|দিনাজপুর চঞ্চল রিসোর্ট ভ্রমণ||১০% সাই - ফক্স এবং ৫% এবিবি - স্কুল এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ,আদাব।

আজ ,

১ ই আষাঢ় ১৪২৮
১৫ ই জুন ২০২২



আমার বাংলা ব্লগ এর সকল সদস্য গণ আশা করতেছি ভালো আছেন ,আমিও ভালো আছি ।আজ বন্ধুদের নিয়ে চঞ্চল রিসোর্ট ভ্রমণ করার অভিজ্ঞতা শেয়ার করবো ।

20220606_135652.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:দিনাজপুর ,চঞ্চল রিসোর্ট।

আসলে প্রত্যেকটা মানুষ এর জীবনে বন্ধু নামক শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। বন্ধু সারা জীবন এর কঠিনতম পথ পাড়ি দেওয়া অসম্ভব ।আপনি চাইলেও পরিবারের সাথে যেই মজাটা করতে পারবেন না সেটা একমাত্র বন্ধুদের সাথে সেই মজা টা করা সম্ভব । যাই হোক কাজের কোথায় আসি অনেকদিন যাবৎ আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার বিখ্যাত চঞ্চল রিসোর্ট এ যাওয়ার কথা চলতেছিল কিন্তু যাওয়া এর হয়ে উঠে না তো হটাৎ ১২ই জুন দিবাগত রাতে প্লান করি যে ১৩ ই জুন আমরা যাব ।সকল এর সম্মতি দেয় যে অনেকদিন ধরে তো বলা হয় কিন্তু যাওয়া আর হয় না তো চলো সবাই যাই ।সেখানে যাওয়ার মূল উদ্দেশ্যই হলো সুইমিং পুল এ গোসল করা ।এরপর আমরা সেখানে যাওয়ার জন্য রওনা হই,অটো ঠিক করা হয় ১৫০ টাকা দিয়ে ,দিনাজপুর থেকে একটু বাহিরেই এই রিসোর্টটি অবস্থিত ।এরপর আমরা সেখানে গিয়ে টিকেট কাটা হয়।

20220606_133155.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:দিনাজপুর ,চঞ্চল রিসোর্ট।

প্রবেশ মূল্য ৫০ টাকা এবং সুইমিং এ গোসল করার জন্য ১০০ টাকা করে টিকেট ক্রয় করা হয় ।আমরা মোট ৫ জন যাই প্রবেশ টিকেট ৫টাই কাটা হয় কিন্তু সুইমিং এর জন্য ৪ টা কাটা হয় ।১ টা টিকেট চালাকি করেই কাটলাম না ,এরপর রিসোর্ট এর ভিতর প্রবেশ করি ,আমাদের মাঝে নিরব প্রচুর ছবি তুলে ।সে ঢুকেই ছবি তোলা শুরু করে বিভিন্ন পজ নেয় ,রাসেল ও একের পর এক ক্লিক করেই যাই ।সবাই ভিতর এ ঢুকে নিরব এর দেখা দেখি আমরাও ছবি তোলা শুরু করি ।

20220606_133957.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:দিনাজপুর ,চঞ্চল রিসোর্ট।

রিসোর্ট এ ঢুকেই এই ফটক টা সামনে পড়ে ,মাঠে একটি ঘোড়া বাঁধা ছিল ,ঘোড়ার সাথে অনেক মজা করেছি সেখানে এরপর আমরা গুটি গুটি পায়ে হেঁটে পরবর্তী ফটক এ যাই সেখানে সেখানকার রাস্তা গুলো একে বেকে ছিল।
20220606_151217.jpg20220606_135247.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:দিনাজপুর ,চঞ্চল রিসোর্ট।

এরপর আমরা এই জায়গা টা দেখতে পাই ,হটাৎ করে তাজবি বলে উঠলো এইটা সুইমিং পুল এর পানি কেনো এত নোংরা ,রাসেল জবাব এ বললো আরে বকা এটা সুইমিং হবে কেনো এটা এমনি পুকুর ।এরপর সেখানে আমরা কিছুক্ষণ কাটানোর পর আমরা সুইমিংপুল এ যাই ।

20220606_150132.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:দিনাজপুর ,চঞ্চল রিসোর্ট।

সুইমিং এ গিয়ে কোনো মতন মোবাইলে আর মানিব্যাগ রেখে কাপড় খুলে সবাই মিলে দিলাম এক ঝাপ ।দিনটা অনেক মেঘাচ্ছন্ন ছিল ,হালকা ঠান্ডাও লাগতেছিলো কেননা রোদ না উঠলে যা হয় কিন্তু আমাদের মন তো আর বাঁধা মানবে না সুইমিং এ আসলে আর কোনদিক এ মন টিকে না । যাই হোক আমরা নামার পর এক লোক বয়স হবে ৩০ বছর ,তিনি এর স্ত্রী ছেলে এর তার শালীকা কে নিয়ে এসেছে ,তার শালীকা অনেক সুন্দর ছিল ।তো লোকটি তার ছেলে কে সাঁতার শেখানোর জন্য পুল এ নামে ,আমরা কি আরো আছি ওনার শালীকাকে দেখে আমাদের একেক জন এর ভাব ভঙ্গি আলাদা রকম হয়ে যায় সবাই শুধু তার দিকে তাকাই ছিলাম ।অবশেষে এ লোকটি চলে যায় ,আমরা তো সবাই আপসোস করা শুরু করলাম ।এরপর শুরু হয় একশন ক্যামেরা দিয়ে পানির নিচে ছবি তোলার প্রতিযোগিতা। যে যেভাবে পাইতেছে সেভাবেই ছবি তুলতেছে ,আমার কেউ পানির নিচেই কুস্তি লড়াই করার ভিডিও ফুটেজ নিতেছে।

FHD0053.JPG

ডিভাইস: মোবাইল
অবস্থান:দিনাজপুর ,চঞ্চল রিসোর্ট।

সেই মুহূর্ত টা সত্যিই অনেক দারুন ছিল ,আসলে এই মজা গুলো একমাত্র বন্ধুরা পাশে থাকলেই সম্ভব ।এরপর আমরা সেখান এ সাঁতার প্রতিযোগিতা করি ,সাঁতার প্রতিযোগিতায় আমরা ৪ জন অংশ নেই আর নিরব সাঁতার না জানতে সে রেফারির দায়িত্ত্ব পালন করে ,আমার পানির নিচে কে কতক্ষন থাকতে পারে , কার কত নিঃশ্বাস সেটা বোঝার জন্য সবাই মিলে ডুব দেই ।কেউ কেউ আবার চিটিং করে উঠে আবার ডুবে ।
20220606_145208.jpg20220606_145422.jpg

ডিভাইস: মোবাইল
অবস্থান:দিনাজপুর ,চঞ্চল রিসোর্ট।

সেখানে সুন্দর মুহূর্ত কাটিয়ে ,এরপর আমরা সেখানে থেকে উঠে হালকা খাওয়া করে আবার দিনাজপুর এর দিকে রওনা দেই ,রাস্তায় আসতে আস্তে সবাই একসাথে ,অনেক ধরনের গান বলি ।রাস্তায় যেতে যেতে একেকজন আবার ছোট ভাইরা স্কুল যাইতেছিল তো নিরব বলে ভাইয়া তোমার সাইকেল এর চাকা ঘুরতেছে হটাৎ করে বলে ছোট ভাইটাও পিছনে তাকায়,এ দেখে আমরা হাসতে হাসতে হাসতে শেষ।এরপর আমরা সকাল এ আমাদের নিজস্ব গন্তব্যে পৌঁছাই।


ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য ।



UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN (2).png

আল্লাহ হাফেজ

UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN (2).png

Sort:  
 2 years ago 

দিনাজপুর চঞ্চল রিসোর্ট ভ্রমণ করতে গিয়ে চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যিই জায়গাটা দেখতে অনেক সুন্দর। আমাদের সবার সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে দিনাজপুরের চঞ্চল রিসোর্ট ভ্রমণ এর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার এই পোস্টটা দেখে বোঝা যাচ্ছে বন্ধুদের সঙ্গে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আপনার সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 60732.06
ETH 2345.63
USDT 1.00
SBD 2.46