লেভেল -৪ থেকে আমার অর্জন। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, নিশ্চয়ই ভালো।আমিও বেশ ভাল আছি।
আমার বাংলা ব্লগের সাথে আমার পথ চলা দুই মাস পেরিয়ে গেছে ।এই দুই মাসে আমি এবিবি স্কুলে নিয়মিত ক্লাস করেছি। ইতিমধ্যেই আমি পার করে ফেলেছি লেভেল-1,লেভেল-2,লেভেল-3,এখন অপেক্ষায় আছি লেভেল -4 পার করে লেভেল-5 এ যাবার জন্য। এরই মধ্যে লেভেল --4 এর মৌখিক পরীক্ষায় পাশ করেছি তাই আজ লিখিত পরীক্ষায় বসেছি।লেভেল -4 এ আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি, যেগুলো পরবর্তীতে আমার বাংলা ব্লগের সাথে পথ চলাকে মসৃণ করবে। লেভেল-4 এ যে বিষয়গুলো সম্পর্কে জেনেছি চেষ্টা করছি সেই বিষয়গুলো শেয়ার করতে।
★ p2p কি?
p2p হচ্ছে পারসন টু পারসন ট্রান্সফার। স্টিমিট এ যখন দুজন ব্যক্তির মধ্যে কোন লেনদেন হয় তখন তাকে p2p।
আমার বাংলা ব্লগে p2p ট্রানজেকশনকে একেবারে অনুৎসাহিত করা হয়েছে ।
p2p মাধ্যমে আপনার স্টিমিট অ্যাকাউন্ট থেকে @level4test একাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রীনশট শেয়ার করুন।
P2p এর মাধ্যমে আপনার steemit একাউন্ট হতে @level4test একাউন্টে 0.001 steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
p2p এর মাধ্যমে আপনার steemit একাউন্ট হতে @level4test একাউন্টে 0.00 1 Trx সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। ও স্ক্রীনশট শেয়ার করুন
আপনার Steemit আ্যকাউন্ট থেকে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
আপনার Steemit আ্যকাউন্ট থেকে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
আপনার Steemit আ্যকাউন্ট থেকে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
আমরা এই লেভেল শিখলাম আমাদের ওয়ালেটে জমা হওয়া Steem,SBD,Trx কিভাবে খুব সহজেই এবং নিরাপদ ভাবে পরিবর্তন করতে পারি। আজকের মত এটুকুই। সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।
লেবেল ৪ পরীক্ষায় আপনাকে স্বাগতম, আপনি আপনার পোষ্টের মাধ্যমে পোলোনিক্স থেকে কিভাবে ইউএসডিটি তে স্টিম কনভার্ট করা যায় এর ফুল প্রসেস আমাদের মাঝে শেয়ার করেছেন । এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হল p2p ট্রানজেকশন আমাদের কমিউনিটি তে নিষিদ্ধ এটি অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে।
আপনি বেশ গুছিয়ে সব কিছু দেখিয়েছেন তার জন্যে আপনাকে ধন্যবাদ আপু।
আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সব নিয়ম, কানুন মেনে কাজ করবেন।
শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ আপনাকেও।