স্বরচিত কবিতা :বাগান বিলাস
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
জান্নাতুল ফেরদৌস শেলি
বাগান বিলাস আপন রূপে,
নাচে হাওয়ায় রোদ্দুর কূপে।
বাগান কোণে রঙের মেলা,
ফুলের গন্ধে মনটা ভেলা।
সন্ধ্যা নামে চাঁদের আলো,
ফুলের ঘ্রাণে স্বপ্নের পালো।
তিতলি আসে রঙ তুলিতে,
ভ্রমর গায় গুণগুণ গীতে।
বাগান বিলাস রঙের সুধায়,
প্রকৃতির প্রেম প্রাণে লুধায়।
তাইতো বাগান, তাইতো ফুল,
জীবন জুড়ে রঙিন ভুল।
লাল-গোলাপের রক্তিম হাসি,
বেলি-মল্লিকা মিষ্টি ভাষি।
গাঁদা, চামেলি, কদম ডালে,
রঙিন আভা দোলে কালে কালে।
ইটের দেয়ালের ওপারে,
ওই যে উঁকি মারে।
বাড়ির আঙিনায় কখনো,
বাঁশের গেইটে দেখি তোমাকে।
তোমার মায়ায় মুগ্ধ হয়ে,
ঘুড়ি দেশ-বিদেশে।
কবিতা লিখতে খুব একটা পারিনা তবে চেষ্টা করি। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আবারো নতুন কোন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। কবিতাটি কেমন হয়েছে সবাই জানাবেন।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1892286099189309879?t=LIQmRMzSUoSqohtqbiK4Ig&s=19
আজ আপনি এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার লেখা এই কবিতার সবগুলো লাইন অনেক সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে খুব সুন্দর একটা টপিক নিয়ে এই কবিতাটা লিখেছেন। মনটা ভালো হয়ে গেল পুরো কবিতা পড়ে। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে ভালো লাগে।
সামনে মিড টার্ম পরীক্ষার কারণে বেশ ব্যস্ত সময় পার করছেন। পরীক্ষার আগের সময়টা তে আসলে অনেক ব্যস্ততা যায়। আমারও একই অবস্থা। যাইহোক বাগান বিলাস ফুল নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। এই ফুলগুলো আসলেই দারুন লাগে দেখতে। খুব সুন্দর ভাবে কবিতার লাইন গুলো সাজিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার বাগান বিলাস কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে।
আপনার কবি প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ সব সময় আপনি যেভাবে এত সুন্দর কবিতা শেয়ার করে থাকেন, আজকেও একেবারে অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন৷ আজকের এই সুন্দর কবিতা আপনার কাছ থেকে পড়ে খুব ভালো লাগলো৷ এখানে আপনি বাগান বিলাস নিয়ে এত সুন্দরভাবে যেভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন সেটি খুব সুন্দর হয়েছে৷ পুরো কবিতাটি পড়ে আমি অনেক খুশি হলাম৷
বাহ আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।বাগান বিলাস কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে বাগান বিলাস ফুল সবাই পছন্দ করে। খুব সুন্দর অনুভূতি দিয়ে বাগান বিলাস কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।