সকল কাজের ধৈর্য রাখতে হবে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ধৈর্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


magic-cube-1976725_1280.jpg



লিংক

আসলে ধৈর্য সকলের ভিতর কখনো থাকে। আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখেছি যে এই পৃথিবীতে যারা আজ উন্নতির সর্ব শিখরে পৌঁছে গেছে তাদের ভিতরে সবথেকে ধৈর্য বেশি রয়েছে। কেননা যে মানুষের ভিতরে ধৈর্য নেই সেই মানুষ কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তাদের পরাজয় স্বীকার করতে হয়। আসলে জীবনে পরাজিত হতে হতে এসব মানুষদের জীবনে আর কখনো সফলতা আসতে পারে না। তাইতো আমাদের প্রত্যেকটা কাজের অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আসলে যারা সব সময় তাড়াহুড়ো করে কাজ করে তাদের দ্বারা সকল কাজ সবসময় সঠিকভাবে সম্পন্ন হয় না। কেননা যদি দ্রুতভাবে আমরা কোন কাজ সম্পন্ন করতে চাই তাহলে সেই কাজ সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করার মত মোটেও কোনো সময় থাকবে না। আর এর ফলে কাজটি সঠিক ভাবে ঠিকঠাক হবে না।


কিন্তু আমরা যদি ধৈর্য সহকারে কোন কাজ করার আগে চিন্তা ভাবনা করে সেই কাজটি করতে পারি এবং ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে সেই কাজটি আমাদের দ্বারা সঠিকভাবে সম্পন্ন হবে। এই পৃথিবীতে সকল কাজ একবারে সম্পন্ন হবে এমন কোন কথা নেই। কেননা কঠিন কঠিন কাজগুলো আমাদের বারবার চেষ্টার ফলে সম্পন্ন হয়। আর এজন্য আমরা যখন কোন কাজে বারবার পরাজিত হব তখন আমরা কিন্তু আমাদের ধৈর্যকে কখনো নষ্ট করলে চলবে না। আসলে ধৈর্য ধরে সেই কাজটি বারবার করার চেষ্টা করতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে। কেননা আমরা যদি ধৈর্য সহকারে কোন কিছু চিন্তা ভাবনা করতে না পারি তাহলে সেই কাজ সম্পর্কে আমরা ভাল কোন ধারণা অর্জন করতে পারবোনা এবং সেই কাজে আমরা পরবর্তীতে আবারো পরাজয় বরণ করতে হবে।


আর এজন্য আমাদের একটা বিষয়ে সবসময় লক্ষ্য রাখতে হবে যে সকল কাজের আগে আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ নিজেকে নিজের মতো করে ধৈর্যশীল তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। আসলে চেষ্টা না করলে এই পৃথিবীতে কোন কিছুই যেমন সম্ভব নয় তেমনি ধৈর্য না ধরে আমরা যদি কোন কিছু করতে যাই তাহলে সেই জিনিসগুলো কখনো সঠিকভাবে সম্পন্ন হওয়া মোটেও সম্ভব নয়। এজন্য আমাদের চিন্তাভাবনা অন্যান্য মানুষদের চিন্তা ভাবনা থেকে সবসময় আলাদা রাখতে হবে। আসলে সব থেকে ভালো একটা বিষয় হয় যে আমরা যদি উদাহরণ হিসেবে পৃথিবীতে জ্ঞানী লোকেদের দেখতে পারি অর্থাৎ যারা জীবনে সফলতা অর্জন করেছে তাদের দেখে শিক্ষা নিতে পারি তাহলে কিন্তু সেটি সহজ হবে আমাদের জন্য। কারণ সেই জিনিসটা আমরা আমাদের চোখের সামনে অবশ্যই দেখতে পাচ্ছি।


আর এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং প্রত্যেকটা কাজ সব সময় ধৈর্য নিয়ে করার চেষ্টা করতে হবে।এছাড়াও আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের এই পৃথিবীতে এসে বিভিন্ন ধরনের যেহেতু সমস্যার সম্মুখীন হতে হবে এজন্য তাদের আগে থেকে প্রস্তুত করতে হবে এবং তাদেরকেও অবশ্যই ধৈর্যশীল হওয়ার জন্য সব সময় বোঝাতে হবে। কেননা একটা শিশুর শেখার বয়স হল তার শৈশবকাল। আর আমরা যদি তার শৈশবকালে তাদের ধৈর্যশীল করতে পারি তাহলে তারাই কিন্তু জীবনে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে এবং কোন কিছু তাদেরকে আর কখনো আটকে রাখতে পারবে না। আর এজন্য আমরা সব সময় সকল কাজ ধৈর্য নিয়ে করার চেষ্টা করব এবং কোন কাজে যদি বারবার হেরে যায় তাহলে সেই কাজে মনোবল না ভেঙে ধৈর্য সহকারে চালিয়ে দেওয়ার চেষ্টা করব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 23 hours ago 

এটা সত্যি বলেছেন ধৈর্যশীলতা মানুষকে উন্নতির চরম পর্যায়ে পৌঁছে দিতে পারে। যে যত বেশি ধৈর্য ধরতে পারে সে তত বেশি সফলতা অর্জন করতে পারে। আমার কাছে মনে হয় ধৈর্য হলো সফলতার চাবিকাঠি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.032
BTC 84801.06
ETH 2202.33
USDT 1.00
SBD 0.68