কি অসম্ভব নিশ্চুপতায় আমি!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে। যে পরিস্থিতিগুলোতে আসলে আমাদের এমন কিছু ব্যাপার ঘটে। অর্থাৎ আমাদের মধ্যে এমন কিছু বদল আসে। যে বদলগুলো খালি চোখে কখনো দেখা যায় না। শুধুমাত্র তারাই সেই বদলগুলো ধরতে পারে। যারা আসল অর্থেই আমাদেরকে ভালবাসে, আমাদের খেয়াল রাখে কিংবা আমাদের আসলে চিন্তা তাদের মনের মধ্যে থাকে।

অর্থাৎ এমন অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলোর সাথে আসলে নিজেকে মানিয়ে নেওয়া কিংবা ঘটনাগুলো মেনে নেওয়া একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য। কারণ আমাদের মন-মানসিকতার সাথে আসলে অনেক কিছু যখন মেলে না। তখন সেই ব্যাপারগুলো মেনে নেওয়া খানিকটা কষ্ট হয়ে যায়। অর্থাৎ আমি বলতে চাইছি, আমরা অনেক সময় অনেক কিছু নিয়েই রাগ দেখাই, আনন্দ দেখাই। যেগুলো একটা সাধারন মানুষের কাজ। কিন্তু এমন অনেক সময় ঘটেছে দেখবেন যে, আপনার মনে অভিমান এতো বেশি বাসা বেঁধেছে যে আপনি চাইলেও সেই অভিমান থেকে আর বের হতে পারছেন না এবং ওই অভিমান আসলে যেনো অনেক সময় একেবারে নিষ্ঠুরতায় রূপ দেয়। অর্থাৎ আপনি হয়তো অনেক কিছু বলতে চান কিংবা আপনার অনেক কিছু বলার থাকে।

কিন্তু ওই বলা আর হয়ে উঠে না। আর বলা হয়ে ওঠে না তার কারণ হলো অভিমান এমন সময় আসলে আর কোনো কিছুই আমাদেরকে বলতে দেয় না। কারণ অভিমান এতোটাই গাঢ় হয়ে যায় যে, সেটা নিজে নিজেই ঘুমরে ঘুমরে কেঁদে মরে। আসলে এই অভিমানের পাঠ কাউকে যেনো পড়তে না হয়। কারণ এই অভিমানের ভেলায় যে ভেসেছে, তার জীবন বারবার বিধ্বস্ত হয়েছে।

ABB.gif

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67