গান কভার || আমার মন আছে, মনের মানুষ নাই || শিল্পী: মনির খান
বিনোদন পর্বে স্বাগতম
গানের তথ্য
গান
আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?
তাকে একটি পলক, ভুলে থাকা দায়
কী করে সবই ভুলে যাই?
পাষাণ বন্ধু রে, কী করে তোমায় ভুলে যাই?
আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?
পাইনি কিছুই আমি, যা কিছু চেয়েছি
ভালোবেসে বড় বেশি,কষ্ট পেয়েছি।
পাইনি কিছুই আমি, যা কিছু চেয়েছি
ভালোবেসে বড় বেশি, কষ্ট পেয়েছি।
পাষাণ বন্ধু রে, কী করে তোমায় ভুলে যাই?
আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?
মন দিয়ে বারে বারে, মিছে শুধু হেরেছি
বুঝিনি তো আজও আমি, কী ভুল করেছি।
মন দিয়ে বারে বারে, মিছে শুধু হেরেছি
বুঝিনি তো আজও আমি, কী ভুল করেছি।
পাষাণ বন্ধু রে, কী করে তোমায় ভুলে যাই?
আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?
তাকে একটি পলক, ভুলে থাকা দায়
কী করে সবই ভুলে যাই?
পাষাণ বন্ধু রে, কি করে তোমায় ভুলে যাই?
আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?
গানটি সম্পর্কে আমার অনুভূতি
গুরুত্বপূর্ণ | তথ্য |
---|---|
পোস্ট | গান কভার |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ক্যামেরা ও ভিডিও | Infinix Hot 11s-50mp |
Editing apps | pixelLab, InShot & picsart |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
দেশ | বাংলাদেশ |
এক সময় মনির খানের গানগুলো সব দিক থেকেই অনেক বেশি জনপ্রিয় ছিল। তেমনি আমিও তার গানগুলো একসময় খুবই পছন্দ করতাম এবং শোনার চেষ্টা করতাম। অনেকদিন পর মনির খানের একটি গানের কভার আপনার পোস্টে শুনতে পেরে ভীষণ ভালো লাগলো। আপনার কন্ঠে তো গানটি বারবারই শুনতে ইচ্ছা করছে। মনির খানের আমার মন আছে মনের মানুষ নাই এই গানটি কভার করে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
ঠিক বলেছেন আপনি
30-01-25
আপনার কন্ঠে গান শুনতে খুব পছন্দ করি ভাইয়া। আপনি সুন্দরভাবে গান পরিবেশন করেন আমাদের মাঝে। আপনার কন্ঠটা বেশ দারুন। অনেক সুন্দর ছিল আপনার আজকের গান কভার করা।
ভাই অসংখ্য ধন্যবাদ
আপনি আজকে খুব সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই গানটা খুব সুন্দর আর অনেকদিন পরে শুনলাম। আপনার কন্ঠে পুরো গানটা শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে কভার করেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য।
মুগ্ধ হয়েছেন যেনে আমি খুশি হলাম
আজ আপনি খুবই সুন্দর একটা গানের কভার করেছেন। আমার কাছে আপনার কন্ঠে গানটা শুনতে অনেক ভালো লেগেছে। আপনি সব সময় খুব সুন্দর সুন্দর গানের কভার করেন। এরকম গানগুলো শুনলে মনটা ভালো হয়ে যায়। এরকম গান আশা করি আপনার কন্ঠের সব সময় শুনতে পাবো।
চেষ্টা করব ভালো লাগার গানগুলো নিজ কন্ঠে শেয়ার করুন
X-promotion
আজকের কভারটি সত্যিই মন ছুঁয়ে গেল।আপনার কন্ঠে গানটা যেন নতুন একটা প্রাণ পেয়ে গেছে। এতদিন পরে এমন একটা গান শুনে মনে হলো একেবারে নতুন করে জীবন্ত হয়ে উঠল। কিভাবে এত সুন্দরভাবে কভার করেছেন তা বর্ণনা করার মত শব্দ খুঁজে পাচ্ছি না। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, এমন সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আশা করব পাশে থাকবেন প্রশংসা করে
আপনি বেশিরভাগ সময় মনির খানের গান কভার করে থাকেন। মনির খানের গান আমার কাছেও বেশ ভালো লাগে। আজকে চমৎকার একটি গান কভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো। এত সুন্দর ভাবে রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
মনির খানের কিছু কিছু গান আছে আমি খুব পছন্দ করি
অনেকদিন পরে আপনার কন্ঠে গান শুনতে পেরে খুবই ভালো লাগলো। আপনার কন্ঠের গান সব সময়ই আমার কাছে অনেক ভালো লাগে। মনির খানের গানটা আপনার কন্ঠে খুবই ভালোভাবে মানিয়ে গেছে।
প্রশংসা করার জন্য ধন্যবাদ
মন জুড়ানো একটা গান শুনলাম। আপনার কন্ঠ বেশ মধুর। গানটির আবার এত সুন্দর ভাবে করেছিলেন যে আমি কিছুক্ষণ অন্য যুগে হারিয়ে গেছিলাম। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর গান কভার করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু