মানব ধর্ম

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

যে ধর্মটা আমাদের মানা উচিত। কিন্তু আমরা কখনোই সেভাবে মানতে চাই না কিংবা জানা সত্ত্বেও কখনোই আমাদের মনে আসে না যে, এই ধর্মটা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। সেটা হচ্ছে মানব ধর্ম। এখন একটা প্রশ্ন আসতে পারে যে, বিভিন্ন ধর্মের নাম শুনেছি। কিন্তু মানব ধর্ম কি? অর্থাৎ মানব ধর্ম হলো মানুষের প্রতি মানুষের দায়িত্ব, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সহানুভূতি সবকিছু। অর্থাৎ একজন মানুষ হয়ে অন্য মানুষের প্রতি আমাদের দয়াপরায়ণতা,যে সহানুভূতি থাকা উচিত,। সেটাই হচ্ছে মানব ধর্ম।

মানব ধর্মে কোনো বৈষম্য নেই, কোনো বিভেদ নেই, নেই কোনো ছোট ও বড় এর তফাৎ। অর্থাৎ তাই প্রতিটি ব্যাপারেই দেখবেন যে ছোট জাত, উঁচু জাত কিংবা বিভিন্ন ধরনের বৈষম্য আমরা সচরাচর সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। এমনকি আমাদের সকলের নিজেদের পরিবার এও এমন অনেক কিছুই আমরা দেখেছি। কিন্তু যখন মানব ধর্ম পালনের কথা আসে। তখন কিন্তু এই সব কিছুই আর খাটে না। কারণ মানব ধর্মের একমাত্র লক্ষ্য হলো, মানুষের ভালো করা। অর্থাৎ অন্যের জন্য ভালো কিছু করা।

যেটা আমাদের মন কখনোই করতে ইচ্ছে পোষণ করি না। কারণ অন্যের ভালো করার ইচ্ছে আমাদের কারোরই থাকে না। শুধুমাত্র নিজের ভালো করার ইচ্ছে থাকে এবং নিজের ভালো করতে গিয়ে আমরা কখন যে মানব ধর্ম থেকে অনেকটা দূরে সরে যাই, সেটা আমরা কেউ চিন্তাও করতে পারি না। আসলে মানব ধর্ম এমন একটা ধর্ম। যে ধর্মকে আমাদের সকলের মনে পোষণ করা উচিত এবং সে অনুযায়ী কাজ করা উচিত।কারণ যেইদিন এই পৃথিবী থেকে মানব ধর্ম নামক ধর্ম একেবারে বিনাশ হয়ে যাবে। সেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ মানুষে মানুষে যদি ভালোবাসা না থাকে। তাহলে সেই পৃথিবী আসলে অস্তিত্বহীন। আর পৃথিবীকে অস্তিত্বহীন করতে আমরা কেউ ই চাই না। কারণ এই পৃথিবী অনেক সুন্দর। এই পৃথিবীর আনাচে-কানা যে এতোটা সৌন্দর্য লুকিয়ে আছে, যেটা এক জীবন দিয়ে দেখেও শেষ করার উপায় নেই। তাই এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদের মানব ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ মানুষে মানুষে একত্রিত থেকেই আমাদের এই পৃথিবীকে গড়তে হবে আরো বেশি।
Sort:  
 3 days ago 

বর্তমানে আমি মনে করি পৃথিবীর সবথেকে বড় ধর্মই হলো মানব ধর্ম। মানুষ হয়ে যদি মানুষকে ভালবাসতে না পারি তাহলে আমরা কিসের মানুষ! মানবতা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 days ago 

খুব ভালো লাগলো মানবতা নিয়ে কিছু কথা লিখেছেন দেখে। আসলে এই মানব ধর্মটাই হল মানবতা। মানুষের মাঝে মানুষের মানবতা যদি না থাকে তাহলে কখনো কোনো কিছুই সুন্দর হয় না। অন্যের ভালো চাওয়া, সাথে নিজের ভালোটাও দেখা সবকিছুই মিলিয়ে চলতে হয়। প্রতিটা ধর্মেই মানব ধর্মটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু সেটা এখন কারো মনেই থাকে না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 88172.86
ETH 3116.36
USDT 1.00
SBD 2.77