বিশ্ববিদ্যালয়ের পিঠে উৎসব এ নিজ হাতে করা কাজ এবং আয়োজন করার ভিডিওগ্রাফি
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ইনভাইটেশন কার্ড।হাতে বানানো এবং হাতেই ডিজাইন করা আছে।প্রায় অনেক গুলো এরকম স্যার দের ইনভাইটেশন কার্ড আমি করেছি।সব মিলিয়ে অন্যরকম অনুভূতি। যাইহোক, ছবিতে যে অনটাইম প্লেট আছে সেগুলো হাত পাখার মতো কেটে ডিজাইন আঁকিয়েদিয়েছি আপুরা রঙ করছেন।আসলে নিজের হাতের করা ডিজাইন করা কিছু যখন বড় উৎসব এ দেখতে পাই নিজেদের যে কি ভালো লাগে তা বলে বোঝানো যাবে নাহ।এরকম আরও পেপার ক্রাফ্ট করেছি সময়ের অভাবে ছবি তুলতে পারিনি।
আমাদের আয়োজন করার ছোট ভিডিও এখানে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আপনার বিশ্ববিদ্যালয়ের পিঠে উৎসব এ নিজ হাতে করা কাজ এবং আয়োজন করার ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার কাজের প্রশংসা না করে থাকতে পারলাম না। আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন। সর্বোপরি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে ভিডিওগ্ৰাফির মাধ্যমে শেয়ার করেছেন।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
কিছুদিন আগে আমরাও ভার্সিটিতে পিঠা উৎসব করেছিলাম। পুরো ভার্সিটির সবগুলো ডিপার্টমেন্ট এখানে অংশগ্রহণ করেছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে বেশ কয়েকটা স্টল দেওয়া হয়েছিল। আমাদের ব্যাচও একটা স্টলের আয়োজন করেছি। যাইহোক আপনাদের সাজানো টা খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। ভালো লাগলো দেখে। মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলেই আপু এই ধরনের প্রগ্রামে অনেক মজা হয়।আপনার মন্তব্য শুনে অনেক ভাললাগে।
আপু আপনার ভার্সিটিতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। আর আপনার আয়োজন দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ আপু।