কাশফুলের ফটোগ্রাফি || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০%

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - শুক্রবার

২৫ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
৯ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।

আমরা জানি যে ভাদ্র ও আশ্বিন মাস শরৎকাল। আর এই সময়ে দুইটা প্রধান দৃশ্য গ্রামবাংলায় লক্ষ্য করা যায়। প্রথমত আকাশের নানান রঙের মেঘের খেলা। আর দ্বিতীয়ত মাটির বুকে কাশবনে ফুটে থাকা কাশফুল। আজকে আমি শরৎকালের এই সুন্দর ফুলের দৃশ্য আপনাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে চাই। তাই সেই চিন্তাধারা মাথায় রেখে ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ। চলুন আর দেরি না করে ফটোগুলো দেখে আসা যাক।


আমার বাংলা ব্লগবাসীর জন্য
অফুরন্ত ভালোবাসা


📸🦊📸



নিজে তোলা
কাশফুলের ফটোগ্রাফি
স্থান
গাংনী, মেহেরপুর


ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

আমাদের পুকুর পাড়ে এত সুন্দর কাশফুল ফুটেছে তা আমার দৃষ্টিগোচর হয়েছিল না। কারণ বেশ কিছুদিন ধরে পুকুরে যাওয়া হয়না বিভিন্ন কারণে। কিছুদিন আগে পুকুরপাড়ে গিয়েছিলাম কিন্তু হাতে মোবাইল ছিল না। আপনারা অনেকেই জানেন আমার মোবাইলের সমস্যার কারণে তেমন মোবাইল ধরা হচ্ছে না।

IMG_20220906_181906_508.jpg

IMG_20220906_181908_737.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


২ নং ফটোগ্রাফি

প্রথম দিন এত সুন্দর কাশফুল গুলো দেখে যাওয়ার পরে ইচ্ছে হয়েছিল কাশফুলের সুন্দর কিছু ফটোগ্রাফি করবো এবং তা আপনাদের মাঝে পোস্ট করব। কয়েকটা দিন ইচ্ছে থাকার পরেও মিস হয়ে গিয়েছিল। যাহোক সবশেষ একদিন ফটোগ্রাফি করার উদ্দেশ্যেই পুকুরপাড়ে গেলাম।

IMG_20220906_182108_482.jpg

IMG_20220906_182105_944.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


৩ নং ফটোগ্রাফি

অবশ্য এখন বর্ষাকাল শেষে পুকুরের চারপাশে ঘন বন জঙ্গলে ঘেরা, যার ফলে কাশফুলের নিকটে যেতে খুবই সমস্যা বোধ করেছিলাম। সমস্ত বন জঙ্গল ভেদ করে ফুলগুলোর পাশে উপস্থিত হলাম ফটোগ্রাফি করার উদ্দেশ্যে।

IMG_20220906_182056_742.jpg

IMG_20220906_182053_344.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


৪ নং ফটোগ্রাফি

কাশফুলের ফটোগ্রাফি করার সময় আকাশের দিকে লক্ষ্য করছিলাম কিন্তু শরৎকালের আকাশের যে মেঘাচ্ছন্ন সুন্দর সুন্দর দৃশ্য লক্ষ্য করা যায় তেমন কোন মনোমুগ্ধকর মেঘের দৃশ্য আকাশে ছিল না।

IMG_20220906_181917_245.jpg

IMG_20220906_181912_586.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


৫ নং ফটোগ্রাফি

কোন একদিন আকাশে সাদা সাদা সুন্দর মেঘ থাকা অবস্থায় আবারো কাশফুলের ফটোগ্রাফি করবো, সেই মন স্থির করেছি। কারণ এই ফটোগ্রাফি গুলো করার সময় কাশফুলকে পেয়েছি, আকাশের সাদা মেঘগুলোকে পায় নাই। তাই মনের মধ্যে একটি অনুভূতি এখনো জাগ্রত রয়েছে। আপনাদের মাঝে কাশফুলের সাথে আকাশের সাদা মেঘের সুন্দর দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরব। যেখানে ফটোর মধ্যে আকাশের সাদা মেঘ ও কাশফুলের অসাধারণ দৃশ্য থাকবে।

IMG_20220908_062706_578.jpg

IMG_20220908_062711_609.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


৬ নং ফটোগ্রাফি

যখন কাশফুল গুলোর ফটোগ্রাফি করছিলাম তখন ঝিরিঝিরি হাওয়া বই ছিল তাই ফুলগুলো এপাশ থেকে ওপাশ দুলতে লাগলো। অবশ্য ফটোগ্রাফির সময় একটু বিরক্ত হয়েছিলাম কারণ কাশফুলের পাতাগুলো গায়ে ঠেকলে যেন গা চুলকানো শুরু হয়। এরপরেও সমস্ত কিছু ভেদ করে চেষ্টা করেছিলাম এতগুলো ফটোগ্রাফি করার জন্য।

IMG_20220906_182015437_BURST0001_COVER.jpg

IMG_20220906_181935_543.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


৭ নং ফটোগ্রাফি

আশা করি আমার এই কাশফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট দৃষ্টি নন্দিত হয়েছে এবং ভালো লেগেছে। তাই আমি আপনাদের বলব আপনারাও আমাদের মাঝে এভাবে কাশফুলের সুন্দর ফটোগ্রাফির উপস্থাপন করুন যা দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ শরতের আকাশের সাদা সাদা মেঘ থাকা অবস্থায় ফটোগ্রাফি করলে কিন্তু বেশি খুশি হব।

IMG_20220908_062256_201.jpg

IMG_20220908_062315_817.jpg

IMG_20220908_062250_518.jpg
Photography device: Infinix hot 11s
Location

আরো একটি কথা না বললেই নয়। কাশফুলের ফটোগ্রাফি করার পর সেখান থেকে অতীত স্মৃতি কে কেন্দ্র করে আপনাদের জন্য একটি কবিতা রচনা করেছি, যা খুব শীঘ্রই আপনাদের মাঝে তুলে ধরবো।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৬ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

কাশফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ।আমিও ভাবছি কাশফুলের কিছু ফটোগ্রাফি করব ।শরৎকালের সুন্দরময় দৃশ্য সত্যিই অনেক ভালো লাগার বিষয়। আপনি খুব সুন্দর করে কাশফুলের ফটোগ্রাফি করেছেন সত্যিই অনেক ভালো ছিল।

 2 years ago 

শরতের সবচেয়ে বড় সুন্দর্য দুইটা এক আকাশের সাদা সাদা মেঘগুলো আর কাশবনের কাশফুল গুলো।

 2 years ago 

কাশফুলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ৷ আমাদের এদিকে কাশফুলের সৌন্দর্য দেখতে একটা নদীতে যেতে হয় ৷ সেখানে অনেক কাশ ফুল ফোটে ৷ আপনার পুকুর পাড়ের কাশ ফুলগুলোর ফটোগ্রাফি চমৎকার হয়েছে ৷ধন্যবাদ আপনাকে ঘন বন জঙ্গল পেরিয়ে কষ্ট করে এতো সুন্দর কাশ ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ৷

 2 years ago 

আমিও কাশ ফুলের সৌন্দর্য দেখতে প্রেমিকার সাথে রাজশাহী পদ্মা পাড়ের চরে ঘোরাঘুরি করছিলাম।

 2 years ago 

আপনার পুকুরপাড়ের কাশফুল গুলো সত্যিই বেশ চমৎকার ।আর আপনি ঠিকই বলেছেন শরতের আকাশে সাদা সাদা মেঘগুলো সত্যি অনেক চমৎকার হয়ে থাকে। যদিও আপনি মেঘগুলোর সাথে কাশফুলের ছবি তুলতে পারেননি তারপরেও আপনি আরেকদিন চেষ্টা করে দেখতে পারেন। যেদিন আকাশে সাদা সাদা মেঘ থাকে সেদিন আপনি কাশফুলের সঙ্গে ছবি তুলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তাহলেই হয়তো আপনার ইচ্ছা পূরণ হবে ।ধন্যবাদ আপনাকে। আর আপনার লেখা কবিতাটির অপেক্ষায় রইলাম।

 2 years ago 

এই সময়টাতে কাশবন থেকে ফটোগ্রাফি করতে যেমন ভালোবাসি ঠিক তেমনি কবিতা লিখতেও খুব ভালো লাগে আমার কাছে। আর অনেক মানুষ আছে শহরের বন্দী জীবন থেকে কিছুটা সময়ের জন্য স্বস্তি পেতে কাশবনে নিজেকে ছুটে যায়।

 2 years ago 

ভাদ্র আশ্বিন এই দুই মাস শরৎকাল নদীর পানি কমতে থাকে কাশবনে ফুটে থাকে রাশি রাশি ফুল বাতাসে দোলা মেলে কাশফুল উড়তে থাকে ছোট ছোট সাদা পোকার মত।। পদ্মা নদীর পাশে বাড়ি হওয়ায় এই দৃশ্য ছোটবেলা থেকেই দেখে আসছি খুবই ভালো লাগে আমার কাছে এই সময়টাতে।। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন কাশফুলের খুবই ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল। ‌

 2 years ago 

এই সময় অবশ্য বন জঙ্গলের মাঝে এত সুন্দর কাশফুল দেখলে মন জুড়িয়ে যায়। আমি অবশ্য কবিতাটি লিখেছি পদ্মা পাড়ের কাশবনকে কেন্দ্র করে

 2 years ago 

ভাইয়া আপনার পুকুর পাড়ের কাশফুলের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। সাদা মেঘ থাকা অবস্থায় ফটোগ্রাফি করলে মনে হয় আরো অনেক সুন্দর হতো।আর ঘন জঙ্গল পেরিয়ে সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার পুকুর পাড়ে এত সুন্দর দৃশ্য দেখতে এখন খুবই ভালো লাগে এখানে বসে থেকে কবিতা লিখতে।

আমাদের এখানে তেমন কাশফুল ফুটতে দেখি না। আপনার পোস্ট দেখে অনেক ভাল লাগল। কাশফুল জানান দিল যে দুর্গাপূজা আসছে। ভাল থাকবেন।

 2 years ago 

আমি আবারো আপনাদের মাঝে এমন কাশফুলের দৃশ্য তুলে ধরবো খুব শীঘ্রই।

 2 years ago 

আসলেই শরৎকালের নীল আকাশ এবং কাশফুলের মনোরম সৌন্দর্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য বয়ে আনে ।আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন সারা বছর অমলিন থাকে ।মানুষ সেটাই চাই কিন্তু তাতে সম্ভব নয়। তবে ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃত সৌন্দর্যকে নিজের কাছেই ধরে রাখা যাবে।

 2 years ago 

নীল আকাশের পাশাপাশি সাদা সাদা মেঘগুলো ভেসে আসে যা আকাশ দেখতে খুবই সুন্দর লাগে। আর কাশফুল থেকে ছবি উঠাতে আরও বেশি ভালো লাগে আমার কাছে।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া এই সময় হচ্ছে কাশফুলের সৌন্দর্য দেখার সময়। কাশফুলের বাগানটি দেখতে ভীষণ ভালো লাগে। গ্রামে প্রায় এ কাশফুলের বাগান দেখতে পাওয়া যায়। আমাদের এইদিকেও খুব সুন্দর সুন্দর কাশফুল ফুটেছে। দেখতে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি ছিল অসম্ভব সুন্দর।

 2 years ago 

শরৎকালে কাশফুলের সৌন্দর্য খুঁজে পেতে অনেকেই শহর ছেড়ে কিছুটা সময়ের জন্য কাশফুলের বনে যেয়ে থাকে।

 2 years ago 

শহরের যান্ত্রিকতার মাঝে থাকতে থাকতে প্রকৃতির থেকে কতটা দূরে চলে এসেছি আজ বুঝতে পারছি।কতদিন পর আজ কাশফুল দেখলাম।অথচ আগে এই কাশবনে বন্ধুরা মিলে লুকোচুরি খেলতাম।ধন্যবাদ ভাই সেই শৈশব মনে পড়ে গেল।

 2 years ago 

অবশ্য কাশফুল আমার খুবই পছন্দ। শুধু শৈশব কেন বর্তমান সময় কাশফুলের নিকট থেকে শৈশব ফিরে পাই কাশফুলের মাঝে।

 2 years ago 

আমরা ভাই শহরের যান্ত্রিকতার মাঝে এগুলা হারিয়ে ফেলেছি।

 2 years ago 

আমি এখনো কাশফুলের নিকটে বসে আছি।মাছের খাবার দিলাম। চাইলে জেনারেল ডিসকাশনে আসতে পারেন। দেখিয়ে দেবো ফটো

এই শরৎকালে কাশফুলটা ফোটে। তবে প্রায় দুই বছর হয়ে গেল কাশফুলের মুখ চোখে দেখতে পাই না। অনেকদিন পর দেখে বেশ ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে আপনার ফটো গুলো।

 2 years ago 

আমি অবশ্য এখনো কাশফুলের নিকটেই বসে আছি। কারণ প্রকৃতির মাঝেই আমার বসবাস।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98504.77
ETH 3362.26
USDT 1.00
SBD 3.06