সবজির সাথে মাশের ডাল দিয়ে নিরামিষ রেসিপি....

সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন এক রেসেপি নিয়ে হাজির হয়েছি। ডাল সবজির রেসেপি ভিন্ন এক স্বাধ। মা একদিন রান্না করেছিলো খেতে দারুন। তাই আমি নিজে রান্না করার চেষ্টা করলাম। রাধা অষ্টমীর উপবাস ছিলাম, পারণের দিন নিরামিষ খেতে হয়, স্ত্রী-কে বললাম আজকে আমি রান্না করবো ,সে আমাকে কাজে সাহায্য করলো।

WhatsApp Image 2022-09-06 at 8.19.17 PM.jpeg

উপকরণসমূহ


উপকরণপরিমান
মিষ্টি আলু২ টা
লাউপরিমান মতো
আলু৫ টি
কচুর মুখি১টা
ডাটা১ টি
পটল২টা
পেঁপে১ টি
পুঁই শাক১ টি শাখা
পাঁচফোঁড়নপরিমান মতো
জিরাপরিমান মতো
তেজ পাতা২টি
শুকনো মরিচ২টি
কাচাঁ মরিচপরিমান মতো
লবণস্বাদ মতো
হলুদ ফাকি১ চা-চামচ
মরিচ ফাকি১.৫ চা-চামচ
তেলপরিমান মতো
আদা১ টুকরো
মাশের ডাল১/২ কাপ

1454.jpg

প্রস্তুতপ্রণালী


ধাপ ১।
প্রথমে চুলা জালিয়ে কড়াইয়ে তেল দিয়েছি। তেল গরম হলে তেজ-পাতা, শুকনা মরিচ, জিরা-মসলা দিয়ে দিলাম। ভালো নাড়িয়ে ভেঁজে নিয়েছি।

WhatsApp Image 2022-09-06 at 8.18.29 PM.jpeg

ধাপ ২।
তারপর হলুদ-মরিচ গুড়ো, লবণ দিয়ে সবজি গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, পরিমান মতো জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি।

WhatsApp Image 2022-09-06 at 8.18.31 PM (1).jpeg

WhatsApp Image 2022-09-06 at 8.19.14 PM.jpeg

ধাপ ৩।
কিছু ক্ষণ পর একটু নাড়িয়ে দিতে হবে, যাতে করে সব গুলো সবজি সিদ্ধ হয়।

WhatsApp Image 2022-09-06 at 8.19.15 PM (2).jpeg

ধাপ ৪।
কাচা মরিচ ও আদা গুলো দিয়েছি। আমি একটু ঝাল পছন্দ করি তাই কাঁচা মরিচ বেশি দিয়েদিলাম।

WhatsApp Image 2022-09-06 at 8.19.13 PM.jpeg

WhatsApp Image 2022-09-06 at 8.18.27 PM.jpeg

ধাপ ৫।
তার পরে ডাল গুলো সবজির উপরে ছড়িয়ে দিয়েছি। ডাল মোটামুটি সিদ্ধ হওয়ার পরে জিরা-মসলা ভাটা দিয়ে দিলাম। কিছু ক্ষণ পরে নামিয়ে নিলাম। ডাল গুলো সবজির গায়ে লেগে আছে।

IMG20220905092540.jpg

আমি আগে রান্না করি নাই, মেসে থাকার সময় একটু ভাত, ডিম ভাজি এছাড়া কিছু করা হয় নাই। নিজে রান্নার করার একটা মজা আছে যা আমি প্রথম অনুভব করিলাম। আমার স্ত্রী আমাকে সম্পূর্ণ সাহায্য করেছেন,কোন সময় কি দিতে হবে। অনেক কিছু শেখার আছে। আমার বাংলা ব্লগে না আসলে মনে হয় অনেক কিছু শেখা বাকি রয়ে যেত। আমার বাংলা ব্লগ কমিনিউটির সবাইকে অসংখ্য ধন্যবাদ।

1.png

আমি বাঙালি বাংলা বলতে ভালোবাসি বাংলা আমার ভাষা,
লেখা-লেখি করবো বাংলা ভাষায়,
”আমার বাংলা ব্লগ” কমিনিউটি-তে এটাই আমার আশা।।

1 - Copy.png

animasi-bergerak-terima-kasih-0078.gif

Amar Bangla block.gif

logo.gif

Sort:  
 2 years ago (edited)

সবজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিভিন্ন ধরনের মিশালি সবজি খেতে আরো বেশি ভালো লাগে। মাসকলায় দিয়ে সবজি কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার কাছ থেকে শিখে নিলাম। একদিন বাসার ট্রাই করে দেখব। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

বিভিন্ন সবজি দিয়ে নিরামিষ খেতে আমার অনেক ভালো লাগে। এই নিরামিষ আমি শীতের দিন খেতে অনেক পছন্দ করি। কিন্তু মাশের ডাল কি ঠিক চিনলাম না দাদা।আপনি খুব সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

IMG20220905081114.jpg

দেখেন তো আপু চিনতে পারেন কিনা।।।

সবজি বরাবরই আমার খুব পছন্দের। এবং তার সাথে যদি হয় অনেক প্রকার সবজি এবং ডাল তাহলে কোন কথাই নেই। আমার তো খুব ভালো লেগেছে আপনার রান্না।

 2 years ago 

রেসিপিটি আমার খুবই পছন্দ হয়েছে, এতে করে সবজির টেস্ট আরো কয়েকগুণ বেড়ে যাবে। খুবই সুন্দর এবং ইউনিক একটি রেসিপি ছিল শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

সবজি খেতে ভিশন মজা লাগে আমার কাছে। সবজি হলে আমার অন্য কোন তরকারী দরকার হয় না। সবজি রান্নার মধ্যে মাশের ডাউল একটু বেশি করে দিয়ে রান্না করলে বেশি মজা হয়। সবজি রান্নার পদ্ধতি টা সহজ ছিল। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ছেলে বা মেয়ে সবাইকে সব কিছু শিখে রাখা দরকার কখন কার দরকার পরে বলা যায়।ভবিষ্যতে আপনার আরো রেসিপি দেখতে পাবো আশা করি।

আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। রান্নাতে আনন্দ আছে। দোয়া করবেন, আপনাদের অনুপেরনা পেলে চেষ্টা করবো।।। ধন্যবাদ আপু...

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 94693.28
ETH 3119.47
USDT 1.00
SBD 3.05