ধনতেরাস সম্পর্কে আসলে আমার যা জানা ছিল না আপু আপনার পোস্টটি পড়ে এই সম্পর্কে জানলাম। এই দিনে আপনারা মূল্যবান ধাতু, নতুন পোশাক এবং গয়না কিনে এই দিনটি পালন করে। ধনতেরাসের দিন আপনি কিন্তু ভালোই কেনাকাটা করেছেন দেখছি। লক্ষী গণেশের মূর্তি এবং আংটি টিও খুবই সুন্দর কিনেছেন। মাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খুব মজাদার খাবার খেয়েছেন। মা মেয়ে মিলে খুব সুন্দর একটি সময় পার করেছেন শপিং করে এবং রেস্টুরেন্ট গিয়ে। আপনার সুন্দর সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।