স্বরচিত অনুভূতিমূলক কবিতা || কতটা আপন ছিলে

in আমার বাংলা ব্লগ7 days ago


আজ - বুধবার

২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


IMG_20250211_154829227_BURST0001_COVER.jpg

Selfie device: Infinix hot 11s




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। পুরনো অ্যালবাম থেকে নেওয়া একটি বিরহের কবিতা, আপনাদের মাঝে শেয়ার করলাম।

কবিতা

নাম:
কতটা আপন ছিলে

রচয়িতা:


সবুজের মাঝে অবুঝ এই মনটা

চেয়ে থাকে তোমার আশায়
কেন তুমি দাও না সাড়া।

তোমার অভাবে মন আমার
সর্বদা হয়ে থাকে দিশেহারা
শূন্য বাগানে নেই আর পুষ্প ভরা।

তোমারই জন্য থাকি পাগল পারা
কখন তুমি দিবে সাড়া
জানি তুমি ফিরবে না এ মনের আঙিনায়।

তোমার পাওয়ার ব্যাকুলতা
মনকে যেন রাখে সর্বক্ষণ নিরাশ
তবে তা চিরজীবনের জন্য মেনে নেওয়া কঠিন।

তুমি আমার ময়না পাখি
আমার হৃদয় পিঞ্জরে ছিল তোমার বসবাস।
তবে তা শূন্য বাগানের মত জমছে বুনোঘাস।

আমার জীবনে তুমি ছিলে রংধনুর মত
বৃষ্টির পরে যেভাবে রংধনু
আকাশের বুকে জেগে ওঠে।

এই হৃদয়ে তুমি জেগে উঠেছিলে
এক বুক প্রেম ভালবাসা নিয়ে
তাই তোমায় নিয়ে স্বপ্ন সাজায়েছি দিন রাতে।

তোমায় ভালবাসার অনুভূতিগুলো
আমাকে ভাবতে শেখায়
নতুন করে দেখায় আশার আলো।

যুগ যুগ ধরে ভালোবাসার টানে
কত লাইলি মজনু এলো আর গেল
তোমার পেয়ে হৃদয়টা আসার প্রদীপ জ্বেলেছিল।

বসন্ত ফুল হাতে নিয়ে আসে ভালোবাসা
তুমি এসেছিলে আমার জীবনে
ফুল হাতে নিয়ে স্বপ্ন ছোঁয়া রঙিন আশা।

তোমার দেওয়া সেই ভালোবাসাগুলো
আজ হয়ে যায় প্রাচীন
নবীনের মাঝে খুঁজে ফিরি ভালোবাসার ঋণ।

তোমার দেওয়া পুষ্পে ভরা রঙিন চিঠি
জাগিয়েছিল প্রেম ভালোবাসা
দক্ষিণা হাওয়ার দেখা পেয়েছিল তোমার কথায়।

নদীতে জোয়ার আসে সাগরের টানে
উত্তল ঢেউগুলো ছুটে তার পানে
তবে তা সৃষ্টি শুধু ভালোবাসার জন্য।

হয়তো গভীর ভালোবাসা নিয়ে
তুমি এসেছিলে আমার জীবনে
কিন্তু আজ তা অস্ত নমিত সূর্যের মতো

জানিনা কি অপরাধে আমায় করে অপরাধী
অন্য কারোর হাত ধরেছ
করতে চাও তারে বর নামের চিরসঙ্গী।

মনের অতল গহীনে প্রবেশ করে
দেখেছো কি তুমি?
কতটা ভালবেসে স্বপ্ন বুনেছিলাম আমি।

একবার প্রশ্ন করে দেখো
তোমাকে তুমি
বুঝতে তাহলে কেমন আজ আছি আমি।

ভুলতে পারিনা আমি তোমার স্মৃতি
মধুর ভালবাসা দিয়ে
কেন জানালে ইতি?

তবুও তুমি সুখী হও এটাই মনের কামনা।
একা নির্জনে পড়ে রইবো।
দিয়ে মনের সান্তনা।

ফিরে আসুক বারবার ভালবাসার দিন
একাকীত্ব মন নিয়ে থেকে যাব সঙ্গী বিহীন
এভাবেই বিলীন হয়ে যাবে (Sumoni F14)




সমা
প্ত


7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png




Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9QUBwsSpQaKeN...yATDadsgVwLLqtt1XXME4p7rVRTAZ1RFChV35UcbbNnDbFjoTyvYRRKkTJyQFmutwhQEN8PLekgpjTpchzmMmf9EydtE9C1CdsnZfXZZupqadjyp651JeGzqB.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

আপনার লেখা কবিতা সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকেও আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। অনেক অনেক ভালো লাগলো চমৎকার কবিতা দেখে।

 7 days ago 

ভালো লাগে যেনে খুশি হলাম

 7 days ago 

আসলে মানুষ সারা জীবন আপন থাকতে চায় না। মানুষ সাময়িক সময়ের জন্য আপন হয়, আবার সময়ের বিবর্তনে হারিয়ে যায় সব কিছু। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

 7 days ago 

অনেকের জীবনে এটা হয়

 7 days ago 

প্রিয় মানুষকে নিয়ে বিরহের এক সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন ভাইয়া। জীবন থেকে প্রিয় মানুষ চলে গেলে জীবনটা অনেকটা কষ্টের হয়ে যায়। প্রিয় মানুষের অপেক্ষা আমাদের তিলে দিলে শেষ করে দেন। নিজে শেষ হওয়ার পরেও প্রিয় মানুষের সুখের কামনা করা এটাই হয়তো ভালোবাসা। ভালোবাসার মানুষকে ঘিরে আক্ষেপের এক সুন্দর কবিতা দেখতে পেলাম আপনার পোস্টে। চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 7 days ago 

একদম রাইট কথা

 7 days ago 

একটা ভালোবাসার মানুষ যদি কাছে না থাকে তাকে নিয়ে যেসব কথাগুলো আমাদের মনের মধ্যে সবসময় ভেসে বেড়ায় সেই ধরনের কথাগুলো আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে মানুষটি যখন কাছে থাকে না তখন তার বিরহে আমাদের দিন কাটতে চায় না। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 days ago 

হ্যাঁ দাদা ঠিক বলেছেন

 7 days ago 

দারুন কবিতা ছিলো ভাই। একজন প্রেমিকের মনের ব্যাকুলতা গুলি খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যেখানে প্রেমিকের না পাওয়ার বেদনা বিদুর মনের কথাগুলি ফুটে উঠেছে। পুরনো অ্যালবাম থেকে নেওয়া কবিতাটির লাইনগুলি দারুন ছিলো । কতটা আপন ছিলে নামক অনুভূতির কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 days ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 7 days ago 

অসাধারণ কবিতা লিখেছেন ভাই। আসলেই অনুভূতি মেশানো ছিল প্রতিটি লাইনে। আর আপনি বরাবরই খুব চমৎকার কবিতা লেখেন। ধন্যবাদ এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সবসময় এই কামনা করছি।

 7 days ago 

আপনি বেশ চমৎকার একটা কবিতা লিখেছেন। কবিতার টপিকটা বেশ সুন্দর। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। যাইহোক আপনি খুব সুন্দর শব্দ এবং ছন্দ সাজিয়ে কবিতাটা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। পড়ে খুবই ভালো লাগলো।

 7 days ago 

12-02-25

Screenshot_20250212-214007.jpg

Screenshot_20250212-213917.jpg

 2 days ago 

আপনি তো দেখছি বিশাল বড় একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। তবে কবিতাটি আসলেই খুব সুন্দর। আসলে বিরহের কবিতা গুলো পড়তে আমার খুব ভালো লাগে। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96116.90
ETH 2709.89
SBD 0.64