq4zCxTfiLp5V1uVWAfuHBrcgQakK9xUbA9gyQJvuW5auWDqwkn.webp

Sort:  
 4 days ago 

শীতের মৌসুমে সরিষা ফুল প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক। যাহোক আজকে তোমার সরিষা ফুলের ভিডিওগ্রাফিটি দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। পুরো মাঠ যেন হলুদ রঙ্গে ছেয়ে গেছে। সত্যি অসাধারণ সুন্দর একটি দৃশ্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 
 4 days ago 

সরিষা ফুলের মধু খুব ভালো হয়।সরিষা ফুলের মধু পাওয়াটা একটু মুশকিল। সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। শীতের সময় মাঠে মাঠে সরিষা ফুলের সৌন্দর্য নজর কেড়ে নেয়। আপনার ভিডিওগ্রাফিতে সরিষা ফুলের সৌন্দর্য খুব সুন্দর ফুটে উঠে। সুন্দর একটি ভিডিও গ্রাফি শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

আসলে বর্তমান সময়ে সরিষা ফুল গ্রাম এলাকার সৌন্দর্য অনেক টা বৃদ্ধি করেছে। বিশেষ করে আপনারা যারা গ্ৰামের মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন। আপনারা শেয়ার করা সরিষা ফুলের ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সরিষা ফুলের ভিডিও ক্লিপ টি ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 days ago 

18-01-25

Screenshot_20250118-185547.jpg

Screenshot_20250118-185838.jpg

 4 days ago 

সরিষা ফুলের ভিডিওগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ বড় একটা জায়গা জুড়ে সরিষা ফুল ফুটেছে। আসলেই বাতাসে যখন দোল খাচ্ছিল তখন অনেক ভালো লাগছিল দেখতে। আপনি খুব সুন্দর ভাবে এটা ক্যাপচার করেছেন। মুগ্ধ হয়ে গেলাম দেখে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 4 days ago 

ওয়াও আজকে আপনি সরিষা ফুলের মনমুগ্ধকর ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আসলে শীতকালে বাংলাদেশে সরিষা চাষ করা হয়।এই সরিষা ফুল থেকে যখন মৌমাছি মধু সংগ্রহ করে তখন ঐ সরিষা ক্ষেত দেখতে অনেক বেশি ভালো লাগে। সরিষা ফুলের ঘ্রাণ ও পাওয়া যায় ঐ সময় বেশ ভালো লাগে।

 4 days ago 

আসলে ভাই আমিও বেশ কয়েকদিন থেকে মধু খুজতেছি কিন্তু পাওয়া মুশকিল হয়ে গেছে । সরিষা ফুলের মধু আসলেই ভালো লাগে তবে পাওয়াই যাচ্ছে না। কৃষকদের মাঠ এই সময়টাতে সরিষা ক্ষেতে ফুল দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে। চতুর্দিকে সুন্দর একটি পরিবেশ উপলব্ধি করা যায়। সেই সরিষা ফুলের চমৎকার একটি ভিডিওগ্রাফি ধারণ করে আমাদের সাথে শেয়ার করেছেন। সরিষা ফুলের ভিডিওগ্রাফি এবং ফটো সবগুলোই দারুন হয়েছে ভাই। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 days ago 

আজকে আপনি অনেক সুন্দর সরিষা ফুলের ভিডিও শেয়ার করেছেন ভাইয়া। সরিষা ফুলের এত সৌন্দর্য দেখে আমি। সরিষা ফুল আমার এমনিতে অনেক ভালো লাগে। আমার খুব ইচ্ছে রয়েছে সরিষা ফুলের ফটো ধারণ করতে যেতে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 106036.78
ETH 3340.02
SBD 4.43