বেশ কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ10 hours ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বেশ কিছু রেনডম ফটোগ্রাফি। আশা করব আমার ধারণা করা এই রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

Picsart_25-01-10_08-14-34-647.jpg

Photo editing by picsart apps


ফটোগ্রাফি সমূহ:


খেজুর, শরীরের জন্য বেশ উপকারী একটি ফল। শারীরিক দুর্বলতা খুব সহজেই দূর করবে। প্রতিনিয়ত বিভিন্ন খাবারের পাশাপাশি আমাদের কিছু ফলমূল খাওয়া প্রয়োজন। তার মধ্যে এই ফলটা অতি গুরুত্বপূর্ণ। দামি কম দামি খেজুর হলেই হল। খেজুরে রয়েছে বিভিন্ন রকমের পুষ্টিগুণ। শীতের সময় বিভিন্ন কারণে শরীর দুর্বল থাকে। সে দুর্বলতা দূর করতে আমি মনে করি খেজুর বেস্ট।

IMG_20241020_083508_204.jpg


এবার রোজার সবাই মসজিদে ইফতারি গ্রহণ করতে গিয়ে ধারণ করা এ ফটো। প্রত্যেক বছর রোজাতে মসজিদে ইফতারের ব্যবস্থা থাকে। বুঝতে ইফতারির ব্যবস্থা করাটা ভালো একটি কাজ। এতে অধিক পরিমাণ সওয়াবের সম্ভাবনা থাকে। আবার ছোট-বড় বিভিন্ন শ্রেণীর মানুষেরা যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে রোজা রাখতে চায় না, তাদেরকেও রোজা রাখার প্রতি এক ধাপ আহ্বান জানিয়ে ফরজ কাজে আনা যায়।

IMG_20240314_181636_107.jpg


আমরা পাইপ দিয়ে পানি উত্তোলন করার জন্য কারেন্টের মোটর ব্যবহার করে থাকি। কারেন্টের মোটরের বিকল্প হিসেবে যদি সোলার মোটর ব্যবহার করি তাহলে কেমন হয়। হ্যাঁ প্রায় এক দেড় বছর ধরে আমাদের টিউবওয়েলে কারেন্টের মোটরের পাশাপাশি সোলারের মোটর ব্যবহার করা হচ্ছে। আমরা জানি গরমের সময় লোডশেটিং এর সমস্যা বেড়ে যায়। বাড়িতে অসুস্থ মা-বাবা ভাই-বোনেরা যখন টিউবওয়েল চিপে পানি তুলতে পারেনা, তখন বিকল্প হিসেবে এই মোটরের সুবিধা টা একটু বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বেশ ভালো সার্ভিস দিচ্ছে।

IMG_20240314_175112_152.jpg


মা বাবার ঔষধ খেতে প্রায় ফার্মেসির দিকে যেতে হয়। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি যেন ঔষধ হয়ে গেছে আবশ্যকীয়। তবুও সর্বদা দোয়া করি আপনারা দোয়া করবেন আমার পিতা মাতার জন্য। মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন।

IMG_20240317_165557_711.jpg


এটা পরিচিত একটি স্থান। এ পথ দিয়ে প্রায় বামুন্দি বাজারে যাওয়া আশা। একদিন পরিবারের কয়েকজন সদস্য এই স্থান এই অবস্থান করেছিলাম গাড়ি সমস্যা। আর তখন এই ফটোটা ধারণ করা। এ জায়গাটা বেশ বাগানে পরিপূর্ণ। যেখানে আম জাম কাঁঠাল মেহেরগুনে ও বাঁশ গাছে পরিপূর্ণ। কেমন জানি একটু নিরিবিরি আর মনোরম পরিবেশ।

IMG_20240405_160633_231.jpg


আমাদের সবজি বাগান থেকে ধারণ করা এই মুলার চিত্র। বিভিন্ন শাক সবজির পাশাপাশি আমাদের বাগানে শীতকালীন সবজি হিসেবে মূলা চাষ করা হয়। বেশ অনেক বড় বড় হয়ে থাকে। আমার কাছে অনেক ভালো লাগে নিজের হাতে চাষ করা শাকসবজি সংরক্ষণ করতে।

IMG_20240306_175313_9.jpg


এটা আমরা অনেকে চিনে থাকবো। বন জঙ্গলের জন্মে থাকা ভাট গাছের ফুল ফল। ছোটবেলায় আমরা এই ফুলের পাপড়ি দিয়ে খেলা করতাম। আপনারা কেউ খেলেছেন কিনা জানিনা। যখন এই ফুলগুলো ফোটে। এর মাঝখানে বেশ সুর জাতীয় শীষ থাকে। সেই শেষ গুলো ছুড়ে এনে পানিতে ফেললেই মেলাক্ষণ ঘুরতে থাকে। আর আমরা সেই আনন্দ পেতে বেশ অনেকজন বন্ধু মিলেই এমন ভ্যাট গাছের ফুল ছুড়িয়ে এনে পুকুর পাড়ে বসে পড়তাম। একটু একটু করে সেই শিষ ছড়িয়ে পানিতে দিতাম। কারটা কতক্ষণ ঘুরছে এই নিয়ে আনন্দ করতাম।

IMG_20240306_181411_243.jpg


এবার পুকুরের ধার দিয়ে বেশ অনেকগুলো মেটে আলু লাগানো হয়েছে। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মেটে আলুর মাতার অংশ। পুকুর পাড়ে লাগিয়েছিলাম। বেশ অনেক ঝাকড়া গাছ হয়ে গেছিল। এখন দেখার পালা সেই গাছ থেকে কেমন আলু হয়েছে। তবে অনুমান করবো এটা থেকে তিন থেকে পাঁচ কেজি আলু হবে। কিছুদিন পর আলু সংরক্ষণ করে আপনাদের দেখাবো। এটা থেকে কেমন আলু হয়েছে।

IMG_20240811_185007_308.jpg


পাঙ্গাস মাছের বাচ্চার ঔষধ আনতে গিয়ে ধারণ করা একটি অফিসের চিত্র। দেখে মনে হচ্ছে অফিসটার মধ্যে তেমন বেশি কোন কিছুই নেই। তবে এর মধ্যেই রয়েছে লাখ টাকার জিনিস। প্রশ্ন আসতে পারে কোথায় কিভাবে। হয়তো ডেকোরেশন করে সামনে রয়েছে অল্প কিন্তু বস্তার নিচে আশেপাশে রয়েছে অনেক প্যাকেট করা ঔষধ। একদিকে ঔষধ বিক্রয় হয়ে গেলে আরেকদিকে আবার প্যাকেট থেকে বের করে সাজিয়ে রাখে।

IMG_20240821_145406_531.jpg


পুকুরপাড়ের বাগান থেকে চাল কুমড়া সংরক্ষণ করার মুহূর্ত ছিল এটা। এবার অতিরিক্ত ইঁদুরের উৎপাত ছিল। বাড়িতে অনেকগুলো চালকুমড়া হয়েছিল কিন্তু জ্যান্ত চাল কুমড়া গুলো ইঁদুরে কুরে কুরে খেয়ে নেবে কে জানে। পুকুরপাড়ের বাগানে কয়েকটা হয়েছিল। সেগুলো দিয়েই চালকুমড়ার বড়ি তৈরি করেছে এবার। আর সংরক্ষণ করে দিয়ে আসার দায়িত্ব ছিল আমার।

IMG_20241017_173532_094.jpg


পোস্ট বিবরণ


বিষয়রেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


PUSS_VILLA.png

Sort:  
 10 hours ago 
 8 hours ago 

আজকে দেখছি আপনি আমাদের মাঝে চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে ভাট ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে। আপনি ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন এটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে ধন্যবাদ।

 3 hours ago 

ভালো লেগেছে জেনে খুশি হলাম

 8 hours ago 

ভাই আপনি আজকে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ভাটিয়া ফুলের ফটোগ্রাফি। অন্যান্য ফটোগ্রাফি গুলো মোটামুটি সুন্দর ছিল। অনেক সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 hours ago 

হ্যাঁ ভাই এটা সব জায়গায় দেখা যায়।

 7 hours ago 

আপনি প্রত্যহিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে সবজির ফটোগ্রাফি গুলোকে বেশি ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া আপনি ঠিকই বলেছেন খেজুর আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যাই হোক ভালো লাগলে আপনার ফটোগ্রাফি গুলো দেখে।

 3 hours ago 

হ্যাঁ আপু দৈনন্দিন জীবনের আলোকচিত্র।

 7 hours ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। এই জাতীয় পোস্টগুলো আমার কাছে খুবই। একই সাথে বেশ অনেক কিছু দেখার সুযোগ। অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি পোস্ট। বেশ সুন্দরভাবে বর্ণনা করেছেন সব।

 3 hours ago 

বেশ দারুন মন্তব্য করেছেন আপনি

 4 hours ago 

আপনি দেখছি অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে। আপনাদের সবজি বাগানে অনেক সুন্দর মুলা হয়েছে ভাইয়া কিন্তু এখন মুলার তেমন একটা দাম নেই।

 3 hours ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

 4 hours ago 

শীতকালীন সময়ের সুন্দর সুন্দর কিছু দৃশ্যের দারুন ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের সৌন্দর্যগুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলে খুবই ভালো লাগে দেখতে। যেটা করতে আমিও পছন্দ করি। আপনার করা ফটোগ্রাফি গুলো ভালোই উপভোগ করলাম।

 3 hours ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 hours ago 

দৈনন্দিন জীবনের নানান পর্যায়ের ছবি পোস্ট করেছেন ভাইয়া। ওষুধ দোকান, ইফতার থেকে শুরু করে আপনার হাতে বেড়ে ওঠা মেটে আলু, মূলো, চালকুমড়া। কী মনোরম এই ছবিগুলো। এতে জীবনের ছাপ লেগে আছে৷

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94957.40
ETH 3309.45
USDT 1.00
SBD 7.50