সমন্বিত সবজি চাষ
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার পুকুরপাড়ে সবজি বাগানের সবজিতে সেচ দেওয়া এবং সবজি সংরক্ষণ করার অনুভূতি নিয়ে। আশা করব আমার এই পোস্ট আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
আপনারা অনেকেই জানেন আমি সবজি চাষ করতে অনেক বেশি পছন্দ করে থাকি। দীর্ঘ ১৫ বছর ধরে নিজের পুকুরপাড় এবং বাড়ির বিভিন্ন স্থানে শাকসবজি উৎপাদন করে থাকে। আর এই শাকসবজি উৎপাদন করার পেছনে বড় বিষয় রয়েছে সুস্থ থাকার বিষয়টা। আমি ছোট থেকে লক্ষ্য করে আসছি আব্বা-আম্মা দুজনায় কম বেশি অসুস্থ থাকতেন এবং উনাদের সাথে যখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের বলতো স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা এবং ভেজাল মুক্ত খাবার খাওয়ার বিষয়গুলো। আর সেই থেকে আমি এই বিষয়ে সাজাবো সচেতন হয়ে চেষ্টা করে আসছিলাম শাকসবজি উৎপাদন করার। সেই কবে যেন এর প্রতি বেশি ভালো লাগা সৃষ্টি হয়ে গেছে আর আমি এই বিষয়ে সজাগ ও সচেতন হয়েছিলাম। যাই হোক প্রত্যেক বছর আমার সবজি বাগানে কম বেশি বিভিন্ন রকমের শাকসবজি থেকে থাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন আমি আমার পুকুরপাড়ের সবজি বাগানের সবজি সংরক্ষণ করতে এবং সবজি গাছগুলো পানি দিয়ে ভেজানোর জন্য সাবমারসিবল পাম্প নিয়ে উপস্থিত হয়েছি। গত বছর আমি আমার তিন নম্বর বাগানটাতে একই সাথে পেঁয়াজ টমেটো লাল বরবটি ও মেটে আলু চাষ করেছিলাম। এতে আমি লক্ষ্য করে দেখেছিলাম সমন্বিত চাষে অনেক লাভবান হওয়া সম্ভব রয়েছে। আর সবচেয়ে সুবিধা জনক বিষয় ছিল আমার জন্য এখানে সাবমারসিবল পাম্প দিয়ে পুকুর থেকে পানি উত্তোলন করে গাছগুলো ভেজানো।
দেখে বুঝতে পারতেন একই সেচ ব্যবস্থা আর সার প্রয়োগের মধ্য দিয়ে একাধিক জিনিস উৎপাদন করতে আমি সক্ষম। পেঁয়াজের গাছগুলো কেমন সুন্দর ঘন সবুজ ভাবে বেড়ে উঠেছে। আমরা একটা বিষয় সবসময় ভালো করে জানি যে আমাদের বাংলাদেশের মাটি অনেক বেশি উর্বরশীল। যখন কৃষকরা তাদের ফসল পালানোর চেষ্টা করে সেই ফসলের জমিতে বিভিন্ন রকমের আগাছা জন্মাতে থাকে। ফসলের জমি থেকে আগাছা দমন করতে আবার এক্সট্রা লেবার খরচ দেওয়া লাগে। সেক্ষেত্রে বলা যায় উর্বরশীল এই মাটিতে সমন্বিত চাষ করে বিভিন্ন জিনিস একসাথে উৎপাদন করা সম্ভব এবং তার বাস্তব প্রমাণ আমার আজকের এই ব্লগটা। যারা একটু জ্ঞান করে কৃষিকাজগুলো নিজেদের মতো করে তৈরি করতে পারবে তাহলে তারা অনেক লাভবান হবে। আর যারা রয়েছে আমার মত ছোট ছোট বাগান তৈরি করে নিজেদের শাকসবজি উৎপাদন করে ফরমালিন মুক্ত শাকসবজি খাওয়ার চেষ্টা করেন তারা কিন্তু আমার এই পোস্ট দেখার মধ্য দিয়ে আগ্রহী হতে পারবেন, উৎসাহ পাবেন।
যেখানে একটা ফসল উৎপাদন করতে গিয়ে বা চাষ করতে গিয়ে পাঁচ কেজি সার প্রয়োজন হয় সেখানে চার-পাঁচ রকমের শাকসবজি উৎপাদন করা সম্ভব ৫ কেজি সার প্রয়োগ করে। আমি বেশ অনেকবার ভেবেচিন্তে দেখেছি এবং লক্ষ্য করেও দেখেছি এবং সেখানে সাফল্যতা এসেছে। এখানে আপনার খেয়াল করে দেখুন বেশি খরচ এখানে করতে হয়নি শুধুমাত্র পেঁয়াজে অতিরিক্ত পানি দিতে হয়েছে। আবার অতিরিক্ত পানি সেচ হিসাবে ব্যবহার করলে, টমেটো গাছের ক্ষতি হয়। তাই টমেটোগুলো সেভে রাখার জন্য টমেটো গাছ কুঞ্চি দিয়ে বেঁধে উঁচু করে দেওয়া হয়েছিল। টমেটো ভিজলে সমস্যা নেই,সূর্যের আলোতে পানি শুকিয়ে যায়। কিন্তু যে টমেটোগুলো মাটির সাথে লেগে থাকে সেগুলো পৌঁছে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সমন্বিত চাষ ব্যবস্থাই এই বিষয়গুলো আমাদের নিজ দায়িত্বে খেয়াল রাখতে হবে তাহলে সবকিছু একসাথে চাষ করা সম্ভব এবং নিজেদের প্রয়োজনীয় শাকসবজি উৎপাদন করা সহজ।
এখানে আপনারা দেখে বুঝতে পারছেন টমেটো গাছের নিচে ছায়া হয়ে থাকলে পারে পানি সহজে শুকায় না। আর সে মাটিতে টমেটো লেগে থাকলে পচে যাবে এটাই স্বাভাবিক। তাই সমন্বিত চাষ ব্যবস্থায় মাথায় রাখতে হবে অন্যান্য কৃষকেরা যেমন টমেটো গাছগুলোর জন্য আলাদা ব্যবস্থা করে দেয় যেন টমেটো ঝুলে থাকে। আমিও সে চেষ্টা করেছিলাম যেন টমেটোগুলো ভারিতে মাটিতে পড়ে না যায়। আর এদিকে যে সমস্ত টমেটোগুলো খাওয়ার মত হয়ে গেছে বাছাই করে সেগুলো সংরক্ষণ করছিলাম। আলহামদুলিল্লাহ, গত বছরের চেয়ে এবার আরো অনেক বেশি টমেটো হয়েছে আমাদের সবজি বাগানের মধ্যে। তবে পারিবারিক সমস্যার জন্য সেভাবে আপনাদের দেখাতে সক্ষম হয়নি। চেষ্টা করব এবারের চাষ ব্যবস্থাটা কেমন ছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আশা করব এতে আপনারা সবাই উপকৃত হবেন। আমরা সবাই যদি কমবেশি শাকসবজি উৎপাদন করতে পারি, তাহলে সবজির দাম ঊর্ধ্ব গতিতে চলবে না।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিষয় | সবজি বাগান |
---|---|
লোকেশন | Location |
ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 11s |
ফটোগ্রাফার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি দীর্ঘ ১৫ বছর ধরে সবজি চাষ করে আসছেন এটা জেনে অনেক ভালো লাগলো। স্বাস্থ্যকর শাকসবজি খেতে হলে বাড়িতেই এটা চাষ করা উত্তম। আপনার জমিতে দেখছি অনেক সুন্দর টমেটো হয়েছে। সমন্বিত সবজি চাষ বেশ কঠিন অভিজ্ঞতা না থাকলে আসলে সম্ভব হয় না। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন পড়ে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
X-promotion
28-02-25
নিজে শাকসবজি উৎপাদন করে ফরমালিন মুক্ত খাবার খাওয়ার মত ভালো জিনিস আর কিছুতে হয় না। বাজার থেকে আমরা যা কিনে খাই সবেতে বিষ প্রয়োগ করা থাকে। আর সেইসব খাবার খেয়ে দিনে দিনে আমাদের শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে। তাই এক্ষেত্রে আপনি নিজে বাগান করেছেন দেখে বিষয়টা বেশ ভালো লাগলো। কিন্তু আমরা শহর অঞ্চলের মানুষ বাগান করবার জায়গাও পাইনা। তাই শরীরের ক্ষতি হচ্ছে জেনেও বাজার থেকে বিষ কিনে খেতে হয়।
বর্তমান সময়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ রয়েছে। কারণে-অকারণে মানুষের অসুস্থতা বেড়ে চলেছে। এই মুহূর্তে সুস্থ থাকতে হলে অবশ্যই ফরমায়েন মুক্ত খাবার খাওয়া প্রয়োজন। আপনি আপনার এই সচেতনতা এবং দীর্ঘদিনের সবচেয়ে চাষ বিষয়টা উপস্থাপন করেছেন জেনে ভালো লেগেছিল।
গ্রামের বেশি ভাগ মানুষ এরকম সম্মিলিত সবজি চাষ করে নিজেদের সবজির চাহিদা মেটায়।ফরমালিন মুক্ত পুষ্টিকর সবজি পেতে হলে এভাবে সবজি চাষ করা দরকারী ।সবজি কিনতে হয় না আর। আপনার সবজি চাষ দেখে ভালো লাগলো।আপনারও নিশ্চয়ই আর সবজি কিনতে হয় না তেমন।ভালো লাগলো জেনে যে নিজের পাম্পের মাধ্যমে সবজি গাছে সেচ দিতে পারেন পুকুরের জল দিয়ে। ধন্যবাদ সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।