সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 days ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আশা করবো আমার এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

InShot_20250124_004800082.jpg


ফটোগ্রাফি সমূহ:


ফুলের সৌন্দর্য উপভোগ করার মধ্যে অন্যরকম প্রশান্তি মেলে। কত সুন্দর ভাবে ফুল ফুটে ওঠে বিভিন্ন কালারের বাহারি ডিজাইনের। তেমনি এই জবা ফুলটা। যার কোন তুলনা হয় না। প্রাথমিক অংশে একটু লাল এর পরে সাদা হলুদ মিশ্রণে পাপড়ি। মাঝখানের শেষটা সাদাটে হলেও উপরে ছোট ছোট লাল লাল বিন্দু রয়েছে। আর এভাবেই সবুজ পাতার উপর সুন্দর ফুল খানা নজরে পড়ে বারবার।

IMG_20241212_161135_702.jpg


ঘন হলুদ ঝিঙে ফুলের আকৃতি। সবুজ পাতার উপর জেগে উঠে হলুদ এই ফুলগুলো। সকাল থেকে আস্তে আস্তে ফুলের কলি গুলো একটু একটু করে বড় হতে থাকে। এরপর বিকেলে হলেই ফুটে ওঠে সুন্দর রূপ নিয়ে।

IMG_20241021_173129_420.jpg


সবুজ পাতার মাঝে বেগুনি কালার নিয়ে ফুটে উঠে বেগুন ফুল। ছোট এই ফুলের মাঝখানেও রয়েছে সুন্দর একটি অংশ। পাপড়ির সৌন্দর্য যেন মুগ্ধ করে সবুজ পরিবেশকে।

IMG_20241021_173545_915.jpg


পাশাপাশি ফুটে থাকা দুইটা দুপুর মনে ফুল। এখনো এক সন্ধ্যার মুহূর্তে ধারণ করেছিলাম ফটো। প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় একটি দুইটা করে ফুলের কলি আসে। দেখতে দেখতে দুপুর মুহূর্তে ফুটে উঠে ফুলগুলো। এরপর আবার রাত শেষে ঝরে পড়ে। ফুটে ওঠার প্রাথমিক মুহূর্তটা অনেক সুন্দর একদম কাছ থেকে অনুভব করলে এই ফুলের সৌন্দর্য এত বেশি লক্ষ্য করা যায় যা, মনটাকে ভরিয়ে তুলতে সক্ষম।

IMG_20240929_175352_385.jpg


এক রাতে ধারণ করা কি আকন্দ ফুলের ফটোটা। অনেক সুন্দর ভাবে একই ডালের উপর ফুটে রয়েছে বেশ কিছু ফুল। এই ফুলের সৌন্দর্য অনেকটা বেশি। পাশাপাশি অনেকগুলো ফুল ফুটে থাকে। ছোট ছোট ফুলগুলো যেন অন্যরকম ভালোলাগা জাগ্রত করে।

IMG_20240428_203807_593.jpg


এখন আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কাশফুল হাতে ধরে ফটো ধারণ করা। শরৎকালে এই ফুলের দেখা মেলে। পুকুর পাড়ে মাছের খাবার দিতে গিয়ে এই ফুলের ফটো ধারণ করেছিলাম।

IMG_20240910_174712_143.jpg


সবজি বাগান থেকে ঢেঁড়স সবজির ফুল ক্যামেরাবন্দি করেছিলাম। সবজি বাগান থেকে বিভিন্ন রকম সবজির ফুল ফটো ধারণ করে বেশ ভালো লাগে। তবে অন্যান্য সবজি গুলোর মধ্যে এই ফুলটা যেন আরো অন্যরকম সৌন্দর্য নিয়ে আসে। সাদা সাদা ফুল গুলোর নিচের অংশে একটু আলাদা বর্ণ রয়েছে এবং তার মাঝখানে সুন্দর একটি শীষ। সব মিলে বেশ চমৎকার দেখতে।

IMG_20231026_080848_807.jpg


এটা লেবু গাছের ফুল। প্রত্যেকটা ফুলের মাঝখানে একটা অংশ থাকে, যেখান থেকে ফল সৃষ্টি হতে পারে। আবার সেখান থেকে ফল হওয়ার বিশেষ অংশ থেকে থাকে। এই ফুলের ফটোগ্রাফি টা বেশ কয়েক মাস আগে করেছিলাম। তখন গাছের মাত্র কয়েকটা করে ফুল ফুটেছিল।

IMG_20241104_084504_225.jpg


এখন আপনারা দেখছেন শিম গাছের ফুল। ফুলে ফুলে ভরে উঠেছে আমাদের শিমের বাগান। এত সুন্দর সুন্দর ফুল গুলো দেখে মুগ্ধ হই। বেশ ভালো লাগে চমৎকার এই ফুল দেখে।

IMG_20241229_112938_513.jpg


এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সরিষা ফুল। সরিষা ফুল হলুদ বর্ণের। ফসলের মাঠ হলুদ ফুলে রাঙিয়ে তোলে এই ফুল। তাই আমার কাছে অনেক ভালো লাগে সরিষা ফুল দেখতে।

IMG_20250122_160558_969.jpg


এখন আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের ফটোগ্রাফি। বেশ অনেক রকমের সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়ে থাকে। কিছু কিছু গোলাপ ফুল রয়েছে যেগুলোর অতিরিক্ত পাপড়ি থাকে তাই তার সৌন্দর্যটা একটু বেশি হয়।

IMG_20241212_161255_326.jpg


এখন যে ফুলের ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করলাম এই ফুলের সঠিক নাম আমার জানা নেই। অনেকেই বলেছিল মোরগ ফুলের আলাদা জাত। এই ফুলের সঠিক নাম আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। এই ফুলগুলো কিন্তু বেশ দারুন।। চিকন ডালের উপর এক ফালি গোল পাপড়ি বিশিষ্ট সুন্দর ফুল। চারিপাশে পাপড়িতে পাপড়িতে পরিপূর্ণ।

IMG_20241212_161509_608.jpg


পোস্ট বিবরণ


বিষয়রেনডম ফুলের ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


PUSS_VILLA.png


Sort:  
 3 days ago 

ফুলের সৌন্দর্য উপভোগ করলে মনে প্রশান্তি আসে। চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোস্টে। ফুল মানেই সুন্দর। আমরা সব সময় সুন্দরকে পছন্দ করি। তাই ফুলকে আমরা ভালবাসতে বাধ্য। আপনার ক্যাপচার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে ভাইয়া। আলাদা করে কারো তারিফ করা কষ্টকর। অসাধারণ উপস্থাপনের মাধ্যমে চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

24-01-25

Screenshot_20250124-100228.jpg

Screenshot_20250124-100324.jpg

 3 days ago 

আপনার প্রতিটি ফটোগ্ৰাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফটোগ্ৰাফি গুলো শেয়ার করেছেন সাথে চমৎকার বর্ণনাও দিয়েছেন। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কাশফুল আর ঝিংগে ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে।

 3 days ago 

কয়েকটি পরিচিত এবং অপরিচিত ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে সরিষা ফুল এবং গোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 3 days ago 

চমৎকার কিছু ফুল দেখতে পেলাম আপনার আজকের এই পোষ্টের মাধ্যমে। আসলে পোস্টে ফুল দেখলে অন্যরকম ভালো লাগে। কারণ ফুলে ফুলে সজ্জিত হয়ে ওঠে। ধন্যবাদ ভাই চমৎকার কিছু ফুল শেয়ার করার জন্য।

 3 days ago 

অনেক সুন্দর হয়েছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। আপনি শেষে যে ফুলটার ফটোগ্রাফি করেছেন এটার নাম হচ্ছে বোতাম ফুল। আর এটা মোরগ ফুলের কোনো জাত নয়। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করলেন আর আজকে সবার মাঝে শেয়ার করলেন।

 3 days ago 

কাশফুল ঢেঁড়স ফুল এবং সরিষা ফুল দেখতে তো ভীষণ সুন্দর দেখাচ্ছে ভাই। ফটোগ্রাফি গুলি একদম মনে জায়গা করে নিয়েছে আমার। ফটোগ্রাফি গুলি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর হওয়াতে আরো চমৎকার দেখাচ্ছে। সাবলীল বর্ণনার সাথে ফুলের ফটোগ্রাফি পোস্ট টি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 3 days ago 

ফুলের সৌন্দর্য উপভোগ করতে সত্যি দারুন লাগে। কিছু কিছু ফুল দেখে চোখ ফেরাতেই ইচ্ছা করে না। আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি ধারন করেছেন। প্রতিটি ফুলের খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আমার তো ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।

 3 days ago 

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.036
BTC 98327.91
ETH 3042.37
SBD 4.91