"রঙ তুলি দিয়ে নিজ হাতের তৈরি কুশন কভার "
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের সিরাজগঞ্জে অবস্থান করছি ।
অনেকদিন ধরে ভাবছিলাম নতুন কি করা যায়। অনেক অনেক খেয়াল করলাম আমাদের মশারি এমনি গুছিয়ে রাখা হয়। কিন্তু দেখতে খারাপ লাগে। ঘরটাও অগোছালো লাগে। আমরা মশারি ছাড়া ঘুমাই না। কারণ ইদানিং ডেঙ্গুর প্রকোপ এখন বেড়ে গেছে তা বলার বাইরে। মৃত্যুর হারও অনেক বেশি। চারপাশে এত দূষণ যার ফলে মশা মাছিও বৃদ্ধি পেয়েছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের অন্যতম একটা মাধ্যম হচ্ছে মশারি। কেননা মশারির সুন্দর কুশন কভার বানানো যায়। যেই বলার সেই কাজ। মেশিন দিয়ে সুন্দর করে সাদা কাপড় নিয়ে চারপাশে সেলাই দিয়ে কভার তৈরি করে নিলাম। এখন মশারির কভারকে কিভাবে সুন্দর করে সাজালাম আপনাদেরকে দেখায়।
প্রয়োজনীয় উপকরণ :
১. ফেব্রিক্স রঙের বক্স
২. তুলি
৩. মশারি রাখার কুশন কভার
৪.পেন্সিল
বিবরণ :
ধাপ -১
প্রথমে মশারির কভার টা নিয়ে এক সাইড দিয়ে পেন্সিলের সাহায্যে সুন্দর লতাপাতা ফুলের একটা ডিজাইন এঁকে নিব।
ধাপ -২
এখন ফেব্রিক্সের বক্স থেকে কালো খয়েরী কালার টা নিয়ে ডাল গুলো রং করে নিব।
ধাপ-৩
এবার পাতাগুলো রং করার পালা। বক্স থেকে সবুজ কালার টা নিয়ে তুলির সাহায্যে সুন্দর ডিজাইন করে পাতা আঁকিয়ে নিব।
ধাপ-৪
লাল রংটা নিয়ে এবার সুন্দর সুন্দর সহজ ভাবে ফুল আঁকিয়ে নিব।
ধাপ-৫
পুরো ডালপালা এভাবে ছোট ছোট ফুল আঁকাবো।কিন্তু মাঝখান দিয়ে অনেক ফাঁকা ফাঁকা লাগছে। তাই ভাবলাম মাঝখান দিয়ে কিছু ছোট ছোট ফুল আঁকানো যাক।
শেষ ধাপ-
যে কথা সেই কাজ। ছোট ছোট ফুল তৈরি করে নিলাম। অবশেষে করে ফেললাম হাতের তৈরি সুন্দর কুশন কভার। দূর থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না এর ভিতর মশা নিয়ে আছে। দেখতেও যেমন সুন্দর লাগছে ঘরটা আরো সুন্দর হয়ে গেল। কারণ এমনি মশারি রেখে দিলে ঘরটা অগোছালো লাগে। এভাবে নিজ ঘর সুন্দর করে গোছানো যায়।
আজ এখানেই শেষ করছি। আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ধরণ | ডাই পোস্ট ✨ |
মডেল | note-9 |
অবস্থান | সিরাজগঞ্জ -বাংলাদেশ। |
সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
আপনার হাতের কাজ দেখে রীতিমতো মুগ্ধ হলাম।এমন সুন্দর হাতের কাজ দেখে চোখ জুড়িয়ে গেল। অসাধারণ হয়েছে আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু।
https://x.com/JannatulF57996/status/1852238642196156617?t=LEST4uQwc_cOOKiMjiOpbQ&s=19
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙ তুলি দিয়ে নিজ হাতের তৈরি কুশন কভার তৈরি করেছেন। আপনার তৈরি করা কুশন কভার টি অসাধারণ হয়েছে। আপনি বেশ দারুন ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া।
নিজ হাতে কুশন কভার কে খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। সাদা কাপড়ের উপর লাল রঙের ফুল গুলো চমৎকার লাগছে দেখতে। খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে উঠেছে। দূর থেকে ডিজাইন টা বেশ চমৎকার লাগছে দেখতে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ আপু।
আপনার হাতের কাজ অসাধারণ সেটার প্রশংসা করতে আমি কখনোই কার্পণ্য বোধ করব না। কুশান আমরা বাড়িতে কমবেশি সবাই ব্যবহার করি আর সেগুলো একটু নিত্য নতুন হলে বেশ দেখতে ভালই লাগে বিছানা বা সোফার সৌন্দর্য বেড়ে যায়। অ্যাক্রেলিক কালার দিয়ে এইভাবে সাদার উপরে যেমন করেছেন তেমনি যেকোনো পুরনো কুশান কভার কেও নতুন করা যায়। তাই তো?
জি আপু ।এই ফেব্রিক্স কালার দিয়ে সব কিছুই নতুন এবং সুন্দর করে ফেলা সম্ভব।
বাহ আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে রঙ তুলি দিয়ে নিজ হাতের তৈরি কুশন কভার তৈরি করে শেয়ার করেছেন। এভাবে যদি প্রত্যেকটি তৈরি করেন দেখতে আরো বেশি ভালো লাগবে। এত সুন্দর ভাবে হাতের কাজ সম্পন্ন করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জ্বী ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
নিজের হাতে আপনি এত সুন্দর দেখতে একটা কাজ করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। কুশন কভার অনেক সুন্দর ভাবে করেছেন আপনি। রং তুলির সাহায্যে এরকম কাজগুলো করলে দেখতে খুব ভালো লাগে। আপনার হাতের কাজটা এই কুশনটার কভারের সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনার এত সুন্দর একটা হাতের কাজ দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। আপনি পুরোটা অনেক সুন্দর করে রং তুলির মাধ্যমে কালার করেছেন। এই কুশনটা দেখতে দারুন লাগছে। সাদা কালারের কুশন হওয়ার কারণে কালার গুলো একটু বেশি সুন্দর লাগছিল দেখতে। বুঝতে পারছি পুরোটা আপনি অনেক বেশি সময় ব্যবহার করে করেছেন। আশা করছি এখন থেকে আপনার এরকম কাজ সবসময় দেখবো।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
আজ তো আপনি বেশ নিখুঁতভাবে রং তুলিতে কুষন কভার তৈরি করেছেন। দেখতে ভারী সুন্দর লাগছে।সাদা কাপড়ের উপর লাল রং দারুন ভাবে ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
জ্বী আপু আপনাকেও ধন্যবাদ।
বাহ আপনার দক্ষতা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। কুশন কভার দেখতে বেশ সুন্দর লাগছে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙ তুলি দিয়ে নিজ হাতের কুশন কভার তৈরি করেছেন খুবই অসাধারণ হয়েছে। পুরো পোস্টটি আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো অসাধারণ পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।