ফুচকা হচ্ছে বাঙালি মেয়েদের একটা জাতীয় খাবার বলা চলে।ফুচকার স্বাদ সবকিছুকেই হার মানায়। আপনার ননদ ঐশীকে নিয়ে তাহলে তো আপনি আনন্দে দিন কাটিয়েছেন যেহেতু তার শুক্র শনি ছুটি। ভালোই করেছেন তাকে বাসায় ডেকে কারণ পরিবার ছাড়া একা থাকতে প্রথম প্রথম একটু মন খারাপই হয়। বেশ গুছিয়ে কথাগুলো শেয়ার করেছেন আমাদের মাঝে দেখে ভালো লাগলো।
আসলেই! পরিবার ছাড়া ১ম ১ম একা থাকার সময়গুলো ভীষণ কষ্টকর কাটে। সবকিছুতেই যেনো বারবার বাসার কথাই মনে পড়ে। আর ফ্রি সময়ে তো আরোও বেশি। তাই চেষ্টা করেছি।