রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 days ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আচ্ছা আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম কিশোরের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আশা করবো আমার এই রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন এক নজরে ফটোগুলো দেখে আসি।

InShot_20241218_202822038.jpg

Photo editing by Inshot app


ফটোগ্রাফি সমূহ:


প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন খেলার জন্য প্রস্তুতি নিয়ে রেকেট হাতে দাঁড়িয়ে রয়েছে আমাদের ছোট্ট একটি ভাই মাহিন। সে ব্যাডমিন্টন খেলতে খুবই পছন্দ করে। তাই স্কুল থেকে বাড়িতে ফিরলেই খাওয়া-দাওয়া শেষ করে ব্যাডমিন্টন খেলার জন্য প্রস্তুত নিয়ে থাকে। তবে গতবারের তুলনায়, এই বছর যেন এই খেলার প্রতি তার আসক্ততা আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে।

IMG_20240130_081307_810.jpg


এই মুহূর্তে আপনারা ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন গাছে বেশ সুন্দরভাবে একই থোকায় তিনটা টমেটো ধরে রয়েছে। নিজের হাতে উৎপাদিত সবজি গাছে যদি এভাবে কোন সবজি ধরতে দেখা যায় তাহলে কতই না ভালো লাগে। সে জায়গায় যদি হয় টমেটো তাহলে ভালো লাগাটা আরও বেশি।

IMG_20240308_123534_743.jpg


পুকুরের মাছ যেন চুরি না হয়ে যায় তাই নিরাপত্তার জন্য পুকুরের মধ্যে অনেক বাস পুতে রাখা হয়েছে। এই ফটোটা ধারণ করেছিলাম আমাদের পুকুর থেকে প্রায় ১ কিলো দূরে একটি পুকুরে। মাঝেমধ্যে পুকুর ভ্রমণ করলে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায় এমনকি নিজের সজাগ থাকা যায়। আমি এই পুকুরটা দেখার পর নিজের পুকুরের প্রতি যত্নবান হয়েছিলাম।

IMG_20231121_065905_9.jpg


ঈদের নামাজ শেষে যখন বন্ধুদের সাথে দেখা করার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে বেশ কিছু ফটো ধারণ করা হয়েছিল স্মৃতি ধরে রাখার জন্য। অনেক ভালো লাগে ঈদগাহে নিজেদের গ্রামের মানুষের সাথে একটু কথাবার্তা দেখাশোনা হলে।

IMG_20240411_085150_2.jpg


এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বনফুল। এবার আমি বর্ষার পরে লক্ষ্য করেছিলাম পুকুর পাড়ে বেশ কিছু জায়গায় এমন ফুল ফুটে রয়েছে। এর আগে কোন বছর এভাবে লক্ষ্য করা হয়নি তবে এবার যেন বেশ ভালোই চোখে বাঁধলো এই ফুলগুলো।

IMG_20241104_083808_755.jpg


কিছুদিন আগে দুই বন্ধু মিলে একসাথে ওয়াজ মাহফিলের মেলা ঘুরেছিলাম। আর সেখান থেকেই বেশ অনেক কিছু খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। তবে তার মধ্যে বারো মিশালিটা বেশ ভালো লেগেছিল আমার।

IMG_20241117_205523_352.jpg


যখন সবজি বাজারে উপস্থিত হয়। সবজি বাজারে বিভিন্ন রকমের সবজি গুলো দেখলে আমার অনেক অনেক ভালো লাগে। সকল সবজির মধ্যে ফুলকপি সাজানো দেখতে অনেক ভালো লাগে। কারণ আমরা জানি ফুলের বাগানে ভালো মানায়। সবজি বাজারে ফুলকপিটাও যেন অনেক সুন্দর মানিয়ে ওঠে।

IMG_20241122_172456_2.jpg


এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের ছোট বাচ্চার খাবার দেওয়ার মুহূর্ত। পুকুর পাড়ে প্রায় উপস্থিত হতে হয় এভাবে মাছের খাবার দিতে। তবে মাঝেমধ্যে যখন পাঙ্গাস মাছের বাচ্চার ভাইরাসে আক্রমণ হয় তখন বিশেষ কিছু খাবারও মেডিসিন বালতির মধ্যে মিশাতে হয়। এরপর সে খাবারগুলো পুকুরে দিতে হয়। ঠিক এমন একটা মুহূর্তের ফটোগ্রাফি।

IMG_20241124_172404_213.jpg


এই মুহূর্তে যে ফটোটা আপনাদের মাঝে শেয়ার করলাম এটা একটি ফসলের মাঠের দারুন চিত্র। কত সুন্দর ফসল গুলো কেটে জায়গায় জায়গায় তালা দিয়ে রেখেছে। মাঠের এমন অপরূপ দৃশ্য দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম।

IMG_20241204_113900_1.jpg


পোস্ট বিবরণ


বিষয়রেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


PUSS_VILLA.png

Sort:  
 4 days ago 

ওয়াও দারুণ দারুণ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম ভিন্ন ভিন্ন এলোমেলো ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগে। ফুলকপির ফটোগ্রাফি দারুণ হয়েছে ভাই। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 4 days ago 

18-12-24

Screenshot_20241218-185036.jpg

Screenshot_20241218-185014.jpg

Screenshot_20241218-121042.jpg

 4 days ago 

পুকুরের মাছের দৃশ্যটি অনেক সুন্দর লাগছে দেখতে। এছাড়া আপনি বিভিন্ন রকমের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফিটিও দারুন হয়েছে ভাইয়া।

 4 days ago 

চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। অনেক ভালো লাগে রেন্ডম ফটোগ্রাফি গুলো দেখতে। একটি অ্যালবামের মধ্যে আপনি বিভিন্ন ক্যাটাগরি ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 4 days ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার আজকের সুন্দর এই রেনম ফটোগ্রাফি মুলক পোস্ট দেখে। চমৎকার ভাবে আপনি বিষন্ন ধরনের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। যেখানে ফুল ফল সবজি পুকুরপাড় মানুষের খেলাধুলার বিষয় উপস্থাপন করেছেন। অনেক অনেক ভালো লাগলো হ্যাঁ এত সুন্দর একটি ব্লগ লিখে।

 4 days ago 

ভাইয়া আজ আপনি অনেক দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অনেক দুর্দান্ত হয়েছে। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবি ভালো লাগলো। অসাধারণ ছিল আপনার এই রেনডম ফটোগ্রাফি গুলো।

 2 days ago 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। আসলে ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে এমনিতে অসাধারণ হয়। বনফুলের ফটোগ্রাফি তে সত্যিই অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23