লেভেল ২ হতে আমার অর্জন – By @sparkprotap
আমার বাংলা ব্লগ এর সকল সদস্য ও এডমিন পেনেলের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার, মুসলিম ভাই বোনদের জানাই আদাব ও অন্নান ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
আজকে আমি লেভেল-০২ লিখিত পরিক্ষা দিতে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন।
লেভেল-০২ ক্লাসে আমাদের সব কিছু গুরুত্ব দিয়ে বুঝতে হবে। একটু অসতর্ক হলেই সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। কোন হেকার আইডি হেক করে সব কিছু নিয়ে নিতে পারবে।
লেভেল ২ এ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হলোঃ-
- Key Security
- Power Up
- Delegation
- Wallet
Key Security:
যখন কেউ স্টিমিট এ একাউন্ট তৈরী করি তখন আমাদের কে অনেক গুলো কী দিয়ে থাকে। একেক টা কী এর কাজ আলাদা আলাদা।
কী দুই প্রকারঃ
১. প্রাইবেট কী ও
২. পাবলিস কী।
এগুলোকে আবার ৪ প্রকার।
১. পোষ্টিং কী,
২. অ্যাক্টিভ কী,
৩. ওনার কী ও
৪. মেমো কী।
১. পোষ্টিং কীঃ
সোশ্যাল একটিভিটির জন্য পোষ্টিং কী ব্যবহার করা হয়।
পোষ্টিং কী এর কাজ গুলো হলোঃ
পোস্ট ও কমেন্ট করা
পোস্ট ও কমেন্ট এডিট করা
আপভোট ও ডাউনভোট দেয়া
কোন পোস্ট রিস্টিম (Resteem) করা
কাউকে ফলো ও আনফলো করা
কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা
২. অ্যাক্টিভ কীঃ
কোন আর্থিক কাজ করার জন্য অ্যাক্টিভ কী ব্যবহার করা হয়।
অ্যাক্টিভ কী এর কাজ গুলো হলোঃ
ট্রান্সফারের কাজ।
পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
SBD Steem কনভার্সন
উইটনেস ভোট দেয়া
কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া
প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন
নতুন ব্যবহারকারী তৈরি করা।
৩. ওনার কীঃ
উনার কী হলো মালিকানা কী। এই কী যার কাছে থাকবে সেই একাউন্টের মালিক দাবী করতে পারবে।
ওনার কী এর কাজ গুলো হলোঃ
উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করতে
একাউন্ট রিকভার করতে
ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে ।
৪. মেমো কীঃ
যদি কোন প্রাইভেট মেসেজ পাঠাতে বা পেতে চাইলে, সেটাকে সংকেতে পরিবর্তন করে পাঠাতে চাইলে মেমো কী প্রয়োজন হয়।
মোমো কী এর কাজ গুলো হলোঃ
এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে
কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে
মাস্টার পাসওয়ার্ডঃ
যে পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কার্যক্রম করা যায় সেটাই মাস্টার পাসওয়ার্ড। সব কী গুলোর মাথা হলো মাস্টার পাসওয়ার্ড।
মাস্টার পাসওয়ার্ড এর কাজঃ
একাউন্ট রিকভার করতে।
কোন কী রিকভার করতে।
মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার প্ল্যানঃ
অফ লাইনে, অন লাইনে রাখতে পারি।
ডাইরিতে লিখে রাখতে পারি।
গুগুল ডাইভ এ রাখতে পারি।
প্রিন্ট আউট করে রাখতে পারি।
পেনডাইভ এ রাখতে পারি।
অতিরিক্ত ১ টা সংখ্যা লিখে রাখতে পারি যাতে কারো হাতে পরলেও সে কোন কাজ না করতে পারে।
পাওয়ার আপ যে কারনে জরুরীঃ
স্টিম-কে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার-এ কনভার্ট করাকে বলে পাওয়ার আপ।
ওয়ালেটে বেশি স্টিম পাওয়ার (SP) থাকলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়।
অল্প সময়ে বেশী আয় করতে।
পাওয়ার আপ করে রাখলে স্টিমগুলো সুরক্ষিত থাকে।
পাওয়ার আপ করে ডেলিগেশন করা যায়।
পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে নিচে দেওয়া হলোঃ
প্রথমে আমাদের স্টিমিটে যেতে হবে।
পরে অ্যাক্টিভ কী দিয়ে লগ ইন করে ওয়ালেট এ প্রবেশ করতে হবে।
Steem ড্রব ডাউন বাটনে চাপ দিতে হতে হবে।
পাওয়ার আপ এ চাপ দিতে হবে।
Convert to STEEM POWER বক্স আসবে। Amount এর ঘরে যত স্টিম পাওয়ার করবো তা লিখতে হবে।
সর্বোশেষ Power Up বাটনে ক্লিক করলেই পাওয়ার আপ হয়ে যাবে।
সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন বা ৭২ ঘন্টা পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ।
মেমো ফিল্ড এর কাজঃ
কোন পারপাসে ট্রান্সফার করা হবে সেটা লেখার জন্য মেমো ফিল্ড ব্যবহার করা হয়।
ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।
আমি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছি। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করলে ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আমাকে ৩০০ এস.পি লিখতে হবে। কারন আগে করেছি ২০০ তার সাথে যোগ করতে হবে ১০০ মোট হবে ৩০০।
আমাকে লেভেল-০২ তে পরিক্ষায় অংশগ্রহন করার সুযোগ দেওয়ার জন্য আমার বাংলা ব্লগ এর সকলকে অশেষ ধন্যবাদ। পরিক্ষায় ভূল-ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
খুবই গুরুত্বপূর্ণ একটি লেভেল এবং আপনি সেটি খুব চমৎকারভাবে আয়ত্ত করতে পেরেছেন দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে এগিয়ে যান সব সময় এই কামনা করি।
গুরুত্বপূর্ণ একটি লেভেলের পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা ভালো ভাবে দিয়েছেন যা দেখে বোঝা যাচ্ছে। পরবর্তী লেভেল গুলোর জন্য অনেক শুভকামনা রইলো। দোয়া করি দূত ভেরিফিকেশন হয়ে যান।
আপনি অনেক সুন্দর ভাবে লেভেল ২ এর পরীক্ষা দিয়েছেন ।এ লেভেলটা অনেক গুরুত্বপূর্ণ একটি লেভেল আশা করি আপনি পরবর্তী লেভেল গুলোতে অনেক কিছু শিখবেন।