||প্রকৃতিকে নিয়ে আমার কিছু ফটোগ্রাফি||১০%সাই - ফক্স এবং ৫%এবিবি - স্কুল

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসাামুআলাইকুম/আদাব রমাদ্বান মোবারক।

আজ,

30 april 2022
১৭ই বৈশাখ ১৪২৯

জকে আপনাদের সামনে প্রকৃতির সুন্দর দৃশ্য নিয়ে আপনাদের সামনে আসলাম,প্রকৃতি এমন যার কাছে গেলে পরান জুড়িয়ে যাবে ,সবুজ শস্য শ্যামলা যেদিক এ তাকাবেন শুধু ভালো লাগা সৃষ্টি হবে ।সবুজ এর কোনো বিকল্প নেই ,অনেক কিছুর খুদ আছে কিন্তু প্রকৃতির কখনো খুদ পাবেন না । প্রকৃতিকে ঘিরে আমরা বেঁচে আছি ,কিন্তু মানুষ এই প্রকৃতির গাছপালা কেটে বড় বড় অট্টালিকা তৈরি করছে ।


আমি হটাৎ বিকেল বেলা নিজের বিরক্তি ভাব কাটানোর জন্য বাহিরে যাই ,বাহিরে গিয়ে নতুন গাছ এর পাতা দেখে চোখ জুড়িয়ে গেলো আমি ২ মাস আগে যেখানে দেখলাম ধুধু মাঠ সেখানে গিয়ে দেখি চারিদিক সবুজ অরণ্যে ভরপুর । তাই নিজের ফ্রেম এ আবদ্ধ করতে বাধ্য হলাম ।

চলুন দেখে আসি ;

ফটোগ্রাফি:০১

20220428_173446.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

রাস্তার দুই পাশ দিয়ে নানান ধরনের গাছ জন্মেছে, বৈশাখ এর বৃষ্টির পানি পেয়ে তারা যেনো নতুন ভাবে তাদের জীবন ফিরে পেয়েছে ।বাগান এর মাঝখান দিয়ে ডোমার - ডিমলা রোড ।রোড দিয়ে গেলে আপনার মন সুয়ে যাবে ।

ফটোগ্রাফি :০২

20220428_173251.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

রাস্তার পাশ দিয়ে আবার ছুটে চলেছে এক ছোট্ট নদী যার নাম সিঙ্গাহারা ।বৈশাখ মাস থেকে এর পানি জমা শুরু হয় এছাড়া সারা বছর হালকা পানি থাকে,তাই কৃষকরা এই নদীর জমিতে পানি কমলে ফসল ফলায়।

ফটোগ্রাফি:০৩

20220428_173834.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

এই নদী আবার বাগান পেরিয়ে দুই নদী মিলিত হয়ে বুড়ি তিস্তাতে রুপান্তর হয় । নদীর উপর পানাগুলো সুন্দর ভাবে ভেসে বেড়াচ্ছে।

ফটোগ্রাফি:০৪

20220428_173921.jpg20220428_173948.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

ব্রিজ এর উপর মানুষ ভুট্টা শুকাতে দেয়। এখন মূলত ভুট্টা ওঠার মৌসুম।ব্রিজ এর উপর ভুট্টা শুকানোর দৃশ্য ভালই লাগছে ,তাই কেমেরাতে আবদ্ধ না করে পারলাম না ।

ফটোগ্রাফি:০৫

20220428_174120.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

যতদূর চোখ যায় শুধু ,ভুট্টা আর ভুট্টা ।কৃষক এই জমিগুলোতে শুধু ভুট্টা আর ধান লাগায়,ফলে ফলন ভালো পায় এবং লাভবান হয় ।

ফটোগ্রাফি:০৬

20220428_175103.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

সেখানে বসে থাকতে থাকতে সূর্য তার নিজের গন্তব্যে পৌঁছায় মানে অস্ত যায় ।তাই নিজের ফোন এর কেমেরা দ্বারা আবদ্ধ করে ফেললাম।



ধন্যবাদ আমার পুরো ফটোগ্রাফি পোস্ট দেখার জন্য ।



কলাম১কলাম২
ক্যামেরাস্যামসাং m ২১
অবস্থানডিমলা ফরেস্ট সংলগ্ন


UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN (1).png

নিজের সম্পর্কে কিছু কথা :

20220428_173341.jpg

আমি একজন স্বাধীন চিত্তপ্রিয় মানুষ। আমি একজন এবিবি স্কুলের একজন ছাত্র। আমি এখানে নতুন কিছু শিখতে এসেছি। আমি মনেপ্রাণে বিশ্বাস করি শেখার কোন শেষ নেই। আমার উপার্জিত কিছু অংশ অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতে চাই।

UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN (1).png

Sort:  
 3 years ago 

প্রকৃতিকে নিয়ে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন ভাইয়া। আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া, প্রকৃতির বর্ণনা গুলো কোন ভাবে লিখে বোঝানো সম্ভব না। প্রকৃতিকে দেখে তার আনন্দ অনুভব করা যায়। ছবিগুলো অসাধারণ হয়েছে ভাইয়া । প্রতিটি ছবি আপনি আপনার ফোনে অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে প্রকৃতিকে নিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন দেখতে অসাধারণ হয়েছে। ভুট্টা হাতে নিয়ে ছবিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন। প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা গুলো আসলেই লিখে বোঝানো সম্ভব নয়। ছবিগুলো এককথায় দারুন ছিল। প্রত্যেকটি ছবি অসাধারণ হয়েছে। বর্ষার বৃষ্টির পানি মাটিতে প্রাণ ফিরিয়ে আনে চারিদিকে হয়ে ওঠে সবুজ আর সবুজ। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

চমৎকার সব ফটোগ্রাফি দেখলাম। প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা সবুজের সৌন্দর্য আমার মন কেরেছে। প্রকৃতির সৌন্দর্য ক্যামেরায় বন্দী করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটি ছবি এক কথায় অসাধারণ। প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে দেখতেও ভালো লাগে। খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন আপনি। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ৩ এবং ৬ নম্বর ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আসলে প্রকৃতি নিজে থেকেই অনেক সুন্দর প্রকৃতির মাঝে ঘুরতে প্রকৃতির ফটোগ্রাফি করতে বরাবরই আমার খুব ভালো লাগে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন খুবই ভালো লাগলো দেখে সবুজে মেলানো ফটোগ্রাফি শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন সেই সাথে দারুন ভাবে বর্ণনা করেছেন এবং আপনার অনুভূতি শেয়ার করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।

 3 years ago 

প্রকৃতির সৌন্দর্য ফটোগ্রাফি মানে অন্যরকম একটা অনুভূতির কাজ করে। ফটোগ্রাফি গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য প্রকাশ করেছেন। ভালোই লাগলো বেশ। সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো ছিলো। ভাইয়া ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি অনেক সুন্দর প্রাকৃতিক নিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার করা প্রত্যেকটি ফটোগ্রাফি। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

গ্রামের এরকম খোলা মাঠ দেখতে আমার অনেক ভালো লাগে। নিজেকে প্রকৃতির মাঝে রাখতে সব সময়ে খুবই পছন্দ করি। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে প্রকৃতির কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলে ধরলেন। যা দেখে সত্যিই অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে অবস্থান করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 94693.28
ETH 3119.47
USDT 1.00
SBD 3.05