||লেভেল-৩ থেকে আমার অর্জন -by @srshelly0399||
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
abb-school লেভেল-০৩ ক্লাস থেকে আমি যে বিষয় গুলো শিখেছি:-
- লার্নিং মার্কডাউন কোডিং
- কনটেন্ট ক্যাটেগরি
- কিউরেশন
লার্নিং মার্ক ডাউনকোডিং :
যদি একটা পোষ্ট যত্ন সহকারে বিভিন্ন মার্ক ডাউন কোড ব্যবহার করা হয় তাহলে কন্টাক্ট টি পাঠকদের কাছে বেশি আকর্ষণীয় হবে এবং পড়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে। এছাড়াও কনটেন্ট এর মাঝে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়ার থাকে। যদি একভাবে লেখা হয় তাহলে পাঠক বুঝতে পারবে না কোন অংশটি বেশি গুরুত্বপূর্ণ কোন তথ্যটা তাদের জানা প্রয়োজন। তাই একজন ভালো মানের ব্লগার হতে হলে আমাদের মার্কডাউন কোড সম্পর্কে আমাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে।কনটেন্ট ক্যাটাগরি :
বিভিন্ন ধরনের কনটেন্ট আমি শেয়ার করতে পারব। কবিতা, গান, কোন আর্টিকাল, ভ্রমণ কাহিনী, ফটোগ্রাফি বিভিন্ন ধরনের আর্ট, মিউজিক ইত্যাদি ।
কিউরেশন :
আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা কাকে ভোট দেবো কি পরিমান রিওয়ার্ড পাবো আবার কখন ভোট দিতে হবে আবার যেখানে ভোট দিব সেখান থেকে আমরা কিভাবে কতটুকু সুবিধা পেতে পারি।এই বিষয়গুলো স্পষ্ট ধারণা আমরা লেভেল ৩এ পাই।
লেভেল ৩ এর @alsarzilsiyam ভাইয়ার থেকে সমস্ত বিষয়ে সঠিক ধারণা এবং জ্ঞান নিতে পেরেছি। এখন পরীক্ষা দেবার পালা।
লেভেল ৩ থেকে যা কিছু অর্জন করেছি তা আমি লিখিত পরীক্ষার মাধ্যমে তুলে ধরছি।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ঠিক করে দিবেন।
প্রশ্নঃ মার্কডাউন কি ? |
---|
উত্তর :
নিজেদের লেখাকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য আমরা কিছু কোড বা কিছু টেক্সট ফরম্যাট ব্যবহার করে থাকি, এসব কোড বা টেক্সট ফরম্যাট কে মার্কডাউন বলে।
প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? |
---|
উত্তর:
ব্লগিং কিংবা কনটেন্ট এর জন্য মার্ক ডাউন খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ টেক্সট ফরম্যাট। পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং নিজের পোস্টকে দৃষ্টিনন্দন করে উপস্থাপন করার জন্য মার্ক ডাউন জরুরী। আমরা যদি একাধারে পোষ্ট লিখতে শুরু করি সেটা দেখতেও ভালো লাগবে না আর পাঠকের দেখতেও ইচ্ছা করবে না। তাই লেখাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, লেখার মাঝে কিছু পয়েন্ট হাইলাইট করে পাঠকের দৃষ্টি আকর্ষণের জন্য, এছাড়াও লেখাকে বোল্ট বা ইটালিক করতে চাইলে বা লেখার হেডিং টা একটু বড় সাইজের বা একটু ছোট সাইজের করতে চাইলে, সর্বশেষ লেখার মাঝে ফটো যুক্ত করতে চাইলে । ফটোকে প্রয়োজন মত ডানে বামে নিতে মার্ক ডাউন কার্যকর পদ্ধতি। তাই মার্ক ডাউন কোড এর ব্যবহার গুরুত্বপূর্ণ।
প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ? |
---|
উত্তর:
টেক্সট ফরম্যাট শুরু করার পূর্বে ৪টি স্পেস দিলেই মার্ক ডাউন দৃশ্যমান হবে।
প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে ও মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন? |
---|
ইনপুট-
|User | Post | Steem Power|
|------------ | ------------- | -------------|
|User 1 | 5 | 500|
|User 2 | 10 | 900|
আউটপুট-
User | Post | Steem Power |
---|---|---|
User 1 | 10 | 500 |
User 2 | 20 | 900 |
প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ? |
---|
উত্তর:
আমরা পোস্টের মধ্যে ছবি সংযুক্ত করলে সেই ছবির সোর্স উল্লেখ করে থাকি । ছবির লিংক এর নিচে থার্ড ব্রাকেটের মধ্যে লোকেশন বা সোর্স লিখব এবং ফাস্ট ব্রাকেট এর মধ্যে ফটো তোলার স্থানের লিংকটা এনে বসাবো বা যে সোর্স থেকে ছবি নিবো সেই সোর্স এর লিংকটা এখানে এনে বসাবো। এতে সোর্স উল্লেখও হবে আবার হাইপার লিংক হয়ে যাবে। উদাহরণস্বরূপ:
ইনপুট
[source](www.pixabay.com)
আউটপুট
প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র,ক্রমিক ১হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন? |
---|
ইনপুট-
# Header 1
## Header 2
### Header 3
#### Header 4
##### Header 5
###### Header 6
আউটপুট -
Header 1
Header 2
Header 3
Header 4
Header 5
Header 6
প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন? |
---|
উত্তর:
< div class="text-justify"> স্পেসবিহীন আমার টেক্সট< /div>
প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপড় বেশি গুরুত্ব দেওয়া উচিত? |
---|
উত্তর:
একটি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হলে অবশ্যই সে নির্দিষ্ট বিষয়ে নিজস্ব জ্ঞান অভিজ্ঞতা ও সৃজনশীল চিন্তা থাকা প্রয়োজন। যখন একটা বিষয়ের উপর ভালো জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতা থাকবে তখন আমরা সেই বিষয়ের উপর খুব ভালো মানের কনটেন্ট লিখতে পারবো। তাই আমাদের যে বিষয়ের উপর বেশি অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ের উপর কন্টাক্ট লিখতে হবে। কেউ আর্ট ভালো পারলে তার আর্টের বিষয়ে কন্টাক্ট লেখা উচিত। এভাবে কনটেন্ট লেখার ক্ষেত্রে নিজের জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীল দক্ষতার উপর গুরুত্বারোপ করা উচিত।
প্রশ্নঃকোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ? |
---|
উত্তরঃ
আমরা কোন বিষয়ের উপর ব্লগ লিখতে গেলে সে বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। যেমন আমি যদি আর্ট নিয়ে পোস্ট করি।শুধু কয়েকটা ছবি দিয়ে কিভাবে আকলাম সেটা বর্ণনা করি তাহলে হয়তো পোষ্ট হবে কিন্তু পোস্টের কোন সৌন্দর্যতা থাকবে না।আর কিভাবে করলাম, কেন এই আর্ট টা করলাম, আর্টের পিছনের গল্প, আর্ট করে নিজের অনুভূতি এই বিষয়গুলো তুলে ধরতে হবে তাহলে পোষ্ট সুন্দর আকর্ষণীয় এবং পাঠকের মন কেড়ে নিবে। তাই আমরা যে বিষয়ে ভালো জ্ঞান, দক্ষতা অর্জন করতে পারব। সেই বিষয়ের ওপরে পোস্ট লিখব। তাই যে বিষয় এই পোস্ট করিনা কেন আর্ট,মিউজিক,গান,কবিতা, ভ্রমণ কাহিনী, রেসিপি। এই বিষয়গুলোর উপর যথেষ্ট জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা জরুরী।
প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ? |
---|
উত্তরঃ
একটি পোস্টের মোট রেওয়ার্ডের ১০০% এর ৫০% অথর এবং ৫০% কিউরেটর পেয়ে থাকে। যেহেতু আমি একটি পোস্ট $৭ এর ভোট দিয়েছি। তাই কিউরেটর হিসাবে কিউরেশন রিওয়ার্ড ৩.৫ ডলার [USD]আমি পাব।
প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি? |
---|
উত্তর:
পোস্ট করার সাথে সাথে যদি আমি কারোর পোস্টে ভোট দেই, তাহলে আমি কোন রিওয়ার্ডস পাবো না। আর যদি এক মিনিট পরে ভোট দেই তাহলে আমি ২০% পাব বাকি ৮০% ই চলে যাবে রিওয়ার্ডস পুলে।আবার যদি ২ মিনিট পরে দেই তাহলে ৪০% পাব, বাকি ৬০% চলে যাবে। এভাবে তিন মিনিট পরে দিলে ৬০%পাব এবং ৪০% চলে যাবে। ৪ মিনিট পরে দিলে ৮০% পাব বাকি ২০% চলে যাবে।কিন্তু আমি যদি ছয় মিনিট পরে ভোট দেই তাহলে ১০০% কিউরেশণ রিওয়ার্ড আমি পাব। তাই আমাদের পোস্ট করার সাথে সাথে ভোট না দিয়ে ৬ মিনিট পরেই ভোট দেওয়া উত্তম।
প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে,নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে? |
---|
উত্তরঃ
অবশ্যই @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।
@Heroism কে ডেলিগেশন করলে আমি প্রতিদিন একটি কোয়ালিটি পোস্টে ভোট পাবো। ভোট পাওয়ার কারণে নির্দিষ্ট পরিমাণ এসবিডি ও এসপি পাব। আমি যদি ডেলিগেশন না করি তাহলে কিউরেশন রিওয়ার্ড হিসেবে আমার এসপি কম আসবে।আবার @heroism কে যেহেতু ডেলিগেশন দিয়েছি তাই বড় কোন ভোট পাওয়ার আগে যদি হিরোইজম আমাকে ভোট দেয় তাহলে আমি কনভার্জেন্ট লিনিয়ার ইকুয়েশনের কারণে একটু বেশি সুবিধা পাব । এই কারণে @Heroism ডেলিগেশন করলে আমার বেশি লাভ হবে।
আজ এখানেই শেষ করছি।লেভেল ৩ এর পরীক্ষা দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। আশা করছি আমি আমার প্রফেসরগণ এর থেকে যা কিছু শিখেছি বা নতুন শিখছি সব তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।
https://x.com/JannatulF57996/status/1854804054431744267?t=0ElFWxjWaoUacsn1iJJ2JA&s=19
আপনার পোস্টে দেখে বুঝতে পারলাম আপনি খুবই সুন্দর ভাবে সকল কিছু বুঝে পরীক্ষাটা দিয়েছেন। আর আপনার জন্য শুভকামনা রইল। এভাবেই যেন কমিউনিটি সকল নিয়ম-কানুন মেনে কমিউনিটির কাজ করতে পারেন। দোয়া রইলো।
আমি ভালোভাবে চেষ্টা করেছি যা শিখেছি তুলে ধরার।ধন্যবাদ আপনাকে।
আসলে আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম ক্লাসগুলো মনোযোগ সহকারে করেছেন। তাই এত সুন্দর ভাবে সম্পূর্ণ উত্তর পত্র দেওয়ার চেষ্টা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া।