যদি ভুলে যায় !
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে প্রচন্ড ভয় হয়। আসলে ভয় হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে অন্যতম হলো এই যে আমাদের প্রিয় মানুষেরা তারা যদি আমাদের ভুলে যায়, তারা যদি আমাদের পাশ থেকে সরে যায়। তাহলে কি হবে? কেমন হবে? এই ব্যাপারগুলো যেনো ভাবলেও মনটা ভয়ে আঁতকে উঠে।এই চিন্তাগুলো করার যথেষ্ট কারণ রয়েছে। এই চিন্তাগুলো করার কারণ হলো আসলে আমরা আমাদের প্রিয় মানুষ আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসি। আর সাধারণত আপনি যাকে অনেক বেশি ভালোবাসেন। তাকে হারানোর একটি কষ্ট আপনাদের থেকেই যাবে।
তাই মাঝেমধ্যে খুব ভয় হয়। কারণ এই যে আমাদের প্রিয়জনেরা যাদের নিয়েই আমাদের এই জীবন, যাদের নিয়েই এত চিন্তা। তারা যদি আমাদের ভুলে যায় তাহলে কি হবে। কারণ আমায় আশেপাশে এমন অনেক মানুষকে দেখেছি যারা সত্যিই তাদের প্রিয় মানুষদের ভুলে যায়, দূরে ঠেলে দেয়। সময়ের সাথে সাথে ভালোবাসাটা মলিন হয়ে যায়।
আসলে আমাদের মনের মধ্যে তাদেরকে হারিয়ে ফেলার ভয় সব সময় জেগে থাকে। তার কারণ হলো, আমরা তাদের ভালোবাসি আর তার চেয়েও বড় কথা হলো -আমরা তাদের ছাড়া আমাদের জীবন পরিচালনা করা ভাবতেই পারি না। কিন্তু আমার মনে হয় আমাদের কিছুটা হলেও একা চলতে শেখা উচিত। কারণ এইটা একা চলতে না শিখলে কখনো যদি এই প্রিয় মানুষেরা ভুলে যায়, আমাদেরকে যদি দূরে ঠেলে দেয়। তখন আমরা একেবারেই নিঃস্ব হয়ে যায়। আসলে মাঝেমধ্যে অবসর সময়ে এই ধরনের নানান কথা মনের মাঝে উঁকি দেয়। সেই কথাগুলো হয়তো অনেকটা বাস্তব। আবার অনেকটা হয়তো অবাস্তব। কিন্তু আমার মনে হয় যে ভালোবাসার মানুষগুলো না হারানো টাই ভাগ্যের ব্যাপার।
প্রিয় মানুষেরা সব সময় যে কাছে থাকবে মনের ভিতরে জায়গা করে নেবে এমনটা হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রিয় মানুষগুলো কষ্ট দিয়েই দূরে চলে যায়। যেটা আসলে কল্পনায় আনাও যায় না। কিন্তু এটা বাস্তবে পরিণত হয়ে যায়। এরকম ভাবনা-চিন্তা মাথায় আসলে তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো। খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন।