You are viewing a single comment's thread from:

RE: গ্রাম্য মেলায় আমার ছোটবেলার স্মৃতি।

প্রতিটি মানুষের ছোটবেলার সুন্দর মজার ঘটনা থাকে। আপনার পোস্টে শৈশবের অনেক ছোটখাটো ব্যাপার তুলে ধরছেন মেলার। আমি মেলায় গিয়ে শুধুমাত্র একবার নাগরদোলায় চরে ছিলাম অনেকবার বায়না করে।

যদিও নৌকা বাইচ ছিল মেলার প্রধান আকর্ষণ।

আমাদের জেলায় এই খেলায় খুব একটা দেখায় যায়, মেলা কিংবা অন্যান্য সময়ে।

১৭ টাকা দিয়ে একটা মাটির ব্যাংক কিনেছিলাম টাকা জমানোর জন্য। কিন্তু মজার ব্যাপার হল ওই ব্যাংকে ১১ টাকা জমানোর পর ভেঙ্গে ফেলেছিলাম। আমার ১৭ টা টাকাই লস।

আমিও এমনটা করেছি অনেকদিন। বাবার বকুনি শুনতে হতো কেনার পর পরই আমাকে।

শৈশব জড়ানো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেলো ভাই। ধন্যবাদ আপনাকে আমি সত্যি আনন্দিত পোস্ট টি পড়ে।

Sort:  
 3 years ago 

শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দিতে পেরে আমিও খুশি। 🥰

আপনার জন্য ভালোবাসা ভাই ❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62067.61
ETH 2414.80
USDT 1.00
SBD 2.57