DIY: নিজ হাতে বিষ স্প্রে-মেশিন মেরামত || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০% বেনিফিসারী
আজ -রবিবার
হ্যালো বন্ধুরা, |
---|
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। পোস্ট শুরু করার আগে বলতে চাই, পুনরায় করোনা শনাক্তের হার বাড়তে আছে বাংলাদেশে, তাই আমাদের সমস্ত নীতিমালা মেনে চলতে হবে সঠিক নিয়মে।
আমরা অনেকেই জানি বাংলাদেশের মাটি খুব উর্বর। তাই বর্ষার মৌসুমে সারাদেশ ব্যাপী বন জঙ্গল বৃদ্ধি হতে থাকে। যার ফলে সাপ পোকামাকড়ের উপদ্রব বেড়ে চলে। বিশেষ করে আমাদের এই গাংনী মেহেরপুরে ষোলো ইউনিয়নে, মাঠকে মাঠ শুধু পুকুর আর পুকুর। তাই এখানে বিভিন্ন প্রকার বিষধর সাপের সমস্যা বেশি। রাতে পুকুরে মাছ পাহারা করার জন্য যাওয়া-আসা করতে হয়। তাই পুকুরের চারিপাশের ঘন জঙ্গল পরিষ্কার করা অথবা পুড়ে ফেলা একান্ত প্রয়োজন। পরিষ্কার করার জন্য সব সময় লেবার পাওয়া যায় না। তাই বিকল্প পদ্ধতি হিসাবে বনপুড়া বিষ প্রয়োগ করে পুকুরের পাড় পরিষ্কার করা হয়ে থাকে। যেহেতু আমারও একটি বিষ স্প্রে-মেশিন রয়েছে। দীর্ঘদিন সেটা নষ্ট হয়ে পড়ে আছে। মেশিন টিকে এখন বেশি প্রয়োজন। তাই মেরামত করা একান্ত জরুরী। এর জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম মেশিনটা মেরামত করে দেখানোর জন্য। আশাকরি বিষয় বুঝতে পেরেছেন এবং আসল কাজ সুরু করে দেওয়া হোক, সেগুলো সুন্দর ভাবে বুঝে নেবেন।
ক্রমিক নং | নাম | পিস |
---|---|---|
১। | নষ্ট বিষ স্প্রে-মেশিন | একটি |
২। | নতুন পাম্পিং হাতল | একটি |
৩। | GI তার | এক হাত |
+ | + | + |
ক্রমিক নং | নাম |
---|---|
১. | কাটিং প্লাস |
২. | স্ক্রু ড্রাইভার |
৩. | আরো অন্যান্য কিছু |
৪. | 💪 বুদ্ধি ও বাহু শক্তি |
দীর্ঘদিন পড়ে থাকা অবহেলিত বিষ স্প্রে-মেশিন টা মেরামত করার উদ্দেশ্যে ফাঁকায় নিয়ে এলাম।
ভাঙ্গা নষ্ট অংশগুলো সহ মেশিনের মেইনবোর্ডের ভেতরের সমস্ত অংশগুলো বের করে ফেললাম।
![]() | ![]() |
---|
মেশিনের বডিটা পরিষ্কার করে নিয়ে পুনরায় সমস্ত কিছু ভালোভাবে লাগানোর চেষ্টা করলাম। প্রথমেই মেশিনের পাম্প হওয়া বাইরের স্থানটি ভালোভাবে লাগিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
এবার মেশিন এর ভেতরের অংশটি ভালভাবে পরিষ্কার করে নিয়ে লাগিয়ে নিলাম।
পাম্প করা স্থানের টানা লাইনটা ভালোভাবে সংযুক্ত করে নিলাম।
এবার টানা লাইনের সংযুক্ত স্থানে জি আই তারের পিন লাগিয়ে আবদ্ধ করে দিলাম।
এবার পাম্পিং হাতলটি মেশিন এর নিচে নির্দিষ্ট স্থানে পরিয়ে দিলাম।
পাম্পিং হাতল আর টানা লাইন একসাথে সংযুক্ত করে দিলাম জি আই তারের তৈরিকৃত পিন দ্বারা।
![]() | ![]() |
---|
নষ্ট ভাঙ্গা পাম্পিং হাতলের প্লাস্টিক কভারটি খুলে নিলাম এবং নতুন হাতলে লাগিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
পরিপূর্ণভাবে কাজ কমপ্লিট করে চেক করলাম সঠিকভাবে মেশিনে কাজ করছে কিনা। ভালোভাবে লক্ষ্য করে দেখুন নতুন মেশিনের মতো কাজ হচ্ছে। অর্থাৎ আমার কাজ সম্পন্ন হয়েছে।
![]() | ![]() |
---|
মেশিনটি ব্যবহার করে আমি আমার পুকুরের বন জঙ্গল গুলো পুড়িয়ে সাফ করেছি, তার সুন্দর একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এরই মধ্য দিয়ে আমার আজকের কাজ সমাপ্ত হল।
Photography device: Infinix hot 11s
Location
💌আমার পরিচয়💌
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
💖💞💞💖
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | Infinix hot 11s |
ক্যামেরা | camera-50mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৫ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
---|
প্ত
|
---|
এটা জেনে অনেক ভালো লাগলো যে আপনি নিজ হাতে বিষ স্প্রে-মেশিন মেরামত করেছেন। আসলে নিজের কাজের জিনিস নিজে মেরামত করতে পারলে এটা অনেক ভালো দিক। আপনার সাফল্য কামনা করছি।
আমি চেষ্টা করি, যে সমস্ত জিনিস গুলো করা সম্ভব তা নিজে করি।
নিজ হাতে বিষ স্প্রে-মেশিন মেরামত খুবই ভাল একটি কাজ। ভিন্ন রকম একটি পোস্ট পেলাম আপনার কাছ থেকে। আসলে এই ধরনের খুটি-নাটি কাজ গুলো জেনে রাখা ভালো। তাতে করে যেকোনো সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
এজাতীয় কাজগুলো নিজে জানা থাকলে ভবিষ্যতে যে কোন মুহূর্তে কাজে লাগে।
বিষ স্প্রে-মেশিন মেরামত আপনি নিজেই করেছেন সত্যিই খুবই ভালো লাগলো। আসলে এরকম পোস্ট দেখতে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আমি এক জাতীয় জিনিসের উপর পড়ে থাকি না, তাই চেষ্টা করি যে সমস্ত জিনিস গুলো জানা রয়েছে তা অন্যদের মাঝে শেয়ার করার।
আপনার পোস্ট মানেই ব্যতিক্রম কিছু যা কমিউনিটিতে আগে হয়নি, আজও সেরকম একটি জিনিস নিয়ে উপস্থাপন করেছেন, আজকের পোষ্ট একটু বিপদজনক মনে হচ্ছে। 😂
হ্যাঁ এর জন্য তো আমি বলে থাকি 'সুমন মানে নতুন কিছু সুমন মানে ইউনিক পোস্ট'।
ছোটবেলায় নানু বাড়ি থেকে এরকম মেশিন দেখেছিলাম আমি। জমিতে ওষুধ দেওয়ার জন্যই মেশিন অনেক প্রচলিত। খুব ভালো লাগলো ভাই আপনার কাজটি দেখে। নিজের কাছে নিজে করাই ভালো ভাই। আরে সুন্দর মুহূর্তটাকে আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
চেষ্টা করেছি আপনাদের মাঝে জিনিসটা শেয়ার করে অন্যদের শেখার সুবিধা করে দেওয়ার জন্য।
আপনি একদম ঠিক কথা বলেছেন বর্ষার মৌসুমে বন জঙ্গল বৃদ্ধি যার কারণে প্রচুর পরিমাণে সাপ পোকা দেখতে পাওয়া যায়।
আমার বাড়িতেও এই ধরনের একটি স্প্রে মেশিন রয়েছে কিন্তু আমি জানতাম না কিভাবে এই ধরনের স্প্রে মেশিন গুলো নষ্ট হয়ে গেলে ঠিক করতে হয়। আপনার তৈরি করা এই পোষ্টের মাধ্যমে আমি সেই বিষয়গুলো খুবই ভালভাবে শিখে নিলাম।
আশা করি আপনিও পেরে যাবেন আমার এই উপস্থাপনা থেকে শিখে।
স্প্রে মেশিন এ অল্পকিছু মেকানিজম থাকে মাঝেমধ্যে জালির মধ্যে ময়লা গিয়ে জ্যাম হয়ে যায় আরো অনেক ধরনের সমস্যা হয় যেটি আপনি সুন্দর ভাবে মেরামত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো
একদম ঠিক কথা বলেছেন ভাই, আমার কাছে হয়ে থাকে।
বাহ ছেলে দেখি ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আসলে নিজের জিনিশ নিজে ঠিক করার অনুভুতিই আলাদা। খুবই ভালো লাগে এই কাজ টা। নিজে ঠিক করলে আলাদা একটা ভালো লাগা কাজ করে সব সময়।
অবশ্য পূর্ব অভিজ্ঞতা থেকে কাজ সম্পন্ন করেছি
দেখে ভাল লাগলো আপনি আপনার যাবতীয় টেকনিক্যাল বিষয়ের সমস্যার সমাধান নিজে থেকেই করে ফেলেন ।
আপনি প্রয়োজনীয় উপকরণের তালিকায় বুদ্ধিমত্তা এবং বাহুবলের কথা উল্লেখ করেছেন । বিষয়টা নিয়ে ভাবলাম । যদিও এই উপকরণ দুইটা বাজারে কেনা কোন পণ্য নয় । তবে সমাধানের অবিচ্ছেদ্য অংশ বটে ।
আপনার গঠনমূলক মন্তব্য আমাকে মুগ্ধ করেছে।
এসব জিনিস গুলো মেরামত করা অনেক অভিজ্ঞতার একটি কাজ সেইসাথে এর সঙ্গে মানুষের ক্রিটিভিটি জড়িয়ে থাকে। আপনার এই কাজ গুলো আমার অনেক পছন্দ হয় । আপনি সত্যিই অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোষ্ট করেছেন ধন্যবাদ আপনাকে।
খুব ভালো লেগেছে আপনার এত সুন্দর মন্তব্য দেখে।