জীবন আরাম আয়েশের নয়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবন আরাম আয়েশের নয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


success-6595539_1280.webp



লিংক

আমার কাছে মনে হয় যে এই জীবনটা একটা বড় যুদ্ধক্ষেত্র। যেখানে আমরা সব সময় বিভিন্ন যুদ্ধে লিপ্ত রয়েছি। অর্থাৎ এখানে যুদ্ধ বলতে কিন্তু কাজকে বোঝানো হয়েছে। আসলে জীবনে যদি আমরা কাজ না করে শুধুমাত্র অলসের মতো জীবন যাপন করি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারবোনা এবং আমাদের জীবনে কখনো সুখ শান্তি ফিরে আসবে না। আর এই পৃথিবীতে যারা আরাম-আয়েশে দিন কাটায় তাদের জীবনে কখনো সুখ আসতে পারে না। এখানে কিছু কিছু ধনী শ্রেণীর লোকেদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। কারণ তাদের এত পরিমাণ অর্থ থাকে যাতে করে তাদের পরবর্তী কয়েক প্রজন্ম যদি কাজ না করে শুধু শুধু বসে থাকে তাহলে তাদের কোন ধরনের কোন ক্ষতি হয় না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে একদিন না একদিন সেই অর্থ কিন্তু শেষ হয়ে যাবে।


হয়তোবা কয়েক জেনারেশন সেই অর্থ উপভোগ করে যেতে পারবে। কিন্তু পরবর্তী জেনারেশন কিন্তু কখনো সেই অর্থ আর উপভোগ করতে পারবে না। কেননা তারা সারাজীবন দেখেছে যে তাদের পূর্ব পুরুষেরা শুধুমাত্র অর্থের অপচয় করেছে অর্থ উপার্জন না করে। আসলে তারাও কিন্তু অলস ভাবে দিনযাপন করতে চাইবে কিন্তু তখন আর তাদের কাছে কোন অর্থ থাকবে না। আর এই জন্য জীবনে আরাম আয়েশের দরকার আছে। কিন্তু সময় নষ্ট করে যদি কোন ধরনের কাজকর্ম করা হয় এবং অকাজ করে বেড়ানো হয় তাহলে এর পরে কিন্তু জীবনে অবশ্যই কষ্ট আসবে। আর এই জন্য আমাদের সবাইকে অবশ্যই সময় সম্পর্কে যথেষ্ট জ্ঞান নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলার জন্য অবশ্যই বিভিন্ন ধরনের কর্ম করতে হবে। আর আমরা যদি কর্ম করি তাহলে এ কর্মের ফলে আমাদের মন মানসিকতা সবসময় ভালো থাকবে।


আসলে আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা আরাম আয়েশ করে দিন যাপন করে তাদের শরীর স্বাস্থ্য কখনো ভালো থাকে না এবং তারা বিভিন্ন ধরনের রোগের সবসময় ভোগে। আসলে কাজের মধ্যে থাকলে মন মানসিকতা সবসময় ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে। আর যারা অলসভাবে দিন যাপন করে তাদের মন মানসিকতা কখনোই ভালো থাকে না এবং তারা কখনো অন্যের উপকার করতে এগিয়ে আসে না। তারা সব সময় অনেক ক্ষতি চিন্তা করে এবং তারা কি করে সময় কাটাবে সেটি কখনো ভেবে উঠতে পারে না। আর এজন্য আমরা সবাই অবশ্যই জীবনে আরাম আয়েশ করব কিন্তু সেটি আমাদের কাজ করার পরে। কেননা প্রথম অবস্থাতে যদি আমরা কাজকর্ম করতে পারি তাহলে পরবর্তীতে আমরা আরাম-আয়েশের দিন যাপন করতে পারব।


কেননা যারা প্রথম জীবনে কঠোর পরিশ্রম করে তারা কিন্তু পরবর্তী জীবনে অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর যারা প্রথম জীবনে আরাম আয়েশ করে তাদের শেষ জীবনটা অনেক বেশি কষ্টের যায়। আর এজন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনে কখনো এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করি। আসলে এভাবে যদি আমরা জীবনে কঠোর পরিশ্রম করে যেতে পারি এবং অন্যের সাহায্য করতে পারি তাহলে আমরা কিন্তু মনের দিক থেকে সবসময় সুখ থাকবো এবং জীবনে নিজেদের পরিবারকে একই রকম পথে চালনা করতে পারব। কেননা আমরা এ জীবনে যা করব তা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মরা আমাদের দেখে শিখে পরবর্তী জীবনে তাই করতে চেষ্টা করবে। আর পৃথিবীতে আরাম আয়েশ করে সময় নষ্ট করা মোটেও উচিত নয়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104276.64
ETH 3847.01
SBD 3.34