মানুষের চাওয়ার কোন শেষ নেই

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের চাওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


girl-948246_1280.jpg


লিংক

আসলে মানুষ যে কি রকম তা কিন্তু আমরা কখনো বুঝতে পারি না। কেননা এই পৃথিবীতে আমরা এক একজন মানুষকে এক এক ধরনের দেখতে পাই। আর এইসব মানুষের চাওয়ার কোন শেষ নেই। আপনি একজন মানুষকে যত দেবেন সে মানুষ কিন্তু তত আপনার কাছে চাইবে। আসলে আপনি শুধুমাত্র দিয়ে যাবেন এবং সে শুধুমাত্র নিয়ে যাবে। এর বিনিময়ে এসে আপনার কাছে কখনো কোনো কিছু দেবে না এবং যখন আপনার কাছ থেকে তার স্বার্থ শেষ হয়ে যাবে তখন সে দূরে সরে যাবে। আসলে এই পৃথিবীটা একটা আশ্চর্য ধরনের জায়গা। আপনি দিতে পারলে তো ভালো এবং না দিতে পারলে আপনি কিন্তু খারাপ। মানুষ সামান্য পরিশ্রম করে যে জীবনে অর্থ উপার্জন করা যায় সেসব চেষ্টা কখনো তারা করে না। যতক্ষণ পারে তারা শুধুমাত্র বসে বসে দিন কাটায়।


আসলে যারা শুধুমাত্র মানুষদের দিয়ে যায় এখানে কিন্তু আমি তাদের দোষ ধরবো। কেননা তারাই কিন্তু এসব মানুষদেরকে অলস হিসেবে সৃষ্টি করে। কেননা তারা সবসময় এসব মানুষদের যেহেতু দিয়ে যায় তাই এইসব মানুষেরা আর কোন কাজকর্ম করার প্রয়োজন বোধ করে না। আসলে এজন্যই আমি এসব মানুষদের দোষ দিয়েছে এখানে। এছাড়াও আমরা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের মানুষকে দেখতে পাই। এসব মানুষেরা সবসময় মানুষের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে। অর্থাৎ এদেরকে আমরা ভিক্ষুক হিসেবে আখ্যায়িত করি। আসলে এই সব ভিক্ষুকদের মধ্যে অনেক ভিক্ষুক রয়েছে যারা কিনা একজন পূর্ণাঙ্গ ব্যক্তি এবং তাদের মধ্যে কাজ করার ক্ষমতা রয়েছে। কিন্তু সেসব ব্যক্তিরা এসব কর্ম করে জীবনে অর্থ উপার্জন করার মত মন মানসিকতা কখনোই রাখে না। তারা শুধুমাত্র ভিক্ষা করে জীবন চালাতে চায়।


আসলে এখানে কিন্তু আমাদের দোষ। কেননা আমরা যদি এইসব লোক এদেরকে ভিক্ষা না দিয়ে শুধুমাত্র কাজ দিয়ে থাকি তাহলে কিন্তু তারা পরিশ্রমী হতে বাধ্য থাকবে। তাইতো আমার সকলের কাছে অনুরোধ সমাজে যেসব ভিক্ষুক রয়েছে যারা কর্মক্ষম ব্যক্তি তাদেরকে কখনো ভিক্ষা দেবেন না। কেননা তাদের চাওয়ার কোন শেষ নেই। আপনি যতই দিতে থাকবেন সেসব মানুষেরা ততই নিতে থাকবে। আর এই জন্য আমাদের এইসব মানুষদেরকে ভিক্ষা দেওয়া বন্ধ করে দিতে হবে। এছাড়াও যেসব মানুষের সাহায্যের প্রয়োজন সে সব মানুষকে তো অবশ্যই সাহায্য করতে হবে। কিন্তু এমন নয় যে আমরা শুধুমাত্র তাদের সাহায্য করে যাব এবং তারা শুধুমাত্র বসে বসে সাহায্য নিয়ে যাবে। এখানে দুজনের অবদান থাকতে হবে। কেননা সেও যদি তার এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা না করে তাহলে কিন্তু এখানে কখনোই সেই ব্যক্তির চাহিদা কখনো শেষ হবে না।


আর এজন্য আমরা যতই মানুষকে দেবো ততই কিন্তু তারা নিতে চাইবে। তাইতো প্রয়োজন ছাড়া আমরা কোন মানুষকে তেমন কোন সাহায্য করব না। যদিও এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে যাদের অবশ্যই সাহায্যের প্রয়োজন হয়। আসলে আমরা যদি সেইসব ব্যক্তিদেরকে সাহায্য করতে পারি তাহলে কিন্তু আমরা এই সমাজের একটা সুন্দর জায়গা গঠন করতে। তাইতো আমাদের সব সময় মানুষকে বুঝে শুনে সাহায্য করার প্রয়োজন। আসলে এভাবে আমরা সমাজটাকে এমন একটা সমাজে রূপান্তরিত করতে পারব যেখানে সবাই মিলে কঠোর পরিশ্রম করবে এবং কেউ অলসভাবে দিন যাপন করবে না। আসলে কিছু কিছু ব্যক্তিরা সারাজীবন মানুষের কাছ থেকে পেতেই ভালো লাগে কোন কিছু কখনো দিতে ভালো লাগে না। আর এইসব লোকেদেরকে সবসময় এড়িয়ে চলা উচিত।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.032
BTC 97349.15
ETH 2738.95
USDT 1.00
SBD 2.97