স্বরচিত অনুভূতিমূলক কবিতা || আবার ঘুমিয়ে যাই
আজ - বুধবার
কবিতা
স্বপ্ন দেখে জেগে উঠে দেখি
তুমি পাশে নাই।
তখন আবারও ঘুমিয়ে যায়
একাকীত্বের অনুভূতি নিয়ে
নিরব বিছানায়।
মনে মনে দেখি কত স্বপ্ন
সেই তোমাকে ঘিরে
বারবার যাই অতীতে ফিরে।
প্রথম প্রেমের প্রথম প্রতিশ্রুতি
এনেছিলেন হৃদয় নীড়ে
ফেলে গেছ আজ বিরহের তীরে।
বিরহ নদীর কাল স্রোত
আমাকে গ্রাস করে
হারিয়ে যায় অতুল সাগরে।
আগের মত খুঁজে পায়না তোমায়
আবারো আমি ঘুমিয়ে যাই
তোমার হাতে গোছানো নীরব বিছানায়।
চোখের নদীর জল এসে
কখন বালিশ ভিজে যায়
তবুও থাকি নিঃস্ব নীরবতায়।
অজস্র বেদনা ভরা মন নিয়ে
মনে মনে ভাবতে থাকি নিরালায়
যেই তুমি আমার ছিলে আজ পাসে নাই।
এভাবেই একাকীত্ব মৌনতা নিয়ে
দিনের পর দিন চলে যায়
আজ শুধু তুমি আমার নও।
ভাবতে যেন অবাক লাগে
আজ তুমি অন্য ঠিকানায়
বেদনার ভাবনা গুলো আমায় ঘুম পাড়ায়।
বিভোর থাকি তোমার ভাবনায়
একরাশ শান্তি অনুভূতির আশায়
হতাশ মনটা যেন নীরবেই ঘুমিয়ে যায়।
ঘুমাই আমি ঘুমাই
কষ্ট লাঘব করতে নীরবে ঘুমিয়ে যায়
তোমার দেওয়া রঙিন স্বপ্নকে জানিয়ে বিদায়।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
আপনার কবিতাটি একটা গভীর আবেগের প্রতিচ্ছবি। যে কেউ খুব মন দিয়ে পড়লে কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পারবে। এরকম অনুভূতির কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। ছন্দের মিল বন্ধন ভালোভাবে হয়েছে কবিতাটিতে।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
X-promotion
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
কবিতার মধ্যে বিরহ বেদনার এক গভীর ছাপ ফুটে উঠেছে। যেখানে একজন মানুষ তার প্রিয় মানুষকে কঠিন ভাবে ভালবাসার পরে হারিয়ে ফেলার ভয়ে নিস্তব্ধ হয়ে যায়। যখন ভেবে নেয় তার প্রিয় মানুষকে সে আর কখনোই পাবে না। কবিতার মধ্যে সেরকমই কিছু ভাবকে উপলব্ধি করতে পারলাম। যেখানে প্রতিটি লাইনে বিরহের এক প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ধন্যবাদ ভাই বিরহ বেদনামূলক কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে।
অতীতের এমন কিছু স্মৃতি থাকে যা কখনো ভুলা সম্ভব হয় না। এই স্মৃতিগুলো যতই আমরা ভুলতে চেষ্টা করি না কেন মনের অজান্তেই মনের অগোচরে বারবার স্মরণ করিয়ে দেই সেই হারানো দিনের স্মৃতিগুলো। সুন্দর স্মৃতিচারণ করলেন আপনি আপনার কবিতার মধ্যে অতীতের বিষয়গুলো নিয়ে। অনেক ভালো লেগেছে আপনার কবিতাটি পড়ে।
খুশি হলাম আপনার অনেক সুন্দর মন্তব্য দেখে।
15-01-25
প্রিয় মানুষটিকে ঘিরে আজ আপনার মনের সকল আবেগ ও স্মৃতিগুলো মিশিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। প্রিয় মানুষটাকে অনেক ভালোবাসার পর হারিয়ে ফেললে সেই কষ্ট কখনো ভুলা যায় না। আর স্মৃতি গুলো মুছে দিতে পারে একমাত্র ঘুম। কবিতার নাম ও প্রতিটা লাইন দারুন হয়েছে ভাইয়া।
অনেক সুন্দর মন্তব্য করলেন আপনি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
যদিও জীবনে বিরহের ছোঁয়া নেই তারপরও কেন জানি বিরহের গান কিংবা কবিতা শুনতে পড়তে খুব ভালো লাগে। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে কতটা যন্ত্রণা অনুভব হয় যারা হারিয়েছে তারাই ভালো বলতে পারবে। কিছু কিছু কবিতা থাকে যার গভীরতা অনেক বেশি। যাই হোক আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
দারুন মন্তব্য করেছেন আপু।
অনেক বিরহ চেতনা দিয়ে লেখা আপনার কবিতা। সত্যি যাদের মনে কষ্ট রয়েছে তারাই জানে এই কষ্ট অনুভব কেমন। হারিয়ে ফেলা প্রিয়জনকে ভাবলে আবারও কষ্ট জেগে ওঠে মনে। সে কষ্ট লাগে পড়তে ঘুমিয়ে যায়,সান্তনা ফিরে পাই ঘুমের মধ্যে। দারুন আবেগ অনুভূতি দিয়ে লেখা আপনার কবিতা।
আপনার মন্তব্য দেখে খুশি হয়েছি।