You are viewing a single comment's thread from:

RE: স্টিমিট কমিনিটি অবজার্ভ - পার্ট ০১


আমি একজন steemit প্রেমী হিসেবে বলতে চাই আপনার এই উদ্যোগ টা সম্পূর্ণ ইতিবাচক। প্লাটফরমের সেরা ট্রেন্ডিং পোস্ট গুলোর মধ্যে আমি অনেক পোস্ট দেখি। তার অধিকাংশ পোস্ট খুবই খারাপ। যা আমাকে সত্যিই মন থেকে কষ্ট দেয়। তারা দুই তিন লাইন চাইনিজ কোরিয়ান ভাষা লিখেই শত ডলার নিয়ে নিচ্ছে। তাদের বিরুদ্ধে বলার খুব ইচ্ছা হয় আমার কিন্তু আমি নগণ্য বলে তাদের কিছু বলতে পারি না। তবে আপনি যেহেতু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চিন্তা করেছেন, আমি এটা নিঃসন্দেহে করতে পাড়ি। আমি @rex-sumon ভাইয়ের টিমে কাজ করার জন্য সর্বদা প্রস্তুত। আপনার কাছে থেকে এরকম একটি বিজ্ঞপ্তি আমাকে ভোট চাষ কারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। আমি চাই পুরো steemit প্ল্যাটফর্ম একটি সচ্ছ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত হোক। আমি একজন সেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আগ্রহী। আশা করছি আমাকে পর্যালোচনা করে বিবেচনা করা হবে।

শুভ কামনা রইলো আপনার জন্য 🤞

Sort:  

কোরিয়ান আর চাইনিজ যারা ১-২০০$ এর ভোট নিচ্ছে ছোট পোস্ট করে। তারা ৯০% মানুষই স্টীম বিক্রি করে না৷ ওরা সব সময় পাওয়ার আপ করেন এটা ওদের ওয়ালেটে ঢুকলে আপনি বুঝতে পারবেন৷ কোরিয়ান ২ টা কমিউনিটি আছে টপ৷ এদের ব্যপারে না যাওয়াই ভালো৷

কিন্তু তারা ত ম্যাক্রো পোস্ট করছে প্রতিনিয়ত, এটা কি steemit প্লাটফর্মে ইতিবাচক?

ঠিক। তবে তারা যে ভোট পায়৷ তার থেকে যে স্টীম তারা পায়। সবটুকুই তারা পাওয়ার আপ করে স্টীমিট প্লাটফর্মের পাশে থাকেন৷ তারা স্টীমিটের ক্ষতি করতেছেন না৷ তারা স্টীমিট ৩০% শতাংশ নিজেরা ধরে আছেন। আর তাদের নির্দিষ্ট ২-৩ টি কমিউনিটি আছে। তাই তাদেরকে তাদের মত কাজ করতে দেওয়া যায়।

Ok টিম গঠন করা হলে সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আশা করছি। আমরা টিম লিডারের গাইডলাইন অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ।

হ্যা।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101211.27
ETH 3680.97
USDT 1.00
SBD 3.14