দারাজ থেকে বেশ কিছু কেনাকাটা করার অনুভূতি
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দারাজ থেকে কেনাকাটার কিছু ফটোগ্রাফি নিয়ে।আশা করি আপনারা অনেক ভালো লাগবে।
দারাজ থেকে টুকিটাকি জিনিস কিনতে আমার বেশ ভালই লাগে। বিশেষ করে পছন্দের কোন জিনিস কিনতে তো অনেক বেশি ভালো লাগে। যখন ডেলিভারি ম্যান কল দেয় তখন মনে হয় কখন জিনিসটি হাতে পাব। তাই আমাকে ডেলিভারি ম্যান কল দেওয়ার পর দেরি না করে বাসা থেকে বের হয়ে চলে গেলাম তিন রাস্তার মোড়ে। যাওয়ার পর উনি আবার আমাকে কল দিয়ে বলে আমি এখন পান ধোয়া বাজারে আছি। তো আমি ওনাকে বললাম বাজার থেকে কবরস্থান রোডের সামনের দিকে আসেন তারপর উনি চলে আসলো। আসার পর উনি আমার পার্সেল ঠিক তার ব্যাগ থেকে খুঁজছিল।
তারপর আমি পার্সেলটি হাতে নেওয়ার পর বুঝতে পারলাম হয়তো কোন জিনিস কম আছে। আমার কাছে মনে হলো আর্ট করার যে ক্যানভাস অর্ডার দিয়েছিলাম ওটা নেই। উনাকে আমি আবার একবার জিজ্ঞেস করলাম প্যাকেজ কি একটাই ছিল নাকি আরো আছে। উনি আমাকে বলল না প্যাকেজ একটাই। তারপর আমিও বাসায় চলে আসলাম।
কিছু অর্ডার দিলে তো কখন আনবক্স করব সেটা মাথায় ঘুরে। তো আসার পর দেরি না করে প্যাকেজটি আনবক্স করি। আমি দারাজে ক্লে, দুই রকমের রং আরেকটি রঙের সাথে তুলি ফ্রি দিয়েছিল এবং সাথে রং করার পাত্র দিয়েছিল এবং একটি ক্যানভাস পেপার অর্ডার দিয়েছিলাম।তো আমার যেটা মনে হল বাসায় আসার পর আনবক্স করে দেখি সেম কাহিনী। সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু প্যাকেজের মধ্যে কি ক্যানভাস পেপার ছিলনা। এটার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তবে পরবর্তীতে দারাজ সাপোর্টে ইমেইল করা হয়েছিল কিন্তু তারা কোন রিপ্লে দেয় নাই এখনও। এটার জন্য ভীষণ খারাপ লাগছিল আমার।
বিশেষ বিশেষ তথ্য
ফটোগ্রাফি | রেনডম |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
ক্যামেরা | realme note50-13mp |
আমার লোকেশন | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @sumiya23 |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।
কোন কিছু অনলাইনে অর্ডার দেয়ার পর ঠিক ঠাকভাবে না পেলে বেশ খারাপ লাগে।আপনি অর্ডার অনুযায়ি সব কিছুই পেলেন কিন্তু ক্যানভাস পেপারটিই পেলেন না। তাই ডেলিভারি ম্যান এর সামনেই অনবক্স করা বেশি ভালো। তাহলে বুঝা যায় সব কিছু ঠিকঠাকভাবে এলো কিনা।তবে আশাকরা যায় ক্যানভাস পেপার পেয়ে যাবেন যেহেতু দারাজে ইমেইল করেছেন।
দারাজ থেকে কোন কিছু কেনাকাটা করতে খুবই ভালো লাগে। আপনিও দারাজ থেকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করেছেন দেখে খুবই ভালো লেগেছে আমার। এই জিনিসগুলো অনেক বেশি দরকারি। ধন্যবাদ আপনাকে।
আমি সবসময় বিশ্বাসযোগ্য পেজ থেকে যেকোনো কিছু অর্ডার দেই। দারাজ বেশিরভাগ সময় এমন করে। এখনো তাদের কাছ থেকে কোন রিপ্লাই পাননি জেনে খারাপ লাগলো। যাইহোক কেনাকাটার মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনি তো দেখছি প্রয়োজনীয় অনেক কিছুই দারাজ থেকেই কিনেছেন। আমিও প্রথমবার বেশ কিছু জিনিস একবারে দারাজ থেকে কিনে নিয়েছিলাম। সেগুলো এখনো রয়ে গেছে। এই প্রয়োজনীয় জিনিসগুলো একসাথে কিনলে বেশ সুবিধা হয়।