পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়েলস ম্যাচের রিভিউ

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত পরশুদিন আইপিএলের ৬৫ নম্বর ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়েলস। টসে জিতে পাঞ্জাব কিংস বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে রাজস্থান রয়েলছের শুরুটা একেবারেই ভালো হয়নি। তারা শুরু থেকেই কয়েকটি উইকেট হারিয়ে ফেলে। সেই সাথে তাদের রানের গতিও ছিল অনেক স্লো। তারা সাত ওভারে মাত্র ৪২ রানে তিন উইকেট হারানোর পরে রিয়ান পরাগ এবং আশ্বিন মিলে ৫০ রানের একটি জুটি গড়ে তোলেন।


Screenshot_20240517_225032.jpg

স্ক্রিনশট নেওয়া হয়েছে Omega Tech চ্যানেল থেকে

তারপর আবার শুরু হয় তাদের আসা-যাওয়ার মিছিল। যদিও একদিকে রিয়ান পরাগ চেষ্টা করেছিলেন ভালো কিছু করার জন্য। কিন্তু রিয়ান পরাগ বাদে রাজস্থান রয়েলসের আর কোন ব্যাটসম্যান সেদিন বড় কোনো স্কোর করতে পারেনি। যার ফলে বিশ ওভার শেষে রাজস্থান রয়েলস ৯ উইকেটে মাত্র ১৪৪ রান করতে সমর্থ হয়। রিয়ান পরাগ ৩৪ বলে ৪৮ রান করেন। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস এর জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৪৫ রানের। এদিন পাঞ্জাব কিংসের বোলাররা অত্যন্ত ভালো বোলিং করেন।


জবাবে ব্যাটিং করতে নেমে পাঞ্জাব কিংস এর ব্যাটিংও খুব একটা ভালো হয়নি। আট ওভার মাত্র ৪৮ রান করতে তারা চার উইকেট হারিয়ে বসে। কিন্তু এদিন স্যাম কারেন দারুন ব্যাটিং করে পাঞ্জাব কিংসকে জয়ের বন্দরে পৌঁছে দেন। স্যাম কারেণ এর সাথে রাইলি রুশো, জিতেশ শর্মা এবং আশুতোষ শর্মা তিনটি ছোট কিন্তু কার্যকরি ইনিংস খেলেন। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস ১৮ ওভার পাঁচ বলে পাঁচ উইকেট হাতে রেখেই তাদের লক্ষ্যে পৌঁছে যায়। এদিন স্যাম কারেন ৪৩ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। স্যাম কারেন তার দুর্দান্ত ইনিংসের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এদিন রাজস্থান রয়েলসের বোলাররাও দারুণ বল করেন। কিন্তু তাদের ব্যাটসম্যানেরা স্কোরবোর্ডে ম্যাচ জেতার মতো যথেষ্ট রান জড়ো করতে ব্যর্থ হয়। যার ফলে ম্যাচটা পাঞ্জাব কিংস খুব সহজেই জিতে যায়। এই ধরনের ম্যাচ দেখে আসলে খুব একটা মজা পাওয়া যায় না। তাই আশা করবো এরপর থেকে আইপিএলের ম্যাচগুলো আরো বেশি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53912.73
ETH 2234.17
USDT 1.00
SBD 2.30