আসলে আমি ছোট বেলা থেকে মেলায় গিয়ে শুধু নাগরদোলাই দেখলাম কিন্তু কোনোদিন সাহস করে উঠিনি, প্রথম ওই একবার উঠে ভয় পেয়ে গেছি
ভাই আপনার মত আমি ও ছোটবেলা থেকে মেলায় গিয়ে শুধু নাগরদোলানা দেখি কিন্তু ছোটবেলায় কখনো উঠার সাহস পাইনি। বড় হওয়ার পর একবার উঠে অনেক ভয় পেয়ে গেছি। সেই থেকে আর কখনোই নাগর দোলনায় উঠা হয়নি। আপনার সাথে অনেকটাই মিলে গেছে। আপনার পোস্টটা পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মেলায় যেতে অনেক ভালো লাগতো কিন্তু এখন আর তেমন একটা যাওয়া হয় না। যাই হোক আপনাদের বৈশাখী মেলা কিন্তু খুবই সুন্দর ছিল। খুবই জাঁকজমকপূর্ণ একটি মেলা মনে হয় বৃষ্টির কারণে মেলায় মানুষের আনাগোনা কম ছিল। আপনি কিন্তু খুব ভালো একটা সময় কাটিয়েছেন। মানুষ কম থাকার কারণে মেলাটা ভালোভাবে উপভোগ করতে পেরেছেন। ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে ভাইয়া। মোটামুটি ভালো খাবার খেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মেলায় কাটানো আপনার সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।