বেগুনের চারা কিনে লাগানোর অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - সোমবার

২১ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ
০৬ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম

IMG_20230303_182311_586.jpg




আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেগুন গাছের চারা রোপণ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং বিস্তারিত দেখবেন কিভাবে বেগুন গাছের চারা ক্রয় করেছি এবং রোপন করেছি। তাই চলুন দেরি না করে এখনই মূল পর্বে চলে যাওয়া যাক।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট



ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

একদম ছোট থেকে সুপরিচিত একটি বাজারের নাম বামুন্দি বাজার। যে বাজারটি আমাদের গাংনী মেহেরপুরের অন্তর্গত। মেহেরপুর টু কুষ্টিয়া রোডে যেতে গাংনী শহর পার হয়ে এই বামুন্দি বাজার। এখানে সোমবার আর শুক্রবারে বাজার বসে থাকে। পারিবারিক কাজকর্মের সুযোগে বা বিশেষ প্রয়োজনে এই বাজারে এসে থাকি। গত কয়েকদিন আগে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য ছিল বেগুন গাছের চারা কেনা এবং তার রোপন করা। যেহেতু আমি আর আমার বন্ধু মারুক দুইজনে মিলে পুকুর পাড়ে সবজি চাষ করে থাকি। তাই সেজন্য চারা কিনতে গিয়েছিলাম সেখানে। প্রথমে আমি আর আমার বন্ধু মারুফ বামন্দিবাজারে গেলাম বেগুনের চারা কেনার জন্য। যেহেতু বামুন্দি বাজারটি অনেক বড় এখানে লক্ষ্য করা যায় দুইটি স্থানে বড় বড় সবজি বাজার বসে থাকে। আমরা সমস্ত বাজার খুঁজতে গেলাম কোথায় বেগুন গাছের চারা বিক্রয় করে। অনেক খোঁজাখুঁজির পরে আমরা বেগুন গাছের চারা বিক্রেতাদের খুঁজে পেলাম। সময়টা ছিল একদম মাগরিবের আজান দিবে এমন একটা মুহূর্ত। যেহেতু দুইজন সময় দিতে পারিনা বিভিন্ন কাজে থাকি দুইজন দুই জায়গায় তাই সময় সন্ধ্যাটাই উপযুক্ত ছিল আমাদের জন্য।

IMG_20230303_181053_781.jpg

IMG_20230303_181056_568.jpg
Photography device: Infinix hot 11s
location



received_305654148004402.webp


২ নং ফটোগ্রাফি

সেখানে যেয়ে লক্ষ করলাম কয়েকজন চারা বিক্রেতা চারা এনেছে। আমরা দুজনে গাছের চারার দাম জিজ্ঞেস করলাম প্রতিটি গাছের মূল্য পিস প্রতি দুই টাকা করে বলেছিলো। তখন আমি আর মারুফ বলি করলাম আমরা নিজেরাও এর আগে বেগুন এর চারা দিয়ে থাকতাম। নিজের প্রয়োজনীয়তা বাদে বাকিগুলো গ্রামের অন্যান্য মানুষদের দিয়ে দিতাম। আজকে সেই জিনিস আমাদের কিনতে হবে তবে বাজার মূল্য ডবল দামে। যাই হোক পরবর্তীতে আমাদের এক টাকা পিস করে দিয়ে দিল। ৩০ টি চারা চারা ৩০ টাকা করে কিনে নিলাম। এরপর আমরা দুজন নিজেদের প্রয়োজন সেরে বাড়ির দিকে রওনা দিলাম তখন রাত সাড়ে আটটা বাজে। আমরা সকলে জানি গাছের চারা রোপনের উপযুক্ত সময় বিকাল টাইম। হতে পারে তা ফলের গাছ অথবা সবজি। তাই আমরা দুজন আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো ধীরেস্থে সমাধান করে যখন রাত সাড়ে আটটার দিকে বাড়ির দিকে রওনা দিলাম তাই মনস্থির করলাম রাতে আর পুকুর পাড়ে যাওয়ার দরকার নেই। আগামী দিনের বিকেল টাইমে আমরা এচারা গুলো রোপন করব।

IMG_20230303_182313_738.jpg

IMG_20230303_182352305_BURST0001_COVER.jpg
Photography device: Infinix hot 11s
location



received_305654148004402.webp


৩ নং ফটোগ্রাফি

যেহেতু রাত হয়ে গেছে তখন তো আর পুকুর পাড়ে যেয়ে গাছ লাগানো সম্ভব নয়। তাই গাছের চারা গুলো বাড়িতে রেখে দিলাম। আমরা জানি গাছের চারা রোপন করা না হলে তবে গাছের গোড়া একটু পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হয়। আর সবজি গাছের চারা রাতের বেলায় বাইরে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় যে শিশির পরে গাছ সতেজ থাকে। তাই বসার একটি চেয়ারের উপর কিছুটা পানি দিয়ে সেখানে গাছের চারা গুলো রেখে দিলাম গাছের শিকড় গুলো পানিতে ভিজিয়ে রাখার মত অবস্থা করে যেন গাছগুলো সতেজ থাকে এবং নষ্ট না হয়ে যায়। আর এভাবেই রাত্রে কালীন সময়টা সংরক্ষণ করে রাখলাম গাছের চারা।

IMG_20230303_200353_051.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স



received_305654148004402.webp


৪ নং ফটোগ্রাফি

রাত শেষে দিন এলো, দুপুর গড়িয়ে গেল। কাঙ্খিত সময়ে আমি আর আমার বন্ধু মারুক দুজনে পুকুর পাড়ে চলে গেলাম। যে জায়গাতে বেগুন গাছের চারা রোপণ করব সেই জায়গাটা আমরা দুজন সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। সাবমারসিবল পাম্প দিয়ে পুকুর থেকে পানি তুলে জায়গাটা ভিজিয়ে নিয়েছি। এরপর একে একে গাছ রোপন শুরু করে দিলাম। এই মুহূর্তে ক্যামেরা বা ভিডিও ধারণ করছিল আমার বন্ধু মারুফ আর সহযোগিতা করছিল গাছের চারা আমার হাতে দিয়ে। আমি অনেকদিন যাবত সবজি চাষ করে থাকি তো তাই কিভাবে গাছের চারা রোপন করলে ভালো হয় সেটা মোটামুটি মারুফ এর চেয়ে ভালো জানি। তাই গাছগুলো লাগানোর দায়িত্ব আমি গ্রহণ করেছিলাম। পাশে বড় বেগুন গাছ রয়েছে সেটা আপনারা পূর্বে পোস্টে দেখেছেন। আর এই মিলে চার ধাপে বেগুনের চারা রোপন করা হলো পুকুর পাড়ে। আমাদের কথা হচ্ছে যখনই বামুন্দি বাজারে আমরা যাব তখন কিছু না কিছু সবজি গাছে চারা নিয়ে আসবো বা সবজির বিজ নিয়ে আসব। যেন আমাদের সুন্দর সবজি বাগানটার মধ্যে রোপন করতে পারি। যাইহোক দীর্ঘ সময় ধরে আমার আমাদের কাজ সম্পন্ন করলাম। আর তারই বিস্তারিত ভিডিও সহকারে দেখতে পারবেন যদি এই ভিডিওতে ক্লিক করেন। অবশ্য সময়টা আমাদের জন্য অতি আনন্দঘন মুহূর্ত ছিল, হতে পারে একটু খাটনির কাজ তারপরেও এর মধ্যে অন্যরকম ভালোলাগা আনন্দ অনুভূতি রয়েছে।

IMG_20230304_180923_2.jpg

IMG_20230304_180900_5.jpg

IMG_20230304_181122_7.jpg

IMG_20230304_181034_0.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স



received_305654148004402.webp

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৬ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

আসলেই গাছ রোপন করতে কেন জানি আমার অনেক ভালো লাগে। আপনি আগেও আপনার সবজি ক্ষেতের অনেক পোস্ট করেছেন আমি দেখেছি। আমার কাছে সেই পোস্টগুলোর মত আজকের পোস্ট ও অনেক ভালো লাগলো। পুকুরপাড়ের চারপাশে বেগুন গাছগুলো লাগিয়েছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার হাজব্যান্ড আর আমিও আমাদের বাড়ির এক পাশে এরকম ছোট্ট একটি বাগান করেছি। আমরাও কাঁচা মরিচ টমেটো বেগুন গাছ লাগিয়েছি। দোয়া করি যাতে আপনার বেগুন গাছের মধ্যে অনেক অনেক বেগুন ধরে।

 2 years ago 

আপু আপনি আর দুলাভাই সবজি চাষ করেন যেনে খুশি হলাম

 2 years ago 

বেগুনের চারা কিনে রোপন করেছেন। কোন গাছ রোপন করতে আমার কাছে ও খুবই ভালো লাগে। এর আগেও আপনার সবজির ক্ষেতের অনেক পোস্ট দেখেছিলাম। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আজ পুকুর পাড়ে বেগুনের চারাগুলো লাগানোর মুহূর্তে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মাঝে মাঝে কৃষি কাজ করলে যারা মন ফ্রেশ থাকে

 2 years ago 

ভাই, আপনি যে গাছ প্রেমিক মানুষ সেটা অনেক আগেই জেনেছি। আর তাইতো বেগুনের চারা কিনে পুকুরের ধারে রোপন করেছেন এবং সেই সাথে আমাদের মাঝে ভিডিও শেয়ার করেছেন। আমিও অনেকদিন থেকে আমার বাসায় বেগুনের চারা রোপণ করব করব বলে সময় পাচ্ছিলাম না। তাই আপনার পোস্টে বেগুনের চারা রোপন করা দেখে মনে হচ্ছে খুব দ্রুতই বেগুনের চারা রোপণ করতে হবে। বেগুনের চারা কিনে রোপনের খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে

 2 years ago 

বেগুনের চারা কিনে এনে পরের দিন বিকেলে সুন্দর ভাবে পুকুর পাড়ে রোপন করেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে নিজের চাষ করা সবজি খাওয়ার মজাই আলাদা ৷ বেগুনের চারা গুলোর এবার একটু যত্ন নিবেন তাহলেই হলো , খুব তারাতারি তাজা বেগুন পেয়ে যাবেন ৷ যাই হোক, বেগুন চাষা রোপন করার সুন্দর অনুভুতি পড়ে আপনার অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

চেষ্টা করেছিল আপনাদের উৎসাহ প্রদান করতে

 2 years ago 

এভাবে গাছ কিনে লাগানোর মুহূর্তটা সত্যি অন্যরকম হয়ে থাকে। আমাদের বাড়িতে আমরা অনেক রকমের গাছ রোপন করেছি বিশেষ করে সবজি গাছগুলো। আসলে শীতকাল আসলেই বিভিন্ন রকমের গাছের গোপনের সময় আসে তাই বেশ ভালো লাগে। আপনি বেগুনের চারা কিনে লাগানোর সেই অনুভূতিটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আসলে কৃষি কাজের মধ্যে অন্যরকম শান্তি রয়েছে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95727.04
ETH 2787.96
SBD 0.67