You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: মহাভারত মার্ডার্স-মহাপ্রস্থানিক পর্ব & স্বর্গরোহন পর্ব ( পর্ব ১১ & ১২ )
সমাজ পরিস্থিতি আমাদের অনেক সময় অনেকভাবে পালটে দিতে পারে যা কখনো কখনো খুব ভয়ানক অবস্থার জন্ম দিতে সক্ষম।
গল্পের শেষ দুই পর্ব আমাদের সেরকমই কিছুটা ইঙ্গিত দেয়।
সমাজের উঁচু স্তরের মানুষ জন অনেক সময় অনেক অপরাধ খুব ঠান্ডা মাথায় সেরে নেয় সমাজের নিচুস্তরে থাকা মানুষের দ্বারা। মানুষের ক্ষোভ যে কি ভয়ানক রুপ নিতে পারে তার স্পষ্ট দৃশ্য "মহাভারত মার্ডার্স" এ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
খুব সুক্ষ্মভাবে সৌমিক হালদার ক্রাইম থ্রিল টা উপস্থাপন করে গেছেন এ সিরিজের প্রতিটা পর্বে, যা যে কাউকে শিহরিত করতে বাধ্য করবে। এটাই আসলে থ্রিল ধাচের কনটেন্ট এর মজা যে আমরা প্রাথমিকভাবে যা ভাবি শেষের চিত্রটা একদম আলাদা হয়ে যায়। কিভাবে অপরাধের তীর তার দিক পরিবর্তন করছিলো তা দেখে সত্যি হতবাক না হয়ে উপায় নেই।
ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা থ্রিলার সিরিজ আমাদের সাথে শেয়ার করার জন্য।
গল্পের শেষ দুই পর্ব আমাদের সেরকমই কিছুটা ইঙ্গিত দেয়।
সমাজের উঁচু স্তরের মানুষ জন অনেক সময় অনেক অপরাধ খুব ঠান্ডা মাথায় সেরে নেয় সমাজের নিচুস্তরে থাকা মানুষের দ্বারা। মানুষের ক্ষোভ যে কি ভয়ানক রুপ নিতে পারে তার স্পষ্ট দৃশ্য "মহাভারত মার্ডার্স" এ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
খুব সুক্ষ্মভাবে সৌমিক হালদার ক্রাইম থ্রিল টা উপস্থাপন করে গেছেন এ সিরিজের প্রতিটা পর্বে, যা যে কাউকে শিহরিত করতে বাধ্য করবে। এটাই আসলে থ্রিল ধাচের কনটেন্ট এর মজা যে আমরা প্রাথমিকভাবে যা ভাবি শেষের চিত্রটা একদম আলাদা হয়ে যায়। কিভাবে অপরাধের তীর তার দিক পরিবর্তন করছিলো তা দেখে সত্যি হতবাক না হয়ে উপায় নেই।
ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা থ্রিলার সিরিজ আমাদের সাথে শেয়ার করার জন্য।