লাইফস্টাইল: পাঙ্গাস মাছের বাচ্চা ট্রিটমেন্ট

in আমার বাংলা ব্লগ3 months ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পাঙ্গাস মাছের বাচ্চা ট্রিটমেন্ট নিয়ে একটি পোস্ট শেয়ার করার জন্য। আশা করব এই পোস্ট করে আপনারা বেশ কিছু জানার সুযোগ পাবেন।

IMG_20241013_065649_5.jpg

Photography device: Infinix hot 11s

Location


ফটোগ্রাফি সমূহ:


বেশ কিছুদিন ধরে পাঙ্গাস মাছের বাচ্চার ভাইরাস লেগেছে। মাছের ভাইরাস লাগলে অনেক টাকা ক্ষতি হয়ে যায়। ঠিক তেমনি প্রত্যেকদিন অনেকগুলো করে মাছের বাচ্চা মরে পড়ে থাকছে। আর এমন অবস্থায় মন মানসিকতা সত্যি খুবই খারাপ। এই পাঙ্গাস মাছের বাচ্চা বড় করার পেছনে লাখ লাখ টাকা খরচ হয়ে যায়। হঠাৎ ভাইরাস লেগে যদি মারা যায় তাহলে বড় অংকের ক্ষতি। এর জন্য আগে থেকেই ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে যে আবারও ভাইরাস লেগে যাবে কে জানে। মাছগুলো রক্ষা করার জন্য আবারো উপস্থিত হলাম মরকা বাজারে, আমাদের এক ভাইয়ের মাছের ঔষধের দোকানে। সেখানে উপস্থিত হয়ে ভাইয়ের কাছে পরামর্শ নিলাম এই মুহূর্তে কি করবো আর এখন যে ভাইরাসটা লেগেছে এটার কারণ কি। উনি আমাকে প্রশ্ন করলেন মাছ মারা যাচ্ছে সেগুলোর কি অবস্থা এবং আলামত কি। আমি বললাম মুখে চোখে লেজের অংশে লাল লাল ঘা। বেশিরভাগ সময় এই ভাইরাসে আক্রমণ হয়ে মাছ মারা যায়। এমন রোগ আক্রান্ত মাছের ফটো নাই শেয়ার করলাম। উনি আমার বর্ণনা শুনে বললেন এই মুহূর্তে মাছের ভিটামিন সি খাওয়াতে হবে। এছাড়া জীবাণুন নাশক কয়টা ওষুধের নাম বললেন। যে ঔষধ আমাদের বাড়িতে এর আগে কেনা ছিল। এছাড়া চুন আর লবণ দিতে হবে।

IMG_20241118_123331_307.jpg

IMG_20241118_122744_094.jpg

IMG_20241118_123304_279.jpg

IMG_20241118_123625_902.jpg


পুকুরের চুন লবণ আর ঔষধ দেয়া হয়ে গেছে। এখন খাবারের সাথে ভিটামিন সি মিক্সচার করে খাওয়াতে হবে। এতে যদি মাছের মৃত্যু কম না হয় তাহলে আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা নিতে হবে। কিন্তু কি আর করার এমন অবস্থায় সত্যিই খুবই খারাপ লাগে হতাশ হয়ে কিভাবে মাছগুলো বাঁচানো যায় সে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। মাঝখানে ট্রিটমেন্টের ওষুধ কিনতে আরো বাড়তি খরচ। ভিটামিন সি নিয়ে আসলাম, মাছের খাবার বালতির মধ্যে নিয়ে গেলাম, এরপর পুকুর পাড়ে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে মাছের খাবার বেশি দেওয়া যাবে না যতটুকু ওষুধের সাথে মিক্সচার করা প্রয়োজন ততটুকু খাবারই নিতে হবে। রোগ আক্রান্ত মাছ বেশি খেয়ে ফেললে আবার এই খাবারগুলো পেটের মধ্যে যে ফুলে ওঠে তাই মাছ অতিরিক্ত মারা যাওয়ার ভয় থাকে। ভাসমান ফিডগুলো পানিতে ফেলার পর দেখা যায় একলাই ফুলে ওঠে ঠিক তেমনি পেটের মধ্যে ফুলে ওঠে। অতিরিক্ত মাছ খেয়ে ফেললে তাদের মৃত্যু আরো নিশ্চিত হয়ে যায়। তাই অনেক কিছু মাথায় রেখেই ট্রিটমেন্ট করতে হয়। যায় হোক ভিটামিন সি খাবারের উপর ফেলে পানি দিয়ে মিক্সচার করে নিলাম।

IMG_20241118_140301_252.jpg

IMG_20241118_140543_387.jpg

IMG_20241118_140627_512.jpg

IMG_20241118_140637_267.jpg


কিছুটা সময়ের জন্য রোদে শুকানোর চেষ্টা করলাম খাবারগুলো। যে ভিটামিন সিম মাখানো হল সেগুলো খাবারের সাথে যেন লেগে যায় তাই একটু শুকিয়ে নিতে হবে। নরম অবস্থায় পানিতে ফেললে খাবারের গা থেকে ভিটামিন সি গুলো পানিতে মিশে যাবে বা পড়ে যাবে। কয়েক মিনিট অপেক্ষা করলে খাবারের সাথে ভিটামিন সি গুলো লেগে যাবে। তাই পুকুরে দেওয়ার সাথে সাথে মাছে ধরে খেয়ে ফেললে মাছের পেটে চলে যাবে। কিছুটা সময় অপেক্ষা করার পর খাবার দিতে থাকলাম। আর এভাবে তিনটা পুকুরে পাঙ্গাস মাছের বাচ্চাকে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়াতে থাকলাম। আর এভাবেই পুকুরে সরাসরি চুন লবণ ঔষধ প্রয়োগ করা হচ্ছে, আর খাবারের সাথে ঔষধ মিশিয়ে খাওয়ানো হচ্ছে। এখন পর্যন্ত মাছ মারা যাওয়া কমেনি। আপনারা দোয়া করবেন মাছের রোগ যেন দ্রুত ঠিক হয়ে যায়। কারণ এই মাছ নিয়ে আমাদের সারা বছরের মাছ চাষ এবং পরিবার চালানো।

IMG_20241118_140812_425.jpg

IMG_20241118_141258_411.jpg

IMG_20241118_141217_247.jpg

IMG_20241118_141230_063.jpg


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্ট বিবরণ


বিষয়পাঙ্গাস মাছের বাচ্চা ট্রিটমেন্ট
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 3 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

শীতকাল আসার সাথে সাথে মাছেদের অনেক ধরনের রোগ জীবাণু দেখতে পাওয়া যায়। আপনি আগে থেকেই পাঙ্গাস মাছের বাচ্চা গুলোকে ট্রিটমেন্ট করলেন এটা দেখে খুবই ভালো লাগছে। আমিও এই পদ্ধতি অবলম্বন করে অনেকবার ট্রিটমেন্ট করেছি।

 3 months ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে পাঙ্গাস মাছের বাচ্চা ট্রিটমেন্ট পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে শীতের সময় যেকোনো পশু পাখির একটু অসুখ বেশি হয়। আমাদেরও মাছ চাষ করা হয় তবে শীতের সময় মাছের সমস্যা একটু বেশি হয় তাই আপনি ট্রিটমেন্ট দিয়েছেন দেখে সত্যি বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

হ্যাঁ মামা, বেশ কিছুদিন ধরে সমস্যা।

 3 months ago 

এখন হতে নিয়মিতভাবে প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং কমেন্টে স্ক্রিনশট শেয়ার করতে হবে।

https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

 3 months ago 

ওকে মামা

 3 months ago 

21-10-2024

Screenshot_20241121-170607.jpgScreenshot_20241121-191919.jpgScreenshot_20241121-195957.jpg

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96984.80
ETH 2696.26
SBD 0.43