স্বরচিত অনুভূতিমূলক কবিতা || কতটা আপন ছিলে
আজ - বুধবার
আসসালামু আলাইকুম
কবিতা
চেয়ে থাকে তোমার আশায়
কেন তুমি দাও না সাড়া।
তোমার অভাবে মন আমার
সর্বদা হয়ে থাকে দিশেহারা
শূন্য বাগানে নেই আর পুষ্প ভরা।
তোমারই জন্য থাকি পাগল পারা
কখন তুমি দিবে সাড়া
জানি তুমি ফিরবে না এ মনের আঙিনায়।
তোমার পাওয়ার ব্যাকুলতা
মনকে যেন রাখে সর্বক্ষণ নিরাশ
তবে তা চিরজীবনের জন্য মেনে নেওয়া কঠিন।
তুমি আমার ময়না পাখি
আমার হৃদয় পিঞ্জরে ছিল তোমার বসবাস।
তবে তা শূন্য বাগানের মত জমছে বুনোঘাস।
আমার জীবনে তুমি ছিলে রংধনুর মত
বৃষ্টির পরে যেভাবে রংধনু
আকাশের বুকে জেগে ওঠে।
এই হৃদয়ে তুমি জেগে উঠেছিলে
এক বুক প্রেম ভালবাসা নিয়ে
তাই তোমায় নিয়ে স্বপ্ন সাজায়েছি দিন রাতে।
তোমায় ভালবাসার অনুভূতিগুলো
আমাকে ভাবতে শেখায়
নতুন করে দেখায় আশার আলো।
যুগ যুগ ধরে ভালোবাসার টানে
কত লাইলি মজনু এলো আর গেল
তোমার পেয়ে হৃদয়টা আসার প্রদীপ জ্বেলেছিল।
বসন্ত ফুল হাতে নিয়ে আসে ভালোবাসা
তুমি এসেছিলে আমার জীবনে
ফুল হাতে নিয়ে স্বপ্ন ছোঁয়া রঙিন আশা।
তোমার দেওয়া সেই ভালোবাসাগুলো
আজ হয়ে যায় প্রাচীন
নবীনের মাঝে খুঁজে ফিরি ভালোবাসার ঋণ।
তোমার দেওয়া পুষ্পে ভরা রঙিন চিঠি
জাগিয়েছিল প্রেম ভালোবাসা
দক্ষিণা হাওয়ার দেখা পেয়েছিল তোমার কথায়।
নদীতে জোয়ার আসে সাগরের টানে
উত্তল ঢেউগুলো ছুটে তার পানে
তবে তা সৃষ্টি শুধু ভালোবাসার জন্য।
হয়তো গভীর ভালোবাসা নিয়ে
তুমি এসেছিলে আমার জীবনে
কিন্তু আজ তা অস্ত নমিত সূর্যের মতো
জানিনা কি অপরাধে আমায় করে অপরাধী
অন্য কারোর হাত ধরেছ
করতে চাও তারে বর নামের চিরসঙ্গী।
মনের অতল গহীনে প্রবেশ করে
দেখেছো কি তুমি?
কতটা ভালবেসে স্বপ্ন বুনেছিলাম আমি।
একবার প্রশ্ন করে দেখো
তোমাকে তুমি
বুঝতে তাহলে কেমন আজ আছি আমি।
ভুলতে পারিনা আমি তোমার স্মৃতি
মধুর ভালবাসা দিয়ে
কেন জানালে ইতি?
তবুও তুমি সুখী হও এটাই মনের কামনা।
একা নির্জনে পড়ে রইবো।
দিয়ে মনের সান্তনা।
ফিরে আসুক বারবার ভালবাসার দিন
একাকীত্ব মন নিয়ে থেকে যাব সঙ্গী বিহীন
এভাবেই বিলীন হয়ে যাবে (Sumoni F14)
সমাপ্ত
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা কবিতা সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকেও আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। অনেক অনেক ভালো লাগলো চমৎকার কবিতা দেখে।
ভালো লাগে যেনে খুশি হলাম
আসলে মানুষ সারা জীবন আপন থাকতে চায় না। মানুষ সাময়িক সময়ের জন্য আপন হয়, আবার সময়ের বিবর্তনে হারিয়ে যায় সব কিছু। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।
অনেকের জীবনে এটা হয়
প্রিয় মানুষকে নিয়ে বিরহের এক সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন ভাইয়া। জীবন থেকে প্রিয় মানুষ চলে গেলে জীবনটা অনেকটা কষ্টের হয়ে যায়। প্রিয় মানুষের অপেক্ষা আমাদের তিলে দিলে শেষ করে দেন। নিজে শেষ হওয়ার পরেও প্রিয় মানুষের সুখের কামনা করা এটাই হয়তো ভালোবাসা। ভালোবাসার মানুষকে ঘিরে আক্ষেপের এক সুন্দর কবিতা দেখতে পেলাম আপনার পোস্টে। চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
একদম রাইট কথা
একটা ভালোবাসার মানুষ যদি কাছে না থাকে তাকে নিয়ে যেসব কথাগুলো আমাদের মনের মধ্যে সবসময় ভেসে বেড়ায় সেই ধরনের কথাগুলো আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে মানুষটি যখন কাছে থাকে না তখন তার বিরহে আমাদের দিন কাটতে চায় না। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ দাদা ঠিক বলেছেন
দারুন কবিতা ছিলো ভাই। একজন প্রেমিকের মনের ব্যাকুলতা গুলি খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যেখানে প্রেমিকের না পাওয়ার বেদনা বিদুর মনের কথাগুলি ফুটে উঠেছে। পুরনো অ্যালবাম থেকে নেওয়া কবিতাটির লাইনগুলি দারুন ছিলো । কতটা আপন ছিলে নামক অনুভূতির কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
মন্তব্য করার জন্য ধন্যবাদ
অসাধারণ কবিতা লিখেছেন ভাই। আসলেই অনুভূতি মেশানো ছিল প্রতিটি লাইনে। আর আপনি বরাবরই খুব চমৎকার কবিতা লেখেন। ধন্যবাদ এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সবসময় এই কামনা করছি।
আপনি বেশ চমৎকার একটা কবিতা লিখেছেন। কবিতার টপিকটা বেশ সুন্দর। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। যাইহোক আপনি খুব সুন্দর শব্দ এবং ছন্দ সাজিয়ে কবিতাটা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। পড়ে খুবই ভালো লাগলো।
12-02-25
আপনি তো দেখছি বিশাল বড় একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। তবে কবিতাটি আসলেই খুব সুন্দর। আসলে বিরহের কবিতা গুলো পড়তে আমার খুব ভালো লাগে। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।