||লেভেল ৩ হতে আমার অর্জন||@sojibuddin ১০% সাই - ফক্স এবং ৫% এবিবি - স্কুল

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,আদাব।

20220511_024037.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল মেম্বারগণ কেমন আছেন,আশা করছি ভাল আছেন আমিও ভালো আছি। আজ আমি লেভেল ৩ এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষা দিতে এসেছি। আমি এবিবি স্কুল এর একজন ছাত্র আমি এবিবি স্কুলের লেকচার শিট পড়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতেছি।

প্রশ্ন:মার্কডাউন কি ?

উত্তর: আমাদের নিজস্ব লেখা কনটেন্টকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করার জন্য যে কোডগুলো ব্যবহার করা হয় তাকে মূলত মার্কডাউন বুঝায়। মার্কডাউন এর ফলে পোস্টটি সুন্দরভাবে উপস্থাপন করানো সম্ভব হয়।

প্রশ্ন:মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর: মার্কডাউন কোডের মূল উদ্দেশ্য হইতেছে পোস্টটি দৃষ্টিনন্দন করা । মার্কডাউন ব্যাবহার এর ফলে আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন আনতে পারি যেমন:
১.সোর্স উল্লেখ করতে পারি।
২.লেখাকে ছোট,বড়,মাঝারি করতে পারি।
৩.লেখাকে বোল্ড,ইটালিক করতে পারি।
৪.ছবিকে উপরে,নিচে, ডানে ,বামে নিতে পারি।
৫.টেবিল করতে পারি।
৬.কোনো লেখাকে কোট করে নিতে পারি ইত্যাদি।

এসব কারণে লেখার গুণগতমান উন্নত হয় এবং পাঠক তা উৎসাহের সহিত পরিদর্শন করে এজন্যই মার্কডাউন কোডের গুরুত্তপূর্ণ।

প্রশ্ন:পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তর: লেখার শুরুতেই ৪ টি স্পেস ব্যাবহার করলে পোস্ট এর মার্কডাউন দৃশ্যমান করে দেখানো সম্ভব।

যেমন:

<h3>মার্কডাউনের কোডগুলো দৃশ্যমান</h3>

প্রশ্ন:নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyzLcmZsuME6QS8gYNPoJbZaGeLeSir5LS6sUEcd6u7LtAyd67Ey26wNjun12ykoYo1mBjdMty1XBpmubibLmfobLFXca.jpeg

উত্তর:
|User | Post | Steem Power |
| - - - | - - - | - - - |
| User1 | 10 | 100 |
| User2 | 20 | 9000 |

প্রশ্ন:সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তর:

[প্রথম এ আমরা থার্ড ব্রাকেড এর মাঝখানে লেখাটা লিখবো]( এরপর ওয়েবসাট এর লিঙ্ক আমরা ফাস্ট ব্র্যাকেট এর মাঝখানে দিয়ে ক্লোজ করে দিবো )

সোর্স

প্রশ্ন:বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর:লেখার শুরুতে হ্যাশ দিয়ে স্পেস ব্যাবহার এর ফলে লেখা ছোট থেকে বড় করা সম্ভব নিচে এর সম্পূর্ন বর্ণনা করা হলো।আবার h1,h2, h3, h4, h5, h6 দিয়েও হেডিং ছোট বড় করা যায়।

১ টা হ্যাশ দিলে অনেক বড় সাইজ
২ টা হ্যাশ দিলে বড় সাইজ
৩ টা হ্যাশ দিলে মাঝারি সাইজ
৪ টা হ্যাশ দিলে ছোট সাইজ
৫ টা হ্যাশ দিলে অনেক ছোট সাইজ
৬ টা হ্যাশ দিলে দিলে টিনি সাইজ
আমরা বাংলাদেশ লেখাকে বড় থেকে ছোট করে দেখাবো।

#বাংলাদেশ
##বাংলাদেশ
###বাংলাদেশ
####বাংলাদেশ
#####বাংলাদেশ
######বাংলাদেশ

স্পেস ব্যাবহার করে এর উত্তর নিচে দেখানো হলো:

বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

প্রশ্ন:টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তর:
পোস্ট এর লেখাকে সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য জাস্টিফাই মার্কডাউন ব্যাবহার করা হয়।

জাস্টিফাই মার্কডাউন কোডটি হলো:

<div class="text- justify> প্যারাগ্রাফগুলো < /div>

প্যারাগ্রাফ এর মাঝখানে br দিতে হবে তাহলে মাঝখানে ২ ভাগে বিভক্ত হবে ।

প্রশ্ন:কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তর: কনটেন্ট টপিকস নির্বাচন এর জন্য সর্বোপরি আপনি যে বিষয়ের উপর বেশি পারদর্শী তাকে নির্বাচন করা এবং নিজের সৃজশীলতাকে প্রকাশ করা । ফলে আপনি যেই বিষয় এর উপর বেশি পারেন তাকে কেন্দ্র করে পোস্ট তৈরি করলে পোস্টটি অনেক কোয়ালিটি ফুল হয় ।ফলে আপনি সুন্দর পোস্ট উপস্থাপন করতে পারবেন ।আপনার যদি কোনো বিষয় এর উপর অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি সুন্দর কনটেন্ট ক্রিয়েট করতে সক্ষম হবেন না ।তাই পরিশেষে বলা যায় নিজের অভিজ্ঞতা এবং সৃজশীলতা গুরুত্ব আরোপ করলেও কনটেন্ট টপিকস নির্বাচন করতে পারবেন

প্রশ্ন:কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তর: কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরি কেননা পর্যাপ্ত পরিমাণ এ জ্ঞান না নিয়ে পোস্ট তৈরী করলে পোস্টটি মার্জিত ,সুন্দর এবং কোয়ালিটি ফুল পোস্ট হয় না ফলে পাঠক তা পড়তে মোটেও পছন্দ করবে না আর সেখানে থেকে আপনি কেউরেশন রিওয়ার্ড ও পাবেন না ।তাই কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা অতীব জরুরী ।

প্রশ্ন:ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তর:আমি যদি কোন পোস্টে $7 এর ভোট দেই সেখান থেকে আমি কিউরেটর হিসেবে $3.5 [USD] কিউরেশন রিওয়ার্ড পাবো।

প্রশ্ন:সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তর: কোনো কোয়ালিটিফুল পোস্টে যদি প্রথম ৫ মিনিট এর মধ্যেই ভোট দেওয়ার চেষ্টা করতে হবে ফলে পোস্টে যদি প্রথম ৫ মিনিট এর মধ্যে ভোট দিতে পারি আর এরপর যদি বড় ভোট পরে তাহলে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়া সম্ভব। ভোট দেওয়ার পাঁচ মিনিট পর থেকে ছয় দিন বারো ঘন্টা এর মধ্যে ভোট দেওয়া সম্ভব হলে ভালো কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে ।

প্রশ্ন:নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তর: @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন করা সম্ভব ,কারণ আমরা আমাদের অ্যাকান্ট এ পর্যাপ্ত পরিমাণ এ এসপি রাখতে সক্ষম নাও হতে পারি বা আমাদের শক্তিশালী হতে অনেক দেরি হবে আর আমাদের পক্ষে সবগুলো ভালো পোস্ট খুঁজে ভোট দেওয়া সম্ভব নয় । কিন্তু @Heroism নিজে শক্তিশালী হয়ে ভালো ভালো কোয়ালিটি ফুল পোস্টকে ভোট দিবে ফলে আমরা বেশি আর্ন করতে পারবো।


ধন্যবাদ আপনাকে আমার পুরো পোস্টটি পড়ার জন্য ।আমি আশা রাখছি আমি আমার লিখিত পরীক্ষা সম্পাদন করতে সক্ষম হব

@alsarzilsiam
#abb-level03

Sort:  
 3 years ago 

আপনার পোস্টটি পড়ে বোঝা গেল আপনি খুব সুন্দর করে লেভেল3 হতে অনেক কিছু শিখতে পেরেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভেচ্ছা রইল। আশা করি আপনি খুব শীঘ্রই ক্লাস কোর্স সম্পন্ন করতে পারবেন এবং সবকিছু আয়ত্তে রাখতে পারবেন। আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু ,আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো যাতে করে সব বাধা পেরিয়ে লেভেল উত্তীর্ণ হতে পারি

 3 years ago 

চেষ্টা করবেন বিষয় গুলো সব সময় মনে রাখার, এসব বিষয় সব সময় কাজে আসবে, আপনার প্রশ্নের উত্তর দেখে বুঝা যাচ্ছে অনেক সুন্দর করে আপনি Level3 ক্লাস বুঝেছেন এবং সুন্দর করে উপস্থাপনাও করেছেন, সামনের লেভেল গুলোর জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

দোয়া রাখবেন ভাই ,আমি যেনো সফলতার সহিত সকল ধাপ পূরণ করতে পারি

 3 years ago 

এবিবি স্কুলের level3 থেকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন সেগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাই আপনি তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবিবি স্কুলের সকল ক্লাস খুব সফলতার সঙ্গে উত্তীর্ণ হবেন, ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণা যোগায়। দোয়া রাখবেন ভাই।

 3 years ago 

আপনার লেবেল তিনের অর্জন দেখে বেশ ভালো লাগলো। এই কাজগুলো করা এবং এ ক্লাসগুলো থেকে শিক্ষার বিষয় গুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এইজন্য পরবর্তী ক্লাসগুলো এ কিভাবে সুন্দরভাবে অর্জন করুন এটাই কামনা। আমার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

দোয়া রাখবেন আপু পরবর্তী লেভেল গুলো যেনো পার করতে পারি।

 3 years ago 

আপনি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আপনার উপস্থাপনা চমৎকার ছিল, আপনার পরবর্তী লেবেলের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাদের প্রচেষ্টায় তো আমরা অনেক কিছু শিখতে পারবো ।আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভাই ।আমাকে দোয়া রাখবেন ভাই আমি যেনো প্রত্যেকটা লেভেল পার করতে পারি ।

 3 years ago 

আমার খুবই ভালো লেগেছে আপনার এই লেভেল থ্রির পরীক্ষা দেওয়া দেখে। দোয়া করি খুব শীঘ্রই আপনি প্রত্যেকটা লেভেল পাস করে ভেরিফাইড মেম্বার হয়ে যেতে পারেন। তবে আপনাকে গভীরভাবে মনোযোগ দেওয়ার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে।

 3 years ago 

হ্যা ভাই আমি মনোযোগ এর সহিত আমার শিক্ষা গ্রহণ করবো দোয়া রাখবেন ভাই ।

 3 years ago 

আপনার লিখিত পরীক্ষা খুবিই ভালো হইছে,প্রশ্ন গুলোর উত্তর খুবিই সুন্দর করে দিয়েছেন দেখে খুবই ভালো লাগল।আর মাত্র দুইটা ধাপ তাহলেই একজন ভেরিফাইড মেম্বার।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দোয়া রাখবেন ভাই সকল বাধা পেরিয়ে যেনো লেভেল গুলো উত্তীর্ণ হতে পারি ।

 3 years ago 

level3 আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আপনি দেখছি অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন ।যা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম ।সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার পুরো পোস্টটি পড়ার জন্য।দোয়া রাখবেন ভাই আমার জন্য

 3 years ago 

আপনি লেভেল 3 হতে ভালো কিছু শিখতে পেরেছেন তা আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। আর আপনি খুব সুন্দর ভাবে এই লেভেল 3 এর বিষয় গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার পরবর্তী লেবেলের জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া ,এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 94476.03
ETH 3112.49
USDT 1.00
SBD 3.03