আমার বাংলা ব্লগ নাটক রিভিউ : নন্দ

in আমার বাংলা ব্লগ3 months ago

Screenshot_20241011_071922_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। আশা করছি সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি। সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অবিরাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং। আজকে আমি আপনাদের মাঝে একটি চমৎকার নাটক রিভিউ করার জন্য উপস্থিত হয়েছি। নাটক দেখতে এবং উপভোগ করতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমি একটি ইউটিউবে নাটক দেখেছিলাম এবং সেখান থেকে আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নন্দ এর রিভিউ নিয়ে উপস্থিত হলাম। আমি আশাবাদী আজকের এই নাটক আপনাদের সকলের বেশ ভালো লাগবে। উপভোগ করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত।

নাটকটি সম্পর্কে কিছু তথ্য
নাটকের নামনন্দ
পরিচালনাজামাল মল্লিক
মিউজিকরফিক ইসলাম
এডিটহাবিবুর রহমান
অভিনয়েরণক হাসান , শারমিন জোহা শশী আরো অনেকে
সময়৫৭ মিনিট
ভাষাবাংলা
চ্যানেলবঙ্গ
কাহিনী সারসংক্ষেপ

Screenshot_20241011_071440_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

নাটকটির শুরুতে আমরা গ্রামের একটি বিচার দরবার করতে দেখিয়ে। কারণ গ্রামের বেশ কিছু মানুষের সমস্যা হয়েছে। একজন ব্যক্তির মাছ ধরা জাল হারিয়ে গিয়েছে এবং অপরজন ব্যক্তির গাছের ডাব চুরি হয়ে গিয়েছে। এমনও নানা সমস্যায় জর্জরিত পুরো গ্রামবাসী। তবে সেখানে শুধুমাত্র একটি নাম উপেক্ষা করে এক ব্যক্তির উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছিল।

তবে যে ব্যক্তির উপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল সেই ব্যক্তি মূলত সেই দোষের সাথে সংযুক্ত ছিল না। যার উপর বিচার প্রয়োগ করা হয়েছিল সেই ব্যক্তি প্রমাণ দেখতে চাইলে কেউ প্রমাণ দিতে পারে না। অবশেষে বিচার প্রধান জানিয়ে দেয় যদি তার প্রতি তাদের অভিযোগ থাকে তাহলে প্রমাণ দিলেই তার বিচার করা হবে অন্যথায় এখানে সালিশ শেষ করা হয়েছিল।

Screenshot_20241011_071630_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

কমল দে নামে গ্রামে একজন শিক্ষিত যুবক ছিল। সে একই গ্রামের মোড়লের মেয়ের সাথে প্রেম করতো। মেয়ের নাম ছিল শিউলি। যখন শিউলি ও কমল দে রাস্তার মাঝখানে রাতে গল্প করছিল তখন কে জানি তাদেরকে চুপিচুপি দেখছিল এবং তাদেরকে ভয় দেখিয়েছিল। সেখানে নন্দ দুলাল উপস্থিত না থাকলেও তার ওপর দোষ দেওয়া হয়েছিল এবং কমল দে নন্দকে অন্যায় ভাবে গালিগালাজ করেছিল।

কমল দিয়েছিল গ্রামের একজন শিক্ষিত যুবক। তাই গ্রামের সবাইকে সে ছোট করে দেখতে। এক পর্যায়ে কমল দে নন্দর মায়ের কাছে গিয়েছিল এবং নন্দন নামে বিভিন্ন বিচার দিয়েছিল। যেগুলো সবগুলো ছিল মিথ্যা।

অবশেষে কমল দে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সে একটা ভালো চাকরি করবে বলে গ্রাম ত্যাগ করেছিল গ্রামের সকলের কাছে বিদায় নিয়ে। এদিকে নাটকের প্রধান অভিনেত্রী শিউলির মন অনেক খারাপ ছিল। কারণ ইতিপূর্বেই শিউলিকে ছেড়ে কমল দে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

কমল দে ও শিউলির মাঝে প্রেম চলছে খুব ভালোভাবে। তারা ফোনে প্রতিনিয়ত কথা বলছে এবং তাদের আলাপ চলছে সব সময়।

Screenshot_20241011_071733_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

কমল দে ও শিউলির প্রেম এখন বেশ ভালোভাবে জমে উঠেছে। শিউলি সিদ্ধান্ত নিয়েছে সে খুব শীঘ্রই কমল এর কাছে চলে যাবে। কিন্তু কিভাবে যাবে এবং সেই শহরের রাস্তা চিনে না তাই সে নন্দর কাছে গিয়ে সাহায্যের জন্য আবেদন করেছিল।

কিন্তু নন্দ জানিয়ে দিয়েছিল, গ্রামের মানুষ এমনিতেই তাকে খারাপ চোখে দেখে। তাই সে আর কখনো কোন দোষের ভাগ নিতে চায় না। নন্দ দুলাল জানিয়ে দিয়েছিল সে শিউলিকে কোনভাবেই সাহায্য করতে পারবে না। কিন্তু শিউলি নন্দকে এমন ভাবে অনুরোধ করেছিল এক পর্যায়ে নন্দ তাকে সাহায্য না করে থাকতে পারছিল না এবং সাহায্য করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল।

Screenshot_20241011_071752_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

দুইদিন পর ঘটনা, শিউলি এবং নন্দ রাতের আঁধারে কমল এর কাছে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারা যথা সময়ে শহরে পৌঁছে গিয়েছিল এবং তারা প্লাটফর্মে কমল দা এর জন্য অপেক্ষা করছিল। কিন্তু এখন কমল চাকরির কাজে অনেক বিজি এবং শিউলির ফোন ধরার জন্য যথেষ্ট সময় ছিল না তার হাতে। এদিকে প্লাটফর্মে শিউলি ও নন্দ দুলাল বসে কমলের জন্য অপেক্ষা করছিল।

এদিকে শিউলির বাবা নন্দ দুলালের বাড়িতে গিয়েছিল এবং নন্দ দুলালের মাকে অনেক বাজে ভাবে বকাবকি করেছিল।

Screenshot_20241011_071805_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

যেহেতু তারা দুইজনে প্লাটফর্মে বসে আছে এবং অপরদিকে কমল দা তাদেরকে রিসিভ করতে আসেনি এমনকি ফোন পর্যন্ত রিসিভ করছে না এটা খুবই খারাপ একটি মুহূর্ত ছিল তাদের জন্য। সে কারণে নায়িকা শিউলি সিদ্ধান্ত গ্রহণ করেছিল যেহেতু সে বাসা থেকে বের হয়েছে এবং তার বদনাম হয়েছে তাই সে নন্দ দুলাল কে বিয়ে করবে।

নন্দ দুলাল কিন্তু মনে মনে রাজি ছিল। এক পর্যায়ে তাদের দুজনের সিদ্ধান্ত ক্রমে তাদের বিয়ে হয়ে গিয়েছিল। নন্দ দুলাল শিউলিকে জানিয়েছিল, এতদিন দোষ না করে যখন দোষের ভাগ নিয়েছি তাই আজকে দোষ করেই দোষের ভাগ নিলাম। বিষয়টি কেমন হলো?

এরপর তারা বাসায় ফিরে গিয়েছিল এবং আমরা নাটকের এখানেই শেষ অংশ দেখতে সক্ষম হয়েছিলাম।

ব্যক্তিগত মতামত

নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি মনে করি মানুষের নামের মাঝে কোন সমস্যা থাকতে পারে না। শুধুমাত্র একটি নাম উপেক্ষা করে মানুষকে কখনোই দোষ দেওয়া উচিত নয়। আর কাউকে যদি কখনো দোষ দিতে হয় তাহলে সেই দোষের যথাযথ প্রমাণ থাকা চাই।

আমরা ঠিক নাটকে যেমনটি দেখেছি, শুধুমাত্র একজন মানুষের নাম নন্দ , গ্রামের মানুষের মুখের কথা , যত দোষ নন্দ ঘোষ?? আসলে কি বিষয়টি এমন। আসলে মানুষের নামের ভেতরে কোন স্বভাব থাকে না। তাই কাউকে অন্যায় ভাবে মিথ্যা অপবাদ দেওয়া কখনোই ঠিক না।

ব্যক্তিগত রেটিং

০৮/১০

নাটকটির লিংক


abb.gif


Amarbanglablog Discord server link



ezgif.com-video-to-gif (6).gif

আমি

আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

kind regards

20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 3 months ago 

অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার চমৎকার এই নাটকের ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে। অজানা একটি নাটক সম্পর্কে অনেক ধারণা পেয়ে গেলাম। সুযোগ করে নাটকটা দেখার চেষ্টা করবো আমি।

 3 months ago 

আমরা সবাই বিনোদন পছন্দ করে থাকি। আর নাটক বিনোদনের অন্যতম অংশ। তবে শুধু যে বিনোদন তাই নয় নাটকের মধ্যে প্রেম ভালোবাসা সহ অনেক শিক্ষনীয় বিষয় লক্ষ্য করি। আপনার রিভিউ করা নাটকটা ঠিক তেমনি একটা ভালো লাগার ছিল। নাটকটা আমি কোনদিন দেখিনি কিভাবে দেখার সুযোগ পেলাম।

 3 months ago 

নন্দ নাটকটার রিভিউ আপনি অনেক সুন্দর করে তুলে ধরেছেন। আমার কাছে পুরো রিভিউটা অনেক ভালো লেগেছে পড়তে। আসলে সমাজের মানুষগুলোই এরকম। কার দোষ কোন দিক দিয়ে ধরবে শুধু এটাই তারা খুঁজে বেড়ায় প্রতিনিয়ত। যার নাম তার কাছে, এর দ্বারা দোষের কিছু তো বোঝায় না। তবুও তারা এগুলোর পেছনে লেগে থাকে। অনেক সুন্দর একটা বিষয় তুলে ধরা হয়েছে এই নাটকে।

 3 months ago 

একদম ঠিক বলেছেন। আমাদের এই সমাজে এখন এটা একটা স্বাভাবিক বিষয়। নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়া এটা আমাদের স্বভাবে দাঁড়িয়েছে।

যাইহোক নাটকটি রিভিউ পড়েছেন তার জন্য ধন্যবাদ।

 3 months ago 

আজ আপনি যে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, এই নাটকটা আমি দেখেছিলাম। আর আমার কাছে তো তখন অনেক ভালো লেগেছিল নাটকটা দেখতে। আর আজকে আপনি নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই নাটকের কাহিনীটাকে রিভিউর মাধ্যমে সবার মাঝে তুলে ধরার জন্য।

 3 months ago 

আসলে ভাই গ্রামের এমন নাটক গুলো আমারও অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে হুমায়ূন আহমেদি নাটকগুলো আমি দেখে থাকি অনেক বেশি। নাটক তো আপনি ইতিপূর্বেই উপভোগ করেছেন এবং আবারও রিভিউ উপভোগ করলেন। ধন্যবাদ ভাই

 3 months ago 

নাটকের নামটাও বেশ সুন্দর এবং নাটকের গল্পটাও বেশ সুন্দর। যদিও নাটকটা আগে কখনো দেখা হয়নি তবে আপনার রিভিউ এর মাধ্যমে পুরো কাহিনীটা জেনে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি পুরো রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকটা সময় করে দেখার চেষ্টা করব। রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করবেন। বেশ ভালো এবং গ্রাম্য পরিবেশের নাটক। গ্রামের মানুষের নাটক দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 102052.58
ETH 3278.44
SBD 4.96