কবিতা :শীতকালের আত্মকথা
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
জান্নাতুল ফেরদৌস শেলি
বছরের শেষের দিকে আসে শীতকাল
যখন ছোট বাচ্চা থেকে সবার আসে ছুটিরকাল।
চারদিকে শুরু হয় পিঠে উৎসবের সমাগম
পিঠেপুলি, পাটিসাপ্টা, চেতুই আরো কত রকম।
কোনোটা মিষ্টি তো কোনোটা ঝাল আহা
কুয়াশায় ভেজা শীতের সকালের খাওয়া।
শীতকাল মানে সবার একত্রে হওয়ার মিল বন্ধন
সুখ দুঃখের গল্প বলাবলি শুরু হয় তখন।
নতুন জামাইরা চলে হাতে রসগোল্লার হাঁড়ি নিয়ে
পিছন পিছন আনন্দে হেঁটে যায় নতুন বউ তার বাড়িতে
শাশুড়িরা পথ চেয়ে থাকে নতুন জামাইয়ের অপেক্ষায়
কখন জামাই আসবে আর খাবে তার বানানোর পিঠে
জামাইয়ের এক হাতে দুধপুলি তো আরেক হাতে চেতই
কোনটা রেখে কোনটা খাবে এটাই ভাবতে থাকে।
তাইতো আমি শীত কালকে এত ভালোবাসি
কারণ তখন যেতে পারি দাদি নানির বাড়ি
দাদীর হাতের ঝাল পিঠা তো নানির হাতের পুলি
খেতে খেতে তাই পেটটা আমার যায় যে ফুলি।
দাদির বাড়ির ভাই বোন থেকে নানির বাড়ির ভাই বোন মিলে
আনন্দ খেলাধুলা খাওয়া-দাওয়া করতে কেটে যায় বেলা।
এইভাবে শেষ হয়ে যায় শীতের ঋতুর খেলা
আবার আমি অপেক্ষায় থাকি কবে আসবে সেই বেলা।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 ফটো ডিজাইন ক্যানভা অ্যাপ। অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
তোমার কবিতায় শীতকালীন আনন্দ ও ঐতিহ্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছো। শীতের পিঠে উৎসব, পরিবারের মিলনমেলা, দাদি-নানির হাতের সুস্বাদু পিঠে এবং খেলার মধ্য দিয়ে এক গভীর আবেগের প্রকাশ ঘটেছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমায়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
শীতকালে মানেই আনন্দ উৎসব আর বিভিন্ন ধরনের পিঠা পুলির আয়োজন চলে ঘরে ঘরে। তাইতো শীতকাল প্রতিটা মানুষের খুব প্রিয়। আমিও শীতকাল খুব পছন্দ করি। আপনি শীতকাল নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার মধ্যে শীতকাল নিয়ে আপনার মনের সুন্দর অনুভূতি তুলে ধরেছেন। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করলেন আপনি। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। আপনি শীতকালীন আত্মকথা কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরলেন। অনেক ধন্যবাদ আপনাকে।
শীতকালীন অনুভূতি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
শীতকালের আত্মকথা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো কবিতার ভাষাগুলো অসাধারণ ধন্যবাদ। এতো সুন্দর কবিতা লিখেছেন। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আজ আপনি খুব দারুণ দেখতে একটা কবিতা লিখেছেন। যে কবিতাটা লেখার টপিক ছিল অনেক বেশী সুন্দর। আপনি কিন্তু খুবই সুন্দর কবিতা লিখতে পারেন এটা বলতেই হয়। এরকম কবিতা গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে।