আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 days ago


আসসালামু আলাইকুম


হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে।

IMG_20241121_104902.jpg


এটা মোরগ ফুলের ফটোগ্রাফি। মোরগ ফুলের গাছ অনেকদিন পরে দেখলাম।এ ফুলের গাছ দেখতে বেশ ভালই লাগে। যে কোন ফুল গাছের মধ্যেই আলাদা রকম সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। মোরগ ফুল শীতকালে দেখা হয়ে থাকে। মোরগ ফুল গোলাপি হওয়ার কারণে দেখতে আরো বেশি চমৎকার লাগে। এই ফুলের ফটোগ্রাফিটি আমি আমার একটা আপুর বাসার সামনে থেকে করি। ওদের বাসার সামনে অনেক প্রকার ফুলের গাছ ছিল। প্রত্যেকটা ফুল গাছ দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল।

IMG_20241111_113046.jpg


এ ফটোগ্রাফিটি সাভার বিশমাইল থেকে তোলা। ওভার ব্রিজ থেকে ফটোগ্রাফিটি করেছিলাম।বিশমাইল থেকে সাভার যেতে যে রাস্তা থাকে ওই রাস্তা অধিকাংশ সময় ফাঁকা থাকে কিন্তু বিশমাইল থেকে বাইপাইলের রাস্তায় সব সময় ভিড় থাকে। কারণ ঐদিকে গার্মেন্টস ফ্যাক্টরি তার কারণে ভিড় থাকে। আবার বাইপাইলে সবজি মাছের বড় বাজার থাকে তার জন্য ভিড় থাকে। ওভারব্রিজ থেকে রাস্তা দেখে তাকিয়ে থাকতে ভালো লাগে। খুব সুন্দর একটা বাতাস আছে। মনোরম পরিবেশ থাকে। যার জন্য আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে দেখা যায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে যখন ওভারব্রিজ পার হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। রেস্টও নেওয়া হয় আবার একটু সৌন্দর্য উপভোগ করাও যায়।

IMG_20241121_141145.jpg

Location


এখানে বেশ কিছু হাঁস এর ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। হাঁস গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুকুরে ছিল। হাঁস পানিতে ভেসে বেড়ালে দেখতে খুবই চমৎকার লাগে। হাঁসগুলোর গায়ে সুন্দর করে রং করা ছিল দেখতে খুবই ভালো লাগছিল। আমার কাছে আবার রাজহাঁস দেখলে বেশি ভয় লাগে। তবে এই হাঁস গুলো দেখলে আমার ভয় লাগে না। রাজহাঁসের সাথে ব্যস্ত থাকলে তারা ঠুকিয়ে দেয়। এজন্য আমি বড় হয়ে যাওয়ার পরও রাজহাঁস দেখলে ভয় পাই। কোন রাস্তার সামনে রাজনাস থাকলে সেই রাস্তা দিয়ে আমি যেতে চাই না একা। তবে রাজাস দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে অনেকগুলা হাঁস ছিল। অল্প কয়েকটা সাদা রঙের ছিল এবং সবগুলো বাদামি কালার ছিল।

IMG_20241121_104902.jpg

Location


এখানে আকাশের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। খোলা আকাশের নিচে বসে থাকতে আমার খুবই ভালো লাগে। সে সাথে আকাশে সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে। তবে ফটোগ্রাফিটি করেছিলাম আমি জানালা দিয়ে। আকাশের সৌন্দর্য করতে যেমন ভালো লাগে ঠিক তেমনি করে আকাশের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। তবে জানালা দিয়ে আকাশ দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মন খারাপ থাকলেও একা আকাশের দিকে তাকিয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে।

IMG_20241111_133715.jpg

বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিরেনডম
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাrealme note50-13mp
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Sort:  
 3 days ago 

সবকটি ছবি ভীষণ সুন্দর তুলেছেন। জাহাঙ্গীরনগর ঢাকার পুরনো নাম ছিল। আসলে সম্রাট জাহাঙ্গীরের সময় ঢাকা বাংলার রাজধানী ছিল। সেই ইতিহাস মনে পড়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা শুনে। হাঁসের ছবিটিও ভালো হয়েছে। এছাড়া নীল আকাশের ছবিটিও ভালো লাগছে।

 3 days ago 

আমি জানি realme মোবাইলের ছবি অনেক ভালো হয়। ঠিক তেমনি অসাধারণ ভাবে ফটো ধারণ করেছেন। যেখানে পাতি হাঁস গুলো পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে। এছাড়া শহরের হাইরোডের চিত্র। প্রাকৃতিক পরিবেশের সুন্দর আলোকচিত্র লক্ষ্য করেছি এখানে। সব মিলে অনেক সুন্দর হয়েছে আপনার এই ফটোগ্রাফি মূলক পোস্ট।

 3 days ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে খোলা আকাশের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আকাশে মেঘের ভেলা ভেসে বেড়ালে দেখতে সুন্দর লাগে। প্রকৃতির এরূপ দৃশ্য দেখলে হৃদয় ভরে যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

আপনার ফটোগ্রাফি গুলি দেখে মনে হচ্ছে আমি বাস্তবিক দৃশ্যকে নিজের চোখে অবলোকন করতেছি। এতটাই দৃষ্টিনন্দন ফটোগ্রাফি গুলি করে শেয়ার করেছেন যা বলে শেষ করার মত নয়। মোরগ ফুল ,প্রাকৃতিক দৃশ্য সহ প্রত্যেক টা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্যে।

 2 days ago 

কমিউনিটির নতুন নিয়ম অনুযায়ী কিউরেশন চালু রাখতে হরে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। নিচের লিংক হতে সেটা দেখে নিন-

https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

 2 days ago 

সব কটা ছবি খুব ভালো লেগেছে তবে যে ছবিটা আপনি আপনার জানলা দিয়ে তুলেছেন খোলা আকাশের ছবি আর নিচে জলাশয়ের উপর বেশ কিছু হাঁস চরে বেড়াচ্ছে সেই ছবিটা আমায় বেশি টানল।

 yesterday 

সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো বিশেষ করে পুকুরের মধ্যে অনেকগুলো হাঁসের ফটোগ্রাফি টা বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

বাহ অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি ও অসাধারণ হয়েছে। খোলা আকাশের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লাগলো। মোরগ ফুলের ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। তবে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।

🤖 Hi @sumiya23 🤗! I'm a bot created by @luciojolly to support you! 🌟

image

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 96270.61
ETH 3631.10
USDT 1.00
SBD 3.88