অবসর

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অবসর সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-2027351_1280.webp



লিংক


এই পৃথিবীটা হলে একটা কর্মযজ্ঞ। যে কর্মযজ্ঞে আপনাকে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বিভিন্ন কাজের প্রতি তেমন একটা বেশি দক্ষতা ছিল না। আর যতই আমরা পৃথিবীটাকে চিনতে শুরু করলাম এবং আমাদের কাজের দক্ষতা বৃদ্ধি পেতে লাগলো ততই কিন্তু আমরা বিভিন্ন কাজের দিকে ঝুঁকে পড়লাম। আসলে কিছু কিছু মানুষের কাছে তার শৈশব কালটা অনেক বেশি ভালো লাগে। কেননা সে সকালে তাদের এত বেশি চিন্তা ভাবনা কখনো থাকেনা। আর তারা মন প্রাণ খুলে সবার সঙ্গে মেলামেশা করে এবং বিভিন্ন ধরনের খেলা করে। আর একটা মানুষ যখন আস্তে আস্তে বড় হয়ে পুরো সংসারের ভারটা তার উপরে এসে পড়ে তখন সে বিভিন্ন কাজের জন্য চারিদিকে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে।


আর এভাবে কাজ করতে করতে একদিন তারাও কিন্তু দুর্বল হয়ে যায়। অর্থাৎ মানুষের বয়স হয়ে যাওয়ার পর মানুষের কর্মক্ষমতা কমে যায় এবং এর ফলে তারা কিন্তু অবসর নেয় জীবনের কর্ম থেকে। তাদের দ্বারা এই পৃথিবীতে আর কোন কাজ করার মত ক্ষমতা তাদের আর থাকে না। আর তারা এই পৃথিবীতে অচল হয়ে যায়। আসলে এই অবসর জীবনটা একটা মানুষের জীবনে সবথেকে একটা কঠিন সময়। কেননা মানুষ যখন কাজের ভিতরে মনোনিবেশ করে তখন তার মন ভালো থাকে এবং শরীরও ভালো থাকে। আসলে কাজ করার সময় আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিতি লাভ করি এবং তাদের সাথে বিভিন্ন ধরনের বন্ধুত্বসুলভ আচরণ করে থাকি। কিন্তু আস্তে আস্তে আমরা যখন অবসর গ্রহণ করি তখন আমাদের জীবন থেকে আমাদের সেই বন্ধুগুলো দূরে সরে যায়।


এছাড়াও একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে যারা অবসরপ্রাপ্ত লোক তাদেরকে কিন্তু পরিবার অথবা সমাজের লোকরা তেমন একটা বেশি আর সম্মান করে না। আসলে এই জিনিসটা একটা চিরন্তন সত্য জিনিস। কেননা আপনি পৃথিবীতে যতদিন কাজকর্ম করে যেতে পারবেন ততদিন আপনাকে লোকজন ভালবাসবে এবং সম্মান করবে। এছাড়াও আপনার কাছে যদি প্রচুর পরিমাণে অর্থ থাকে তাহলে আপনাকে আপনার অর্থের দ্বারা কিন্তু লোকজন ভালোবাসবে এবং সম্মান করবে। কিন্তু আপনার কাছে যদি কাজ এবং অর্থ এই দুটোর কিছুই না থাকে তাহলে কিন্তু লোকজন আপনাকে আর কখনো সম্মান করবে না। আসলে এই অবসরের সময়টা সবার জীবনের সবথেকে একটা কঠিন সময় পার করে। কেননা এই সময়ে সুখ-দুঃখের কোন লোক পাশে থাকে না।


আর আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে যারা কর্ম থেকে অবসর গ্রহণ করেছে তারা কিন্তু খুব দ্রুত অসুস্থ হয়ে গিয়েছে। কেননা এসব মানুষগুলো আগে কাজের ক্ষেত্রে বিভিন্ন লোকের সাথে পরিচিতি লাভ করতো এবং তাদের সাথে বিভিন্ন ধরনের আনন্দ এবং সুখের মুহূর্ত কাটাতো। আসলে মানুষ যখন তার সেই আনন্দের দিনগুলোর কথা মনে পড়ে কষ্ট পায় তখন সে আরো বেশি দুর্বল মনে করে নিজেকে। তাইতো আমাদের পরিবারে যারা অবসর গ্রহণ করে তাদের সাথে আমাদের ভালো সময় কাটানো উচিত এবং তাদেরকে আমরা যাতে কোন কষ্ট না দেই সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। কেননা এই সময়টা তারা অনেক বেশি সেনসিটিভ হয়। আর আমরা তাদের সাথে যত ধরনের ভালো আচরণ করব ততই কিন্তু তাদের আয়ু ততো বৃদ্ধি পাবে। তাইতো অবসরপ্রাপ্ত লোকেদের আমাদের সম্মান করা উচিত।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23