আজকে কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার কমিউনিটির আপু, ভাইয়ারা সবাই এত সুন্দর সুন্দর ডাই পোস্ট করছে দেখে আমি তো ভ্যাবাচেকা খেয়ে গেছি। অনেক ভাবতে ভাবতে ভাবলাম কেননা নতুন কিছু করা যাক যেটা আগে কেউ করেনি। যেই ভাবা সেই কাজ। বাসায় পড়ে থাকা একটা এক কালার সাদা চাদর ছিল বিছানার। ভাবলাম এটাই হোক আমার পরবর্তী ক্যানভাস। আমি বিশ্বাস করি রং, তুলি দিয়ে কোন কিছুকে সুন্দর করে তোলা সম্ভব। এটা সম্পূর্ণ করতে প্রায় ৭ দিন লেগে গেছে আমার। আমি আশাবাদী এবং বিশ্বাসী আপনাদের সবার এটা ভালো লাগবে। চলুন দেরি না করে কিভাবে আমি এটা তৈরি করেছি আপনাদের শেয়ার করি।এভাবে বিছানার চাদর রঙিন করলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।
১. সাদা বিছানার চাদর।
২. 6b পেন্সিল।
৩. ফেব্রিক্স কালার বক্স।
৪.তুলি।
প্রথমে পেন্সিল দিয়ে চাদরে নিজের মন মত ডিজাইন করে নেব। পরবর্তীতে রং করতে যেন সুবিধা হয় সেজন্য আমাদের আগে পেন্সিল দিয়ে আঁকিয়ে নিতে হয়।
এবার রং করার পালা। প্রথমে এক পাশের রং করা শুরু করে দিব। প্রথম ফুলটা হবে গোলাপি কালার। গোলাপি রং নিয়ে ফুলের চারপাশে আগে শেপ দিয়ে নিব। তারপর মাঝে সাদা রং দিয়ে মিশিয়ে দেব। আর পাতার রং করতে গেলে আমরা স্যাপ গ্রীন কালার নেব আর ভেতরে হলুদ রং দিয়ে মিশিয়ে দেব। এভাবে লাল এবং মেরুন কালার ফুল করে নিব। ফুলের ভিতর হলুদ কালার দিয়ে ফুলের রেনু আঁকিয়ে নেবো।
এভাবে চাদরের একপাশের প্রায় সবগুলো পাতা করে নেব এবং আস্তে আস্তে ফুলগুলো আঁকাতে থাকবো।
চাদরের এক পাশ সম্পূর্ণ করা হলো। এবার অন্যপাশের পালা।
আগের পাশের মতোই একই রকম হওয়া চাই। এপাশেও একইভাবে ফুল পাতা এবং ফুলের রেনু গুলো ধাপে ধাপে একটা লাল তো অন্যটা মেরুন আরেকটা গোলাপি আঁকাবো।
প্রথম ধাপের মতো এপাশের রং করা সম্পন্ন হয়ে গেল। এবার শুধু মাঝের ফুল গুলো করা বাকি।
মাঝে যেহেতু দুইটা চার কোণা আকৃতির কোট করে নিয়েছি। এই দুইটা কোট এর মধ্যেই ফুল পাতা গুলো আঁকতে হবে চাদরে চারপাশে যেরকম এঁকেছি। একই নিয়ম অবলম্বন করে মাঝের পাতা এবং ধাপে ধাপে তিন রকমের ফুল আঁকিয়ে নেব। কোট দুইটার মাঝে হালকা কমলা কালারের দুইটা ফুল আঁকিয়ে নিব। শেষ আমার চাদর সম্পন্ন হল।
অবশেষে তৈরি হয়ে গেল আমার নিজের ডিজাইন করা বিছানার চাদর। এই চাদরটি রোদে হালকা শুকিয়ে নিলেই রং দীর্ঘস্থায়ী হবে। বিছানার চাদরটি ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে। এভাবে নিজের হাতে কিছু তৈরি করলে সেটা বাইরের কেনা কিছুর থেকে অন্যরকম হয়। মনের মধ্যে একটা আত্ম তৃপ্তি চলে আসে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | ডাই🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1855139555177029943?t=Pc_cTY8PjC-zDUxBX9FcTw&s=19
সাদা কাপড় তাই সুন্দর্যটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে। তবে জানিনা লাস্টিং কবে কতদিন। আমার কাছে অনেক ভালো লাগলো এত সুন্দরভাবে আপনার পেন্টিং করতে দেখে। এক কথায় অসাধারণ হয়েছে কিন্তু আপনার এই কাজ।
এ রঙ অনেক দিন থাকে আপু।আমি এর আগে অনেক বার এই রঙ কাজ করে ব্যবহার করেছি।
সাদা কাপড় একমাত্র কাপর যেটার উপর রঙ তুলি দিয়ে আকিবুকি করলে তা দেখতে অসম্ভব সুন্দর হয়।আপনার করা কাজ টা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া সাদা কাপরে ফেব্রিক্স দিয়ে কাজ করলে অনেক সুন্দর হয়।
সাদা বিছানার চাদরের উপর আপনি অসাধারণ ফুলের পেইন্টিং করেছেন। রঙিন চাদরে পরিণত করেছেন এটাকে। এটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এই চাদরটা বিছানায় বিছানোর পরে দেখতে অনেক সুন্দর লাগছে। এটি আপনি অনেক বেশি সময় ব্যবহার করে করেছেন দেখে বোঝা যাচ্ছে। এক কথায় দারুন ছিল আপনার দক্ষতামূলক এই কাজ।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
কি দারুণ বানিয়েছেন আপু রঙ্গিন চাদর টি।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার রং তুলির ছোঁয়ায় নিজের হাতে বানানো চাঁদর টি।চমৎকার সুন্দর হয়েছে। ধাপে ধাপে চাঁদর বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু।
রং তুলির স্পর্শ সাদা কাপড়টি রঙিন করে তুলেছেন। চাদরটি দেখতে ভারী সুন্দর লাগছে। রং তুলিতে যেন রঙিন হয়ে গিয়েছে। বেশ নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে আপনি চাদরটি রঙ্গিন করে তুলেছেন। সুন্দর চাদরটি রঙিন করে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। পোস্টি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর কমেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।
হাতের স্পর্শে রঙিন চাদর অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই সৌন্দর্যময় দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন আসলে সাদা চাদরের ভিতরে হাতের স্পর্শ দিয়ে আপনি এত সুন্দর আর্ট করেছেন যা দেখে যেন মুগ্ধ হলাম ।
আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।