স্বরচিত কবিতা :শৈশবের মধুর স্মৃতি
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
জান্নাতুল ফেরদৌস শেলি
শৈশব এক মধুর অধ্যায়
যেখানে প্রতিটি সময় ছিল হাসিখুশিতে ভরা।
সকালে পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙতো
স্কুলে যাওয়ার পথে সে কি আনন্দ।
বান্ধবীদের সাথে মারামারি ঝগড়া
আবার এক হয়ে করতাম খেলা।
টিফিনের ঘন্টায় মাঠে গিয়ে দৌড়াতাম
গোল্লাছুট, বৌচি কত খেলা খেলতাম।
স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে
কারো গাছের আম চুরি তো কারো গাছের পেয়ারা
বাড়ি ফিরে মায়ের হাতের বকুনি আর নালিশ-
সব মিলিয়ে শেষ হতো এক বেলা।
কখনো বড়ই পারতে যাওয়া
কখনো আবার পুকুরে অনেক ঝাপাঝাপি করা
আবার মায়ের হাতের বকুনি আর মার খাওয়া।
এখনো মনে পড়লে চোখ ভিজে যায়!
ঈদের নতুন জামার সুবাশ- এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
সাথে মিষ্টি পায়েস আর সেমাই
আহা কতইনা মধুর ছিল সেই শৈশব।
সময়ের চাকা উল্টে যদি যেতে পারতাম
আমার সেই শৈশবে।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 ফটো ডিজাইন ক্যানভা অ্যাপ। অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
X-promotion
ছোটবেলার স্মৃতি নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। অনেক ছোটখাটো মুহুর্ত উঠে এলো। পড়তে পড়তে নিজেও চলে গেলাম ছেলেবেলার মুহুর্তে৷ কত কত স্মৃতি। আর সবই যেন মধুর। আমাদের সোনার দিনগুলো খাঁচা ছেড়ে বেরিয়ে যাবার পর মনে হয় দিনগুলো সোনার ছিল। ভালো লাগল লেখাটি।
আসলেই শৈশব সোনার দিন ছিল।আফসোস হয় মাঝে মাঝে আবার যদি ফিরতে পারতাম।
আপনি আজকে শৈশবের মধুর স্মৃতি কবিতাটা অনেক সুন্দর করে লিখেছেন। আপনার লেখা আজকের এই কবিতা আমার কাছে পড়তে খুব ভালো লেগেছে। শৈশবের মধুর স্মৃতির অনুভূতি গুলো আপনি অনেক সুন্দর করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন। পুরো কবিতা পড়ে মনটা একেবারে ভালো হয়ে গেলো।
ধন্যবাদ আপু এরকম প্রশংসা পেলে আসলেই ভালো লাগে।
চেষ্টা করলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনই আমাদের এই কমিউনিটি কমবেশি সবাই কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। আর ঠিক তেমনি ভাবে আপনি নিজেও কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করছেন বলেই আপনি এখন সুন্দর সুন্দর কবিতা লিখতে পারছেন। এই কবিতাটা অনেক বেশি দারুন হয়েছে কিন্তু।
আপনাদের অনুপ্রেরণায় আমাকে উদ্ভুদ্ধ করে।
ছোটবেলার কথাগুলো এখনো ভুলতে পারিনা। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের সবথেকে মধু মাখা সময় ছিল শৈশব। শৈশবের প্রতিটি স্মৃতি মনে পড়লে ফিরে যেতে ইচ্ছে করে শৈশবে। আপনার লেখা কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আপু। সত্যি শৈশবে কোন চিন্তা ছিল না কত আনন্দ ছিল মনে। শৈশবের আম চুরি করে খাওয়ার ব্যাপারটা অসম্ভব সুন্দর ছিল। শৈশবে কাটানো প্রতিটি মুহূর্তই কতটা দামি ছিল সেটা এখন বুঝতে পারি। সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আসলেই আপু সেই শৈশব আর ফিরে পাওয়া মুশকিল।
শৈশবটা সত্যি আমাদের যেন এমনই ছিল। কখনো বন্ধুদের সাথে মারামারি হাতাহাতি আবার কখনো একসাথে খেলাধুলা। আবার কখনো খেলতে যাওয়া গাছ থেকে ফল পেড়ে খাওয়া। কতই না সুন্দর গ্রামীন জীবনের শৈশব ছিল আমারও। অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবিতার অক্ষরে। যেন আমিও আমার সেই স্মৃতি খুঁজে পেলাম কবিতা আবৃত্তি করতে গিয়ে।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ আপনি দেখতেছি শৈশব স্মৃতি নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।শৈশবের মধুর স্মৃতি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষের শৈশবে অনেক স্মৃতি থাকে। এবং ভিন্ন রকম অনুভূতি দিয়ে শৈশবের স্মৃতি নিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
খেলা নিয়ে বন্ধুদের সাথে মারামারি। আবার ওদের সাথেই খেলতে যাওয়া। গ্রীষ্মের দুপুরে সবাই মিলে পুকুরে ঝাপাঝাপি আহ সেই দিনগুলো অনেক মিস করি আপু। দারুণ লিখেছেন আপনি কবিতা টা। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।