বাঁচার অধিকার পৃথিবীতে সবার আছে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বাঁচার অধিকার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


expressions-francaises-1300642_1280.webp



লিংক

আসলে এই পৃথিবীতে যখন সৃষ্টি হয়েছে তখন কালের বিবর্তনে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের জীবজন্তুর এর আগমন ঘটেছে। আসলে এই পৃথিবীতে মানুষ আজ সর্বত্র স্থানে অবস্থান করছে এর কারণ হলো অন্যান্য প্রাণী অপেক্ষা মানুষের বুদ্ধি অনেক বেশি। আসলে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলার এই একটা মাত্রই কারণ। এছাড়াও মানুষের মত এমন ভালো আচরণ আর অন্যান্য প্রাণীরা হয়তোবা করতে পারে না। এছাড়াও মানুষ সবসময় এক জায়গায় দলবদ্ধভাবে বসবাস করার চেষ্টা করে এবং একে অন্যের সহযোগিতা করার চেষ্টা করেন। এছাড়াও অন্য কোন ভয়ঙ্কর জীবজন্তুর যদি মানুষদের আক্রমণ করে তখন এই মানুষেরা সবাই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করেন। আসলে এই পৃথিবীতে মানুষের যেমন বাঁচার অধিকার রয়েছে তেমনি অন্যান্য প্রাণীদেরও এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে।


আসলে অন্যান্য প্রাণীরা যদি মানুষের থেকে অধিক বুদ্ধিসম্পন্ন হতো তাহলে কিন্তু তারা এই পৃথিবীতে সর্বত্র বিরাজ করতো এবং সারা পৃথিবীটা তাদের শাসনে থাকতো। আসলে এখানে আমি আমাদের চারিপাশে বসবাসকারী যে সকল প্রাণী রয়েছে সেসব প্রাণীদের কথা বলছি। কেননা মানুষ এখন এতটাই নিচু জায়গা নেমে গেছে যে মানুষ এখন মানুষের সাথে হিংস্র প্রাণী থেকেও অনেক বেশি খারাপ আচরণ করে এবং তারা সবসময় একে অন্যের ক্ষতি করার জন্য চেষ্টা করে। আসলে মানুষ যেভাবে মানুষের ক্ষতি করে এবং একটা মানুষ একটা মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করে না এটা কিন্তু মানুষের কখনো বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। আসলে এই পৃথিবীতে আমরা যদি সবাই একটা সুন্দর পরিবেশ গঠন করতে পারি তাহলে শুধুমাত্র মানুষ নয় মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীরাও আরামে বসবাস করতে পারবে।


আসলে যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষের মন মানসিকতার পরিবর্তন হচ্ছে এবং মানুষ তাদের নিজেদের বাসস্থান ধ্বংস করে ফেলছে এবং একই সাথে বিভিন্ন প্রাণীদের বাসস্থান ধ্বংস করে ফেলছে। আসলে মানুষের যত দিন যাচ্ছে ততই কেমন যেন মানুষের বুদ্ধি লোভ পাচ্ছে। আসলে মানুষের এরকম আচরণ আমরা কখনো কল্পনাও করতে পারিনা। আরেকটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে আমাদের চারিপাশে যে সকল প্রাণীরা বসবাস করে তাদের উপর মানুষেরা বিভিন্নভাবে নির্যাতন করে। আসলে তারা কিন্তু মানুষের কোন ধরনের ক্ষতি করে না বরং তারা সবসময় অন্যান্য ক্ষেত্রে মানুষদের উপকার করার চেষ্টা করে। কিন্তু মানুষ অনেকটা এখন বিশ্বাসঘাতক টাইপের হয়ে গেছে। কেননা মানুষ সেই সব প্রাণীদের উপকারের কথা আর কখনো মনে রাখে না।


আসলে এই পৃথিবীতে যেমন বাঁচার অধিকার সবার রয়েছে তেমনি এসব অবলা প্রাণীদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। আর আমাদের একটা জিনিস সব সময় ভাবতে হবে যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সকল জীবজন্তুর এবং প্রাণীদের প্রয়োজন হয়। আসলে পৃথিবী থেকে যদি কোন একটা জিনিস বিলুপ্ত হয়ে যায় তাহলে এর ফলে কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কেননা আমরা বাস্তুসংস্থান সম্পর্কে পাঠ্যপুস্তকে এর আগে আমরা ধারণা পেয়েছি। আর এই জন্য আমরা সব সময় একটা নতুন পৃথিবী গঠন করার চেষ্টা করব যেখানে সকল প্রাণীদের বেঁচে থাকার অধিকার রয়েছে এবং সবাই যাতে আরামে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আমাদের সবসময় চেষ্টা রাখতে হবে যাতে করে পরিবেশটা নষ্ট না হয়ে যায়। আর এর ফলে আমরা একটা সুন্দর পৃথিবী পুনরায় গড়তে পারব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 14 hours ago 

সুন্দর পৃথিবী গড়ার জন্য আমাদের প্রত্যেকের উচিত স্রষ্টার সকল সৃষ্টিকে যথাবিহিত স্নেহ এবং সহানুভূতিমূলক আচরণ করতে হবে। অবশ্যই ঠিক বলেছেন বুদ্ধির কারণে এবং আচরণের দিক থেকে মানুষকে সৃষ্টির সেরা জীব বলে বিবেচিত করা হয়েছে। কিন্তু তথাকথিত কিছু মানুষ এর জন্যই মনে হচ্ছে মানুষের বুদ্ধি আসলেই লোপ পেয়ে যাচ্ছে। এসকল নিম্নমানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবেই আমরা সুন্দর একটি পরিবেশ পাবো।

 9 hours ago 

সুন্দর এই পৃথিবীটা মানুষ পশু পাখির ফুল ফল গাছপালা দিয়ে সাজানো। এই জন্যই সুন্দরভাবে গড়ে উঠেছে আমাদের এই মনোরম পৃথিবীর পরিবেশ। তাই আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে চোখের সামনে অসহায় কোন প্রাণীর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। অকারনে কারোর প্রতি নির্বিচার করা যাবে না। সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাদের।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 105311.57
ETH 3255.05
SBD 5.15