দৈনন্দিন জীবনের ঘটনা। পর্ব: ১৩

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দৈনন্দিন জীবনের ঘটনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমাদের জীবনে সব সময় প্রতিদিন কিছু না কিছু জিনিসের সাথে আমরা সব সময় সম্মুখীন হয়ে থাকি। আর সেই সব জিনিসগুলো শুধুমাত্র নিজেদের ক্ষেত্রে নয় অন্যদের ক্ষেত্রেও অনেকটা ইফেক্ট পরে। আসলে দৈনন্দিন জীবনে সবকিছুর দাম যে এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে তা কল্পনা করা যায় না মোটেও। আসলে যারা প্রত্যহ বাজার করতে যায় তারাই জানে যে একটা জিনিসের দাম কিভাবে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আসলে কোন একটা জিনিস যে সময়টাতে উৎপাদন না হয় সেই সময়টাতে সেই জিনিসের দাম কিছু কিছু ব্যক্তি প্রায় ১০ গুন বৃদ্ধি করে দেয়। আসলে এক্ষেত্রে কখনো কৃষকেরা তাদের ন্যায্য ফসলের দাম কখনোই পায় না। আসলে মাঝখান থেকে কিছু মধ্যবর্তী লোকেরা অনেক বেশি প্রফিট লাভ করে। আর এর ফলে কৃষক এবং যারা সাধারণ মানুষ তারা দুজনই ক্ষতিগ্রস্ত হয়।


আসলে প্রতিদিনকার বাজারে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আসলে সেদিন আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার করতে। আসলে এর আগের দিন আমি সন্ধ্যার দিকে একটা দোকান দিয়ে এক কেজি শসা কিনে নিয়ে গিয়েছিলাম। আসলে সেদিন আমার কাছ থেকে এক কেজির শসার দাম ৬০ টাকা নিয়েছিল। আসলে যেহেতু শসা গুলো অনেক কচি ছিল তাই ভাবলাম যে পরের দিন আবার ওই দোকানদারের কাছ থেকে শসা কিনে আনব। যাইহোক পুনরায় আমি পরের দিন অফিস শেষ করে আসার সময় ওই লোকের দোকান দিয়ে শসা কিনতে গেলাম। আসলে লোকটি প্রায় সারা বছর ওনার দোকানে শসা বিক্রি করে। এছাড়াও সর্বপ্রথম ওই জায়গাটিতে ওনার বাবা শসা বিক্রি করতেন এবং পরবর্তীতে ওই লোকটি শসার বিক্রি করেন।


যেহেতু এর আগেও আমি ওই লোকটির সাথে পরিচিত ছিলাম তাই শশা কেনার আগে কিছুক্ষণ গল্প করছিলাম। যাইহোক তখন একটু ভালো শসা ছিল বলে আমি এক কেজির বদলে ২ কেজি শসা নিলাম। আসলে শসা গুলো কচি থাকায় খেতে অনেক বেশি সুস্বাদু। আসলে বর্ষার এই সময়ে সাধারণত শসার চাষ করা হয়। যাইহোক বেছে বেছে ভালো শশা গুলো আমি একটা ক্যারিব্যাগে রাখলাম। আসলে আগের দিনের দামটা আমি জানতাম তাই আমি আমার মানিব্যাগ থেকে সেই আগের দিনের দাম অনুযায়ী ২ কেজি শসার দাম দিলাম। আসলে শসার দামটা দিয়ে যখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তখন ওই দাদা আমাকে ডেকে বলল যে তাকে আরো ৪০ টাকা দিতে হবে। আসলে আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনাকে আমি কত টাকা দিয়েছি। তখন উনি বললেন ১২০ টাকা আপনি আমাকে দিয়েছেন। আসলে আপনার দাম তো ৬০ টাকা কেজি।


যাইহোক উনি বললেন যে আজকের দিনে শসার দাম বেশি তাই আমাকে ৮০ টাকা দিয়ে ১ কেজি শসা কিনতে হবে। আসলে আমি পুরোটাই অবাক হয়ে গেলাম। কেননা গত রাত্রে আমি ৬০ টাকা দিয়ে শসা কিনেছি আর একদিনের মধ্যেই প্রতি কেজি শসার কুড়ি টাকা বৃদ্ধি পেল এটি সত্যিই একটা অবাক করার মত বিষয়। আসলে তখন আমি একটু ইতস্তত বোধ করে পকেট থেকে চল্লিশ টাকা বের করে দিলাম। আসলে সবাই যেহেতু ৮০ টাকা করে শসা কিনছে তাই আমি আর বেশি তর্ক করলাম না। আসলে এভাবে যদি একদিনের মাথায় কোন কিছুর দাম কুড়ি টাকা বৃদ্ধি পায় তাহলে সত্যিই একটা অবাক করার মতো বিষয়। যাইহোক ব্যাপারটি আমার মোটেও ভালো লাগেনি। আসলে এইসব লোকেদের বিরুদ্ধে যদি আমরা সবাই এক জোট হয়ে প্রতিবাদ গড়ে তুলতে পারি তাহলে হয়তোবা কোন দ্রব্যের দাম এত দ্রুত বৃদ্ধি পাবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61952.36
ETH 2417.96
USDT 1.00
SBD 2.64