স্বরচিত অনুভূতিমূলক কবিতা || খেলার স্মৃতি
আজ - বুধবার
কবিতা
অতীত স্মৃতি ভাবতে ভাবতে মন চলে যায় বহুদূর।
ভাবতেই থাকি সোনালী দিনগুলোর কথা
অনেক আনন্দ উল্লাস ছিল, ছিলনা মনে ব্যথা।
তেপান্তরের মাঠে খেলতে খেলতে চলে গেছি
বাল্য বন্ধুদের সাথে ছিল কতই না মাতামাতি।
বিকেল হলেই জড় হতাম বিভিন্ন খেলার জন্য
ভাবতে যেন মনে হয় সোনালী জীবন ধন্য।
গোল্লাছুট গাদি খেলার মত অনেক খেলেছি জীবনে
এখন সেসব বিরল হয়েছে শুধু পড়ে মনে।
শৈশব কৈশোর দিন দিন কত বন্ধু-বান্ধবের সাথে দেখা
আজ যেন অসহায় হয়ে,হয়ে গেছি বড় একা।
৫-১০ বছর তারো অধিক পার হয়ে জেনো যায়
সকাল বিকাল সাথে চলা বন্ধুরা আর নাই।
ঘুড়ি উড়াতো বন্ধুরা পিছন পিছন দিতাম দৌড়
সুতা কেটে গেলে খোঁজা খুঁজিতে আনন্দ হতো মোর।
মাঝে মাঝে ঢেলার জমিতে উল্টে যেতাম পড়ে
তবুও যেন ক্লান্ত হতাম না, খেলতাম বন্ধুদের হাত ধরে।
ভাবতে যেন চোখে জল আসে এ কেমন জীবন সংসার
চোখের পলকে কিশোর যৌবন হয়ে যায় যেন পার।
নিঃস্ব মনে ঘরের কোণে বসে বসে কাজ করা
শৈশবে স্মৃতি মনে হলে, মনে হয় জীবিত থেকেও মরা।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনার স্বরচিত খেলা স্মৃতি কবিতাটি আমার কাছে ভালো লেগেছে। আপনার এই কবিতাটি পড়ে শৈশবের খেলার স্মৃতি মনে পড়ে গেল। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
আপনার কবিতাটি পড়ে আসলে অনেক ভালো লাগলো ভাইয়া ।।আপনার কবিতায় ছোটবেলার সেই স্মৃতিগুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
কবিতা পাঠ করার জন্য ধন্যবাদ
কবিতার মাধ্যমে ভীষণ সুন্দর ভাবে সকল ছেলেবেলার খেলাগুলিকে তুলে আনলেন ভাই। ভীষণ ভালো লাগলো কবিতাটি পড়ে। সবচেয়ে ভালো লাগলো অতীতের কথা মনে করালেন বলে। এই গোল্লাছুট বা ঘুড়ি ওড়ানো দিয়েই আমাদের শৈশব ভরা। এখন তো সব ডিজিটাল দুনিয়া৷ সব হারিয়ে গেছে।
হ্যাঁ ভাইয়া ছোটবেলায় এই সমস্ত খেলাধুলা অনেক করেছি।