দারুন স্বাদের তন্দুরি চিকেন। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা কেমন সবাই নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি।

প্রচুর ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় গরম গরম কাবাব খেতে নিশ্চয়ই ভালো লাগে? সবার আমার তো ভীষণ ভালো লাগে। বাচ্চাটাও চিকেন খুব পছন্দ করে। শীতের এই সময়টায় নানের সাথে চিকেন তান্দুরির জুড়ি মেলা ভার আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো কথাই নাই।গতকাল আমার বাচ্চার জন্য বানিয়েছিলাম চিকেন তান্দুরি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।


received_1083360549092626.jpeg

উপকরণ

মজাদার এই চিকেন তান্দুরি বানাতে খুব বেশি উপকরণ
দরকার হয়না তবে চিকেন পোড়ানোর জন্য জালিটা জরুরি।

Polish_20211220_125854983.jpg


উপকরণপরিমান
আস্ত মুরগি১টা
আদা বাটা২ চা চামচ
রসুন বাটা২চা চামচ
পেয়াজ বাটা২ চা চামচ
মরিচের গুড়া৩চা চামচ
ধনে গুড়া১ চামচ
হলুদ গুড়া১ চা চামচ
তান্দুরি মসলা৩ চা চামচ
সয়াসস১ টেবিল চামচ
লবনপরিমান মত
সরিষার তেল২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালিঃ

প্রথম ধাপঃ

প্রথমে মুরগির মাংসের টুকরো গুলো ভালো ভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

20211219_132721.jpg

দ্বিতীয় ধাপঃ

এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা,হলুদের গুড়া,ধনে গুড়া,মরিচের গুড়া,সয়াসস সস,লবন,তান্দুরি মসলা দিয়ে ভালো ভাবে মাখাতে হবে। এরপর অল্প পরিমান সরিষার তেল দিয়ে ১ ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে হবে।

20211217_134819.jpg

তৃতীয় ধাপঃ

এবারে মেরিনেট করে রাখা মাংস গুলো একটা ফ্রাই প্যানে অল্প আচে ১০-১৫ মিনিট সিদ্ধ করে নিতে হবে। বাড়তি পানি না দিলেও চলবে কারণ মেরিনেট করে রাখা মাংস থেকে যে পানি বের হবে তা থেকেই মাংস সিদ্ধ হয়ে যাবে।

20211217_135833.jpg

চতুর্থ ধাপঃ

মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর মাংসের উপর ভালো ভাবে সরিষার তেল ব্রাস করে স্টিলের জালিতে সাজিয়ে নিতে হবে।

20211217_142311.jpg

পঞ্চম ধাপঃ

তান্দুরি চিকেন বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি।চুলার আচ বাড়িয়ে দিয়ে মাংস গুলো ভালো ভাবে পুড়াতে হবে। মাংসের এক পিঠ পুড়ানো হলে আবার সরিষার তেল ব্রাশ করে নিতে হবে এরপর উল্টো পিঠ পুড়াতে হবে। এবং কিছুক্ষণ পর পর সিদ্ধ করার সময় যে মসলাগুলো বেচেছিলো সেগুলি মাংসের গায়ে লাগিয়ে নিতে হবে। মাংস এবং মসলা ভালো ভাবে পোড়ানো হলে যখন সুন্দর ঘ্রান বের হবে তখনই নামিয়ে ফেলতে হবে চুলা থেকে। এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার চিকেন তান্দুরি।

received_981202626114134.jpeg

আমি সোনিয়া বাংলাদেশি, বাংলায় লিখি গান কবিতা। অবসর কাটে গান শুনে, বই পড়ে। ভালো লাগে পাহাড় আর সমুদ্রে ঘুরতে। প্রকৃতি থেকে খুঁজে পাই লেখার উপাদান।

Sort:  
 3 years ago 

আমার কাছে চিকেন মানেই খুশির দিন পেটপুরে খাওয়ার দিন 😋☺️। প্রথমত রেসিপিটি দেখেই আমার জিভে জল চলে এসেছে এবং এই রেসিপিটি আপনি অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই লোভনীয় একটি চিকেন ফ্রাই আপনি প্রস্তুত করেছেন দেখে আর লোভ সামলানো যাচ্ছে না দেখেই জিভে জল চলে আসলো মনে হচ্ছে খেতেও খুব সুস্বাদু হবে প্রস্তুত প্রণালি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কাছে চিকেন খেতে খুবই ভালো লাগে। তন্দুরি চিকেন খেতে তো আরো বেশি ভালো লাগে। আপনার এই রেসিপিটা দেখে আমার জিভে জল চলে এসেছে। দেখতে খুবই লোভনীয় আর আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে এটা উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

এই শীতে গরম গরম চিকেন তান্দুরি খেতে খুবই মজা লাগার কথা ।আপু আপনার চিকেন তান্দুরি টা দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছিল ।দেখে তো জিভে জল চলে আসছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়ে দিয়েছেন ।ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ! দারুণতো খুব সহজেই তৈরী করা যাবে বাড়ীতে স্বাদের তান্দুরি চিকেন, মাস্তি হবে এখন বাড়ীতে, শীতের সন্ধ্যা হবে আরো বেশী স্বাদময়। ধন্যবাদ রেসিপিটি উপস্থাপন করার জন্য।

 3 years ago 

সামনে থার্টি ফার্স্ট কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

আপু আপনার তান্দুরি চিকেন রেসিপিটি দেখে মনে
হচ্ছে খুবই মজাদার হয়েছে , আর আমার মত চিকেন যাদের পছন্দ তাদের তো লোভ সামলানোই মুশকিল 😅
আমি অবশ্যই আপনার এত সুন্দর রেসিপিটি ট্রাই করব, ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58559.96
ETH 3156.41
USDT 1.00
SBD 2.44