আজ ২ রা অগ্রহায়ণ।শীত চলে এসেছে। শীত আসলেই অন্যরকম মজা হয়।আত্মীয়র বাড়ি বাড়ি ঘুরে বেড়ানোর, দাবি নানিদের পিঠেপুলির উৎসব, দুধ চেতুইয়ের হিড়িক পড়ে যায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। ছেলেবেলার শীতকাল ছিল আরো বেশি মজাদার। ঘুম থেকে উঠে আমরা ভাই বোন পুকুর পাড়ে বসে রোদ পোহাতাম। সকালের মিষ্টি রোদ আমাদের সবারই অনেক ভালো লাগতো। তারপরে পুকুর পাড়ে বসে আমরা দেখতাম পুকুরের ধারে অনেক সাপ রোদ পোহাচ্ছে। তারপর স্কুলে গিয়ে বন্ধুদের সাথে গোল্লাছুট মজাদার খেলা খেলতাম যেন আমাদের শীত কম লাগে। সকালবেলা স্কুলে যাওয়ার সময় দেখতাম কাঁধে হাঁড়ি নিয়ে সকাল সকাল খেজুরের রস বিক্রি করতে যেত গ্রামের লোকেরা। আবার দেখতাম টাটকা সব শাক-সবজি গ্রামের ক্ষেত থেকে তাদের মালিকেরা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে যেত। লাল শাক আমার প্রিয় শাক শীতকালের। শীতকালের ফুলকপি মজার সবজি। এ সময় ফুলকপির চপ খেতে দারুন লাগে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা সকাল সকাল শীতের পোশাক পরে গ্রামের মসজিদে আরবি পড়তে যেত দেখতে খুব দারুণ লাগতো।আবার শীতকাল আসলে সবার আসুখ লেগেই থাকে। সবার ঠান্ডা, কাশি, জ্বর হয় কারণ আবহাওয়া পরিবর্তন হয়। বর্তমানে শীত ও প্রায় কমে গেছে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকালটায় বেশি দেখা যায়। আজকে আমি প্যাস্টেল রং দিয়ে শীতের সকালের মুহূর্তটাকে আঁকার চেষ্টা করব। কিভাবে আঁকিয়েছি আপনাদের মাঝে তুলে ধরছি।
১. পেপার।
২. পেন্সিল।
৩.প্যাস্টেল রং।
৪.মার্কার পেন।
প্রথমেই শীতকালের একটা দৃশ্য পেন্সিল দিয়ে আঁকিয়ে নেব । কমলা রং দিয়ে টিনের চাল এবং কালো খয়রি রং দিয়ে ঘরের রং করে নেব। এখন গাছ রং করার জন্য সবুজ এবং টিয়া কালার দিয়ে রং করে নিব।
এখন ঘরের পেছনের রং দিয়ে কলাগাছ এবং ঘরের সামনের গাছ সবুজ, হলুদ ও টিয়া রং দিয়ে আঁকাবো। পিছনে ছাই ছাই রঙের আকাশ আঁকাব কারণ শীতকালে কুয়াশায় দূরের কিছু ঘোলা ঘোলায় লাগে। সামনের খেজুর গাছ, দূরের গাছপালা, ঘরবাড়ি হালকা রঙ দিয়ে আঁকিয়ে নিব যেন কুয়াশায় ঘেরা।
ঘরের পিছনে ধানের ক্ষেতগুলো আঁকিয়ে নেব সবুজ, হলুদ,টিয়া মিশিয়ে।ঘরের সামনের মাঠগুলো আঁকিয়ে নেব খইরি এবং ঘিয়া রং দিয়ে।
এখন মানুষ দুইটা রং করে নিব। মেয়েটার গায়ে লাল চাদর এবং গোলাপি রঙের জামা আঁকিয়ে নেব। ছেলেটা আর কমলা রঙের সোয়েটার, মাথায় লাল টুপি, এবং নেভি ব্লু কালারের প্যান্ট আঁকাবো। দুইটা মানুষের হাত পা মুখ রং করে নেব। দুইটা খেজুর গাছে খেজুরের হাড়ি বাঁধা আছে সেগুলো রং করে নিব মাটি রং দিয়ে।
এখন খেজুর গাছ ঘরবাড়ি গাছপালা মানুষ সব হালকা পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে নেব।
এবার ক্ষেতের পাশে ব্যাড়া আঁকিয়ে নিলাম। এবং সব কিছু মার্কার পেন দিয়ে বর্ডার দিয়ে নিলাম।এভাবেই শেষ হলো আমার চিত্রাঙ্কন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।পরিশেষে আমি সাইন দিয়ে দিলাম।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
আমাদের চেনা পরিচিত শীতের সকালের খুব সুন্দর একটি মুহূর্ত আজকে আপনি প্যাস্টেল রং ব্যবহার করে রং তুলি দিয়ে ফুটিয়ে তুলেছো।এক কথায় তুমি চমৎকার আর্ট করেছো।প্রতিনিয়ত আমাদের মাঝে এত সুন্দর সুন্দর আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/JannatulF57996/status/1858045884144947679?t=8DYwAP7R73BlsMEpJigNzQ&s=19
শীতের সকালে কিন্তু এরকম দৃশ্যগুলো অনেক বেশি দেখা যায়। আর আজকে আপনি এরকম একটা দৃশ্যের আর্ট করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। গ্রামীণ এই দৃশ্যটা আপনি খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ছিল। পুরোটা দেখতে একেবারে বাস্তবিক মনে হচ্ছে।
ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।
আমরা বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের উৎসব মুখর পরিবেশ দেখতে পাই। শীতের আগমনে ভিন্ন এক মুহূর্ত উপভোগ করছি। আমরা আপনি দেখছি প্যাস্টেল রং দিয়ে শীতের সকালের দৃশ্য খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। গ্রামীন পরিবেশে এইরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। অনেক ভালো লাগলো আমার কাছে।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে প্যাস্টেল রঙ দিয়ে শীতের সকালের মুহূর্ত ছবি অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনাদের হাতের কাজগুলো দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে প্যাস্টেল রঙ দিয়ে শীতের সকালের মুহূর্তের দৃশ্য আর্ট করেছেন। আপনার আর্ট করা শীতের সকালের দৃশ্যের আর্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে দৃশ্য আর্ট সম্পন্ন করেছেন।
জি ভাই আমি চেষ্টা করেছি মাত্র।
আজ আপনি একটা শীতের সকালের মুহূর্তের আর্ট অঙ্কন করেছেন। তাও আবার কালারফুল আর্ট, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর আর্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এরকম আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকেছেন। এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে। পুরোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
বাহ প্যাস্টেল রং দিয়ে শীতের সকালের দারুন একটি পেইন্টিং আপনি শেয়ার করেছেন। এ ধরনের কালারফুল পেইন্টিং গুলো দেখতে খুব সুন্দর লাগে। পেইন্টিং এর ধাপগুলো উপস্থাপনা সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.