ভর দুপুরবেলা আপনার পোস্টটি আমার সামনে আসলো আপু। খাবারগুলো তো দেখি খুবই লোভনীয় লাগছে। খুদা তিনগুণ বেড়ে গেল এই খাবারগুলো দেখে। আর হ্যাঁ আপু ঠিক বলেছেন নিজের ডিজাইন করার ড্রেস পড়তে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। আর পুরো রেস্টুরেন্টটা একদম চোখ জুড়ানো। এরকম রেস্টুরেন্টে তো ছবি তুলতে ইচ্ছে করবে। আপনাকে আউটস্ট্যান্ডিং লাগছে আপু।